ফেব্রুয়ারি ১৩-১৯
যিশাইয় ৫২-৫৭
গান ২ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“খ্রিস্ট আমাদের জন্য কষ্টভোগ করেছিলেন”: (১০ মিনিট)
যিশা ৫৩:৩-৫—তিনি অবজ্ঞাত হয়েছিলেন এবং আমাদের অপরাধের জন্য চূর্ণ হয়েছিলেন (প্রহরীদুর্গ ০৯ ১/১৫ ২৬ অনু. ৩-৫)
যিশা ৫৩:৭, ৮—তিনি স্বেচ্ছায় আমাদের জন্য তাঁর জীবন দিয়েছিলেন (প্রহরীদুর্গ ০৯ ১/১৫ ২৭ অনু. ১০)
যিশা ৫৩:১১, ১২—তিনি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকেছিলেন বলে আমরা ঈশ্বরের সামনে ধার্মিক অবস্থান লাভ করতে পেরেছি (প্রহরীদুর্গ ০৯ ১/১৫ ২৮ অনু. ১৩)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিশা ৫৪:১—এই ভবিষ্যদ্বাণীতে উল্লেখিত “বন্ধ্যে” কে আর তার “সন্তান” কারা? (প্রহরীদুর্গ ০৬ ৩/১৫ ১১ অনু. ২)
যিশা ৫৭:১৫—কোন অর্থে যিহোবা “চূর্ণ” ও “নম্রাত্মা” মানুষের সঙ্গে ‘বাস করেন’? (প্রহরীদুর্গ ০৫ ১০/১৫ ২৬ অনু. ৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৫৭:১-১১
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-35 ট্র্যাক্ট—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-35 ট্র্যাক্ট—jw.org ওয়েবসাইট থেকে কোনো প্রকাশনা দেখান।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ১ অনু. ১৬-১৭—যদি সম্ভব হয়, তা হলে একজন বাবা তার ছোটো ছেলে অথবা মেয়ের সঙ্গে অধ্যয়ন করবেন।
খ্রিস্টীয় জীবনযাপন
“আপনাদের সন্তানদের সৃষ্টিকর্তার প্রতি দৃঢ়বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করুন”: (১৫ মিনিট) আলোচনা। তোমার সঙ্গীসাথিরা যা বলে—ঈশ্বরের প্রতি বিশ্বাস শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ১৬ অনু. ১-১৫
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৭ এবং প্রার্থনা