ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ইব্রীয় ১২-১৩
শাসন—যিহোবার প্রেমের প্রমাণ
শাসন শব্দটা শাস্তি, সংশোধন, নির্দেশনা ও শিক্ষাকে নির্দেশ করে। ঠিক যেমন, একজন প্রেমময় বাবা তার সন্তানদের শাসন করেন, তেমনই যিহোবা আমাদের শাসন করেন। আমরা শাসন লাভ করি . . .
বাইবেল পড়ার, ব্যক্তিগত অধ্যয়ন করার, সভায় যোগ দেওয়ার ও ধ্যান করার মাধ্যমে
একজন সহবিশ্বাসীর কাছ থেকে পরামর্শ ও সংশোধন লাভ করার মাধ্যমে
আমাদের ভুলগুলোর পরিণতি ভোগ করার মাধ্যমে
বিচার সংক্রান্ত কমিটি-র দ্বারা সংশোধিত কিংবা সমাজচ্যুত হওয়ার মাধ্যমে
যিহোবার দ্বারা অনুমোদিত বিভিন্ন পরীক্ষা ও তাড়না ভোগ করার মাধ্যমে।—প্রহরীদুর্গ ১৫ ৯/১৫ ২১ অনু. ১৩; অন্তর্দৃষ্টি-১ ৬২৯, ইংরেজি