ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিহিষ্কেল ৪২-৪৫
বিশুদ্ধ উপাসনা পুনর্স্থাপিত হয়!
যিহিষ্কেলের মন্দির সম্বন্ধীয় দর্শন, নির্বাসনে থাকা অবশিষ্ট বিশ্বস্ত যিহুদিদের এই আশ্বাস দিয়েছিল, বিশুদ্ধ উপাসনা পুনর্স্থাপিত হবে। একই সময়ে, এটা বিশুদ্ধ উপাসনার ক্ষেত্রে যিহোবার উচ্চ মান সম্বন্ধেও স্মরণ করিয়ে দিয়েছিল।
যাজকবর্গ যিহোবার মান সম্বন্ধে লোকেদের শিক্ষা দেবে
৪৪:২৩
বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শুচি ও অশুচি বিষয়ের প্রভেদ সম্বন্ধে যেভাবে শিক্ষা দিয়েছে, সেগুলোর কিছু উদাহরণ তুলে ধরুন। (ঈশ্বরের রাজ্য শাসন করছে! পৃষ্ঠা ১১০-১১৭, ইংরেজি)
যারা নেতৃত্ব দিচ্ছেন, লোকেরা তাদের সমর্থন করবে
৪৫:১৬
কিছু উপায় কী, যেগুলোর মাধ্যমে আমরা দেখাতে পারি, আমরা মণ্ডলীর প্রাচীনদের সমর্থন করি?