ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp22 নং ১ পৃষ্ঠা ৮-৯
  • ২ | প্রতিশোধ নেবেন না

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ২ | প্রতিশোধ নেবেন না
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের শিক্ষা:
  • এর অর্থ:
  • আপনি যা করতে পারেন:
  • প্রতিশোধ নেওয়া কি সঠিক?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঘৃণার উপর জয়লাভ!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • যেভাবে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা যায়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • বিভাগ ৭ থেকে যা শিখব
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
wp22 নং ১ পৃষ্ঠা ৮-৯
রেগে থাকা দু-জন লোক গাছের দুই ডালে একে অন্যের সামনাসামনি হয়ে বসে আছে। দু-জনই নিজের নিজের বসে থাকা ডাল করাত দিয়ে কাটছে।

ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা

২ | প্রতিশোধ নেবেন না

বাইবেলের শিক্ষা:

‘মন্দের পরিশোধে কারো মন্দ কোরো না। . . . যতটা সম্ভব, সমস্ত মানুষের সঙ্গে শান্তিতে বাস করার জন্য তোমাদের সর্বোত্তমটা করো। . . . তোমরা নিজেরা প্রতিশোধ নিয়ো না, . . . কারণ লেখা আছে: “যিহোবা বলেন, ‘প্রতিশোধ নেওয়া আমারই কাজ; আমিই প্রতিফল দেব।’”’—রোমীয় ১২:১৭-১৯.

এর অর্থ:

কেউ যখন আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে, তখন রেগে যাওয়া যদিও স্বাভাবিক কিন্তু তারপরও ঈশ্বর চান না, আমরা প্রতিশোধ নিই। এর পরিবর্তে, তিনি চান আমরা যেন ধৈর্য ধরে অপেক্ষা করি কারণ তিনি খুব শীঘ্রই অন্যায় ও অবিচার শেষ করে দেবেন।—গীতসংহিতা ৩৭:৭, ১০.

আপনি যা করতে পারেন:

অসিদ্ধ মানুষ হিসেবে আমরা যখন প্রতিশোধ নিই, তখন ঘৃণা আরও বাড়তে থাকে। তাই, প্রতিশোধ নেবেন না, যদিও কেউ আপনাকে বিরক্ত করে কিংবা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করুন। কোনো কোনো ক্ষেত্রে যা হয়েছে, তা ভুলে যাওয়াই সবচেয়ে ভালো হতে পারে। (হিতোপদেশ ১৯:১১) আবার অন্য দিকে, সেটা কাউকে জানালে ভালো হতে পারে। যেমন, আপনি যদি কোনো অপরাধের শিকার হয়ে থাকেন, তা হলে পুলিশের কাছে কিংবা অন্য কোনো আধিকারিকের কাছে তা জানাতে পারেন।

প্রতিশোধ নিলে নিজেরই ক্ষতি হবে

কিন্তু, যদি শান্ত থেকে সমস্ত উপায় কাজে লাগিয়ে দেখার পরও কোনোভাবেই সেই সমস্যাটা সমাধান করা না যায়, তা হলে? তখনও প্রতিশোধ নেবেন না কারণ সেটা পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। তবে আপনি যদি প্রতিশোধ নেওয়া এড়িয়ে যান, তা হলে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসতে পারবেন। ঈশ্বর যে-উপায়ে সমস্যাগুলো সমাধান করেন, আপনি সেটার উপর নির্ভর করা শিখতে পারবেন। ‘তাঁহাতে নির্ভর করুন, তিনিই কার্য্য সাধন করিবেন।’—গীতসংহিতা ৩৭:৩-৫.

বাস্তব জীবনের অভিজ্ঞতা—আদ্রিয়ান

প্রতিশোধ নেওয়ার মনোভাব কাটিয়ে ওঠেন

আদ্রিয়ান।

আদ্রিয়ান যখন একজন কিশোরবয়সি ছিলেন, তখন থেকেই তার মন ঘৃণায় ভরে যায় আর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি রাস্তায় রাস্তায় মারপিট করে বেড়াতে শুরু করেন। তিনি বলেন: “গুলিগোলা হলে আমি প্রায়ই সেখানে গিয়ে যোগ দিতাম আর বেশিরভাগ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকতাম।”

আদ্রিয়ান ১৬ বছর বয়সে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন। তিনি বলেন: “বাইবেল অধ্যয়ন করার কিছু সময় পরই আমি বুঝতে পারি যে, আমার ব্যক্তিত্ব পালটানোর প্রয়োজন রয়েছে।” তাকে ঘৃণা করা এবং হিংস্র আচরণ করা ছাড়তে হত। প্রতিশোধ নেওয়া যে উচিত নয়, তা তিনি রোমীয় ১২:১৭-১৯ পদ থেকে শিখেছিলেন এবং সেটা থেকে উপকার লাভ করেছিলেন। তিনি বলেন: “আমি ধীরে ধীরে মেনে নিই যে, যিহোবা তাঁর সময়ে এবং তাঁর উপায়ে অবিচার দূর করে দেবেন। আর একটু একটু করে আমি আমার হিংস্র স্বভাব ত্যাগ করতে পেরেছি।”

একদিন সন্ধ্যা বেলা গুন্ডামাস্তানের একটা গ্যাং আদ্রিয়ানের উপর হামলা করতে আসে, যাদের সঙ্গে একসময় তার শত্রুতা ছিল। তখন তাদের নেতা চিৎকার করে বলে: “ক্ষমতা থাকলে বাঁচা নিজেকে!” সেটা শুনে আদ্রিয়ান মনে মনে ভাবেন: “আমি এক্ষুনি তাদের সঙ্গে মারপিট করব!” কিন্তু, তা করার পরিবর্তে তিনি যিহোবার কাছে ছোট্ট একটা প্রার্থনা করে নেন আর সেই জায়গা ছেড়ে চলে যান।

আদ্রিয়ান আরও বলেন: “পরের দিন আবার সেই নেতার সঙ্গে আমার দেখা হয়। তখন ও একাই ছিল। ওকে দেখেই আমার রক্ত টকবক করে ফুটতে লাগল। কিন্তু, তখনও আমি মনে মনে যিহোবার কাছে প্রার্থনা করি আর তাঁকে সাহায্য করতে বলি যেন আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি। কিন্তু আশ্চর্যের বিষয়, ও আমার কাছে এসে বলে: ‘কাল রাতে যা হয়েছে, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আসলে, আমিও তোমার মতো হতে চাই। আমিও বাইবেল পড়তে চাই।’ সেই সময় আমি আমার রাগকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম বলে আমি খুবই খুশি! আর সেই কারণেই আমরা একসঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করি।”

২০১৬ সালের প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের সংস্করণ নং ৫ (ইংরেজি) ১৪-১৫ পৃষ্ঠায় আদ্রিয়ান সম্বন্ধে আরও পড়ুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার