সেপ্টেম্বর ২৩-২৯
ইব্রীয় ১২-১৩
গান ১১ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“শাসন—যিহোবার প্রেমের প্রমাণ”: (১০ মিনিট)
ইব্রীয় ১২:৫—আপনাকে শাসন করা হলে হাল ছেড়ে দেবেন না (প্রহরীদুর্গ ১২ ৩/১৫ ২৯ অনু. ১৮)
ইব্রীয় ১২:৬, ৭—যিহোবা যাদের ভালোবাসেন, তাদের শাসন করেন (প্রহরীদুর্গ ১২ ৭/১ ২১ অনু. ৩, ইংরেজি)
ইব্রীয় ১২:১১—শাসন গ্রহণ করা মাঝে মাঝে কঠিন হলেও এটা আমাদের প্রশিক্ষিত করে (প্রহরীদুর্গ ১৮.০৩ ৩২ অনু. ১৮)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
ইব্রীয় ১২:১—কীভাবে ‘বৃহৎ সাক্ষিমেঘের’ উদাহরণ আমাদের উৎসাহিত করে? (প্রহরীদুর্গ ১১ ৯/১৫ ১৭-১৮ অনু. ১১)
ইব্রীয় ১৩:৯—এই শাস্ত্রপদের অর্থ কী? (প্রহরীদুর্গ ৮৯ ১২/১৫ ২২ অনু. ১০, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) ইব্রীয় ১২:১-১৭ (শিক্ষা দেওয়া পাঠ ১১)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
দ্বিতীয় পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ২)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট বা এর চেয়ে কম) ‘ঈশ্বরের প্রেম’ (lv) বইয়ের অধ্যায় ৩ অনু. ১৯ (শিক্ষা দেওয়া পাঠ ৬)
খ্রিস্টীয় জীবনযাপন
ধৈর্য বজায় রাখুন . . . আমাদের নিজেদের অসিদ্ধতা সত্ত্বেও: (৫ মিনিট) ভিডিওটা দেখান। এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
ভাই ক্যাজারেসকে তার বাপ্তিস্মের পর থেকে কোন লড়াই করতে হয়েছিল?
কোনো কোনো উপায়ে ভাই শাসন লাভ করেছিলেন?
স্থানীয় প্রয়োজন: (১০ মিনিট)
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৩৬
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১৩ এবং প্রার্থনা