খ্রিস্টীয় জীবনযাপন
অনাবৃষ্টির বছরে আপনি কী করবেন?
বিশ্বাস ও আস্থা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। উদাহরণ স্বরূপ, যিহোবার উপর দৃঢ়বিশ্বাস আমাদের এই আস্থা রাখতে সাহায্য করে যে, তিনি আমাদের সুরক্ষা জোগাবেন ও যত্ন নেবেন। (গীত ২৩:১, ৪; ৭৮:২২) আমরা এই বিধিব্যবস্থার শেষের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আশা করতে পারি যে, শয়তানের আক্রমণ বৃদ্ধি পাবে। (প্রকা ১২:১২) কী আমাদের সাহায্য করবে?
অনাবৃষ্টির বছরে আপনি কী করবেন? শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
১. কীভাবে আমরা যিরমিয় ১৭:৮ পদে উল্লেখিত “বৃক্ষের” মতো?
২. ‘গ্রীষ্ম’ বা তাপের একটা প্রকার কী?
৩. ‘বৃক্ষ’ কীভাবে প্রভাবিত হয় এবং কেন?
৪. শয়তান কী ধ্বংস করতে চায়?
৫. কোন কোন দিক দিয়ে আমরা অভিজ্ঞ বিমান যাত্রীদের মতো?
৬. কেন আমাদের ক্রমাগত বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের উপর আস্থা রাখা উচিত আর কীভাবে আমাদের আস্থা পরীক্ষিত হবে?
৭. জগতের কাছ থেকে উপহাস সত্ত্বেও কেন আমাদের ক্রমাগত বাইবেলের নীতির উপর আস্থা রাখা উচিত?