সেপ্টেম্বর ১১-১৭
যিহিষ্কেল ৪৬-৪৮
গান ৫৫ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যে-আশীর্বাদগুলো পুনর্স্থাপিত ইস্রায়েল উপভোগ করবে”: (১০ মিনিট)
যিহি ৪৭:১, ৭-১২—পুনর্স্থাপিত দেশের ভূমি অনেক উৎপাদনশীল হবে (প্রহরীদুর্গ ৯৯ ৩/১ ১০ অনু. ১১-১২)
যিহি ৪৭:১৩, ১৪—প্রত্যেক পরিবার সেখানে তাদের নিজস্ব ভূমি বা অধিকার লাভ করবে (প্রহরীদুর্গ ৯৯ ৩/১ ১০ অনু. ১০)
যিহি ৪৮:৯, ১০—লোকেদের মাঝে ভূমি ভাগ করে দেওয়ার আগে, যিহোবার উদ্দেশে এক বিশেষ অংশ “উপহার-ভূমি” হিসেবে “নিবেদন” বা আলাদা করা হবে
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিহি ৪৭:১, ৮; ৪৮:৩০, ৩২-৩৪—কেন নির্বাসিত যিহুদিরা যিহিষ্কেলের মন্দির সম্বন্ধীয় দর্শনের পরিপূর্ণতা আক্ষরিক অর্থে পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ হওয়ার বিষয়ে আশা করেনি? (প্রহরীদুর্গ ৯৯ ৩/১ ১১ অনু. ১৪)
যিহি ৪৭:৬—কেন যিহিষ্কেলকে “মনুষ্য-সন্তান” বলা হয়েছিল? (অন্তর্দৃষ্টি-২ ১০০১, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিহি ৪৮:১৩-২২
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-37 ট্র্যাক্ট—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-37 ট্র্যাক্ট—আগের সাক্ষাতে এই ট্র্যাক্ট দেওয়া হয়েছিল। এখন পুনর্সাক্ষাতের একটা নমুনা দেখান। অধ্যয়নের জন্য যে-প্রকাশনাগুলো রয়েছে, সেগুলোর একটার সঙ্গে পরিচয় করিয়ে দিন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বইয়ের অধ্যায় ৩ অনু. ১৭—সেই ব্যক্তিকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
খ্রিস্টীয় জীবনযাপন
স্থানীয় প্রয়োজন: (৮ মিনিট) যদি চান, তা হলে বর্ষপুস্তক (ইংরেজি) থেকে যে-শিক্ষাগুলো লাভ করা যায়, সেগুলো আলোচনা করতে পারেন। (বর্ষপুস্তক ১৭ ৬৪-৬৫, ইংরেজি)
সাংগঠনিক সাফল্য: (৭ মিনিট) সেপ্টেম্বর মাসের জন্য নির্ধারিত সাংগঠনিক সাফল্য ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৫ অনু. ৯-১৭
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১ এবং প্রার্থনা