পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ব্যাবসায়িক এলাকায় সাক্ষ্য দেওয়া
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: যেহেতু লোকেরা নিজেদের কাজের জায়গায় ঘণ্টার পর ঘণ্টা কাজ করে, তাই সাধারণত তাদের কাছে রাজ্যের বার্তা পৌঁছে দেওয়ার একটা ভালো উপায় হল, তাদের কাজের জায়গায় গিয়ে সাক্ষ্য দেওয়া। ব্যাবসায়িক এলাকায় সাক্ষ্য দেওয়া আনন্দদায়ক এবং ফলপ্রসূ হতে পারে কারণ ঘরে ঘরে প্রচারের বিপরীতে এই এলাকাগুলোতে সবসময় লোকেদের পাওয়া যায় আর যেহেতু তারা আমাদের সম্ভাব্য ক্রেতা হিসেবে মনে করে, তাই তারা আমাদের সঙ্গে ভালো আচরণ করে। এই ক্ষেত্রে ভালো ফল পাওয়ার জন্য প্রকাশকদের উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করা ও উত্তম পোশাক-আশাক পরা উচিত আর সেইসঙ্গে তাদের সাজগোজের প্রতিও মনোযোগ দেওয়া উচিত। (২ করি. ৬:৩) তাই, পরিচর্যা অধ্যক্ষ সতর্কতার সঙ্গে এই বিষয়টা দেখাশোনা করবেন যে, কত দিন অন্তর ব্যাবসায়িক এলাকায় কাজ করা হয় এবং কোন কোন প্রকাশক সেখানে প্রচার কাজ করে।
এই মাসে এটা করার চেষ্টা করুন:
আপনি যদি কোনো ব্যাবসায়িক এলাকায় সাক্ষ্য দেন, তা হলে আপনার পরবর্তী পারিবারিক উপাসনার সন্ধ্যায় একটা সংক্ষিপ্ত উপস্থাপনার মহড়া দিন, যেটা আপনি সেই এলাকায় ব্যবহার করবেন।