ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb22 জুলাই পৃষ্ঠা ১৩
  • সেপ্টেম্বর মাসে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ অভিযান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সেপ্টেম্বর মাসে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ অভিযান
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নতুন ব্রোশারটি বিতরণ করার বিশেষ অভিযান
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্রোশারগুলির সাহায্যে রাজ্যের সুসমাচার ঘোষণা
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনভিজ্ঞ ব্যক্তিদের বুঝতে সাহায্য করুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
mwb22 জুলাই পৃষ্ঠা ১৩
কোলাজ: “নতুন পরিচর্যা বছরের জন্য লক্ষ্য স্থাপন করুন—অগ্রগামীর কাজ করুন” শিরোনামের প্রবন্ধে যে-পরিবারকে দেখানো হয়েছে, তারা অন্যদের কাছে প্রচার করছে। ১. একজন যুবতী এবং তার মা একজন মহিলার অ্যাপার্টমেন্টের দরজায় দাঁড়িয়ে তার সঙ্গে “চিরকাল জীবন উপভোগ করুন!” ব্রোশার নিয়ে আলোচনা করছে। ২. সেই যুবতীর ঠাকুরমা “চিরকাল জীবন উপভোগ করুন!” ব্রোশার ব্যবহার করে টেলিফোনে বাইবেল অধ্যয়ন করাচ্ছেন। ৩. সেই যুবতীর বাবা-মা ট্রলির পাশে দাঁড়িয়ে আছে এবং ট্রলিতে “চিরকাল জীবন উপভোগ করুন!” ব্রোশার এবং বিনামূল্যে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দেওয়ার বিষয়টা দেখা যাচ্ছে।

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

সেপ্টেম্বর মাসে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ অভিযান

সেপ্টেম্বর মাসে আমরা প্রতিটা ঘরে চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার ব্যবহার করে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। প্রকাশকেরা ৩০ ঘণ্টার জন্য সহায়ক অগ্রগামীর কাজ করার লক্ষ্য রাখতে পারে। এই বিশেষ অভিযানে আমরা কীভাবে কাজ করব?

  • প্রথম সাক্ষাতের সময়: ব্যক্তিগত আগ্রহ দেখিয়ে এবং কথাবার্তার দক্ষতা ব্যবহার করে স্বাভাবিকভাবে কথা শুরু করুন এবং তা চালিয়ে যান। (ফিলি ২:৪) বেশ কয়েক বার কথাবার্তা বলার পর আপনার কাছে যদি উপযুক্ত বলে মনে হয়, তা হলে আপনি সেই ব্যক্তির সঙ্গে ঈশ্বর সম্বন্ধে কথা বলতে পারেন। তিনি যদি প্রকৃত আগ্রহ দেখান এবং আরও আলোচনা করতে চান, তা হলে বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিন। এমন ব্যক্তিদের কথা ভুলে যাবেন না, যারা আগে আগ্রহ দেখিয়েছিল আর এদের মধ্যে পুনর্সাক্ষাৎ করা হয়েছিল এমন ব্যক্তিরাও রয়েছে। হতে পারে তারা আগে অধ্যয়ন করতে চায়নি কিন্তু অধ্যয়নের নতুন পদ্ধতি এবং ব্রোশার দেখে তারা হয়তো এখন অধ্যয়ন করার জন্য আগ্রহ দেখাতে পারে। যারা বাড়িতে নেই, তাদের ঘরে যেন ব্রোশার ছেড়ে আসা না হয় অথবা যারা আগে কোনো আগ্রহ দেখায়নি, তাদের কাছে যেন চিঠি লেখার সময় ব্রোশার পাঠানো না হয়। মণ্ডলীর পরিচর্যা কমিটি সেই মাসে এই অভিযানের জন্য আরও ক্ষেত্রের পরিচর্যা সভার ব্যবস্থা করতে পারে।

  • অন্যান্য সময়: আপনার মণ্ডলী যদি ট্রলি ব্যবহার করে প্রচার করে থাকে, তা হলে সেখানে এমনভাবে চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার রাখুন, যাতে তা দেখা যায়। যারা এই ব্রোশার নেওয়ার জন্য আগ্রহ দেখায়, তাদের বলুন, এই ব্রোশার নেওয়ার পাশাপাশি তারা চাইলে বিনা মূল্য বাইবেল অধ্যয়ন করতে পারে। কোনো এলাকার ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোতে প্রচার করার জন্য পরিচর্যা অধ্যক্ষ হয়তো যোগ্য প্রকাশকদের বেছে নিতে পারেন। এ ছাড়া, আপনি হয়তো আপনার সহকর্মীকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিতে পারেন। কিংবা প্রচার করার নির্দিষ্ট ব্যবস্থা ছাড়া অন্যান্য সময় সাক্ষ্য দিতে গিয়ে যে-লোকদের সঙ্গে আপনার দেখা হয়, তারা যদি প্রকৃত আগ্রহ দেখায়, তা হলে তাদেরও বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিতে পারেন।

যিশু আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা ‘শিষ্য করি’ এবং ‘তাদের শিক্ষা দিই।’ (মথি ২৮:১৯, ২০) এই বিশেষ অভিযানের সময় চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার ব্যবহার করে আমরা তা করতে পারি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার