ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ৪৭-৫১
যিহোবার বাধ্য হওয়া আশীর্বাদ নিয়ে আসে
যিহোবা প্রেমের সঙ্গে ‘আমাদের গন্তব্য পথ’ দেখিয়ে দেন যাতে আমরা জীবন উপভোগ করতে পারি। তাঁর বাধ্য হওয়ার মাধ্যমে আমরা উপকৃত হই
“শান্তি নদীর ন্যায়”
যিহোবা এমন শান্তির প্রতিজ্ঞা করেন, যা নদীর জলের মতো প্রচুর ও প্রবহমাণ
“ধার্ম্মিকতা সমুদ্র-তরঙ্গের ন্যায়”
আমাদের ধার্মিকতার কাজগুলো সমুদ্রের ঢেউয়ের মতো অগণিত হতে পারে