ঈশ্বরের বাক্যের গুপ্তধন
নিষ্ফল বিষয়গুলো থেকে সরে আসুন
আখনের চোখ তাকে এমন বিষয়গুলো নেওয়ার জন্য প্রলোভিত করেছিল, যেগুলো তার নিজের ছিল না (যিহো ৭:১, ২০, ২১; প্রহরীদুর্গ ১০ ৪/১৫ ২০ অনু. ৫)
আখনের কাজ তার পরিবার এবং পুরো ইজরায়েল জাতির জন্য বিপদ ডেকে এনেছিল (যিহো ৭:৪, ৫, ২৪-২৬; প্রহরীদুর্গ ৯৭ ৮/১৫ ২৮ অনু. ২)
আমাদের সবসময় আত্মশাসন করতে হবে (১যোহন ২:১৫-১৭; প্রহরীদুর্গ ১০ ৪/১৫ ২১ অনু. ৮)
নিষ্ফল বিষয়গুলোকে আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে কারণ ঈশ্বরের নতুন জগতে এগুলো থাকবে না। সেখানে প্রত্যেকে যা সঠিক, তা-ই করবে।—২পিতর ৩:১৩.