ঈশ্বরের বাক্যের গুপ্তধন | লেবীয় পুস্তক ৬-৭
ঈশ্বরের উদ্দেশে স্তব-বলি
৭:১১-১৫, ২০
ইস্রায়েলীয়রা যে-মঙ্গলার্থক বলি উৎসর্গ করত, সেটা আমাদের মনে করিয়ে দেয়, প্রার্থনায় আমরা যিহোবাকে ধন্যবাদ দিতে পারি। আর আমাদের কাজের দ্বারাও প্রকাশ করতে পারি যে, আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।—ফিলি ৪:৬, ৭; কল ৩:১৫.
প্রার্থনা করার সময় আমরা কোন কোন বিষয়ের জন্য যিহোবাকে ধন্যবাদ দিতে পারি?—১থিষল ৫:১৭, ১৮
যিহোবাকে ধন্যবাদ দেওয়া কীভাবে আমাদের উপকৃত করতে পারে?
কীভাবে একজন ব্যক্তি হয়তো “ভূতদের মেজ” থেকে ভোজন করতে পারেন আর কীভাবে এটা দেখায় যে, যিহোবার প্রতি সেই ব্যক্তির উপলব্ধিবোধের অভাব রয়েছে?—১করি ১০:২০, ২১