ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ইব্রীয় ৯-১০
‘আগামী উত্তম উত্তম বিষয়ের ছায়া’
ঈশ্বর মুক্তির মূল্যের মাধ্যমে মানবজাতির পাপের প্রায়শ্চিত্তের যে-ব্যবস্থা করেছেন, আবাস সেই ব্যবস্থার ছায়াস্বরূপ ছিল। আবাসের চারটে বৈশিষ্ট্য এবং সেগুলো যা চিত্রিত করে, সেটার মধ্যে মিল খুঁজুন।
|
|