সেপ্টেম্বর ৪-১০
যিহিষ্কেল ৪২-৪৫
গান ২৬ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“বিশুদ্ধ উপাসনা পুনর্স্থাপিত হয়!”: (১০ মিনিট)
যিহি ৪৩:১০-১২—যিহিষ্কেলের মন্দির সম্বন্ধীয় দর্শনের উদ্দেশ্য ছিল, নির্বাসিত যিহুদিদের অনুতপ্ত হতে অনুপ্রাণিত করা এবং তাদের এই আশ্বাস দেওয়া যে, বিশুদ্ধ উপাসনাকে এর উপযুক্ত স্থানে পুনর্স্থাপিত ও উচ্চীকৃত করা হবে (প্রহরীদুর্গ ৯৯ ৩/১ ৮ অনু. ৩; অন্তর্দৃষ্টি-২ ১০৮২ অনু. ২, ইংরেজি)
যিহি ৪৪:২৩—যাজকবর্গ লোকেদের “শুচি ও অশুচির প্রভেদ” সম্বন্ধে নির্দেশনা দেবে
যিহি ৪৫:১৬—নেতৃত্ব দেওয়ার জন্য যিহোবা যাদের নিযুক্ত করেছিলেন, লোকেরা তাদের সমর্থন করবে (প্রহরীদুর্গ ৯৯ ৩/১ ১০ অনু. ১০)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিহি ৪৩:৮, ৯—কীভাবে ইস্রায়েলীয়রা ঈশ্বরের নাম অশুচি করেছিল? (অন্তর্দৃষ্টি-২ ৪৬৭ অনু. ৪, ইংরেজি)
যিহি ৪৫:৯, ১০—যারা তাঁর অনুমোদন লাভ করতে চায়, তাদের কাছ থেকে যিহোবা সবসময় কোন বিষয়টা চান? (অন্তর্দৃষ্টি-২ ১৪০)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিহি ৪৪:১-৯
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) “নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা”-র উপর ভিত্তি করে আলোচনা। উপস্থাপনার প্রত্যেকটা ভিডিও দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“কেন আপনি বিশুদ্ধ উপাসনাকে মূল্যবান বলে গণ্য করেন?” (১৫ মিনিট) আলোচনা।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৫ অনু. ১-৮
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১৫ এবং প্রার্থনা