ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিহিষ্কেল ৪৬-৪৮
যে-আশীর্বাদগুলো পুনর্স্থাপিত ইস্রায়েল উপভোগ করবে
যিহিষ্কেলের মন্দির সম্বন্ধীয় দর্শন নির্বাসিত ইস্রায়েলীয়দের উৎসাহিত করেছিল এবং পুনর্স্থাপনের বিষয়ে বলা অতীতের ভবিষ্যদ্বাণী নিশ্চিত করেছিল। যিহোবা যাদের আশীর্বাদ করেছিলেন, তাদের মধ্যে বিশুদ্ধ উপাসনা উচ্চীকৃত হবে।
সেই দর্শন সুসংগঠিত ব্যবস্থা, সহযোগিতা ও নিরাপত্তার বিষয়ে প্রতিজ্ঞা করেছিল
৪৭:৭-১৪
প্রচুর পরিমাণে উৎপাদনশীল ভূমি
প্রত্যেক পরিবারের জন্য নিজস্ব ভূমি বা অধিকার
লোকেদের মাঝে ভূমি ভাগ করে দেওয়ার আগে, যিহোবার উদ্দেশে এক বিশেষ অংশ “উপহার-ভূমি” হিসেবে “নিবেদন” বা আলাদা করতে হবে
৪৮:৯, ১০
কীভাবে আমি দেখাতে পারি, যিহোবার উপাসনা করা আমার জীবনের প্রথম বিষয়? (প্রহরীদুর্গ ০৬ ৪/১৫ ২৭-২৮ অনু. ১৩-১৪)