ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৫ পৃষ্ঠা ৩
  • নতুন ব্রোশারটি বিতরণ করার বিশেষ অভিযান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নতুন ব্রোশারটি বিতরণ করার বিশেষ অভিযান
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্রোশারগুলির সাহায্যে রাজ্যের সুসমাচার ঘোষণা
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অকৃত্রিমভাবে অন্যদের প্রতি চিন্তা করার দ্বারা যিহোবাকে অনুকরণ করুন
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন ব্রোশার অর্পণ করা হবে!
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৫ পৃষ্ঠা ৩

নতুন ব্রোশারটি বিতরণ করার বিশেষ অভিযান

১ আজকে, অনেক লোক জগৎ পরিস্থিতি নিয়ে চিন্তিত কিন্তু অল্প লোকই জানে যে, কেন পরিস্থিতি এইরকম, ভবিষ্যতে কী হতে চলেছে এবং আসন্ন বিচার থেকে রক্ষা পেতে হলে তাদের অবশ্যই কী করতে হবে। (যিহি. ৯:⁠৪) আমাদের সময়ের গুরুত্ব সম্বন্ধে সজাগ করার জন্য তাদের সাহায্য করতে, ১৮ই এপ্রিল সোমবার থেকে ১৫ই মে রবিবার পর্যন্ত জেগে থাকুন! নামে নতুন ব্রোশারটি বিতরণ করার জন্য এক বিশেষ অভিযান চালানো হবে।

২ ব্রোশারটিকে হয়তো ঘরে ঘরে পরিচর্যায়, পুনর্সাক্ষাৎগুলোতে, রীতিবহির্ভূত সাক্ষ্যদান করার অথবা রাস্তায় ও দোকানে সাক্ষ্য দেওয়ার সময় অর্পণ করা যেতে পারে। কিন্তু, জেগে থাকুন! ব্রোশারটি বিবেচনা না করেই বিতরণ করা উচিত হবে না। বরং, ব্রোশারটিকে কেবল তাদের কাছে অর্পণ করতে হবে, যারা জগতের ঘটনাবলির অর্থ সম্বন্ধে বাইবেল যা বলে তাতে আগ্রহ দেখায়। যারা বার্তার প্রতি সামান্য আগ্রহ দেখায় তাদেরকে এর পরিবর্তে একটা ট্র্যাক্ট অর্পণ করা যেতে পারে।

৩ আপনি হয়তো এই বলে একজন ব্যক্তির মনোযোগ আকর্ষণ করতে পারেন:

▪ “অনেক লোক বর্তমানে ঘটে চলা বিভিন্ন গুরুতর সমস্যা ও আতঙ্কজনক ঘটনাগুলোর বিষয়ে চিন্তিত। [স্থানীয়ভাবে পরিচিত কোনো উদাহরণ উল্লেখ করুন।] আপনি কি জানেন যে, বাইবেলে এই সমস্ত বিষয় সম্বন্ধে আগে থেকেই বলা ছিল? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর উল্লেখিত উদাহরণের জন্য উপযুক্ত একটা শাস্ত্রপদ পড়ুন, যেমন মথি ২৪:​৩, ৭, ৮; লূক ২১:​৭, ১০, ১১; অথবা ২ তীমথিয় ৩:​১-৫.] বাইবেল আমাদের সময়ের অর্থ সম্বন্ধে এবং ভবিষ্যতে মানবজাতির জন্য যা অপেক্ষা করছে, সেই সম্বন্ধে জানায়। আপনি কি আরও জানতে চান? [উত্তর দেওয়ার সুযোগ দিন। যদি আন্তরিক আগ্রহ দেখানো হয়, তা হলে ব্রোশারটি অর্পণ করুন।] ব্রোশারটির কোনো মূল্য নেওয়া হয় না। কিন্তু, আপনি যদি আমাদের শিক্ষামূলক কাজের জন্য অল্প কিছু দান দিতে চান, তা হলে আমরা খুশি মনে তা গ্রহণ করব।”

৪ অথবা আপনি হয়তো এই উপস্থাপনাটা কার্যকরী বলে মনে করতে পারেন:

▪ “আজকে অনেকে বিভিন্ন আতঙ্কজনক ঘটনা অথবা চরম ব্যক্তিগত ক্ষয়ক্ষতির কারণে দুর্দশাগ্রস্ত। কেউ কেউ চিন্তা করে যে, ঈশ্বর কেন এই ধরনের বিষয়গুলো রোধ করেন না। বাইবেল আমাদের আশ্বাস দেয় যে, ঈশ্বর মানবজাতিকে দুঃখকষ্ট থেকে মুক্ত করতে খুব শীঘ্রই পদক্ষেপ নেবেন। লক্ষ করুন যে, ঈশ্বর মানবজাতির জন্য কোন কোন উপকার নিয়ে আসবেন। [গীতসংহিতা ৩৭:​১০, ১১ পদ পড়ুন।] আপনি কি আরও জানতে চান?” উপরে উল্লেখিত উপসংহার করে শেষ করুন।

৫ যারা ব্রোশারটির একটা কপি নেবে, তাদের প্রত্যেকের নাম ও ঠিকানা নেওয়ার চেষ্টা করুন এবং আগ্রহ গড়ে তোলার জন্য পুনর্সাক্ষাৎ করার ব্যবস্থা করুন। কীভাবে তা করা যায় সেই বিষয়ে কিছু পরামর্শ ভবিষ্যতে পরিচর্যা সভার কিছু অংশে বিবেচনা করা হবে। একজন ব্যক্তি যদি প্রথম সাক্ষাতেই গভীর আগ্রহ দেখান, তা হলে সেই মুহূর্তেই জেগে থাকুন! ব্রোশার অথবা অন্য কোনো প্রকাশনা যেমন চান ব্রোশার ব্যবহার করে আপনি হয়তো একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে পারেন।

৬ এই নতুন ব্রোশারের কপিগুলো সেই পরিচর্যা সভার পর পাওয়া যাবে, যে-সভায় এই প্রবন্ধটি আলোচনা করা হবে। জানানো হচ্ছে যে, প্রকাশক ও অগ্রগামীরা যেন শুরুতে ঠিক ততগুলো কপিই নেয়, যতগুলো অভিযানের প্রথম কয়েক দিনের জন্য তাদের প্রয়োজন হবে। যিহোবা যেন তাঁর প্রশংসা করার এবং সব জায়গার সৎহৃদয়ের ব্যক্তিদের উপকারের জন্য এই বিশেষ কার্যক্রমের প্রতি আশীর্বাদ করেন।​—⁠গীত. ৯০:⁠১৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার