আপনার কি বাঁধানো দাঁতের প্রয়োজন আছে?
ন কল দাঁত সম্বন্ধে প্রায়ই হাসিঠাট্টা করা হলেও, যারা ব্যবহার করেন, তাদের কাছে তা মোটেই হাস্যকর বিষয় নয়। যদি আপনার স্বাভাবিক দাঁত ভাল অবস্থায় থাকে, তাহলে বাঁধানো দাঁতের প্রশ্ন আপনার কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মনে হতে পারে। কিন্তু যদি আপনাকে কখনও এই পরিস্থিতির সম্মুখীন নাও হতে হয়, তাহলেও এই প্রবন্ধে যা বলা হয়েছে তা আপনাকে সুস্থ, সবল দাঁত থাকার আশীর্বাদ উপলব্ধি করতে এবং সেগুলি সেইভাবেই রাখতে দৃড়প্রতিজ্ঞ হতে সাহায্য করবে—অন্ততপক্ষে আপনার উপরে তা যতটা নির্ভর করছে সেই ক্ষেত্রে।
কিন্তু কেন বহু লোক, যারা মনে করে যে দাঁতের যত্ন সম্বন্ধে তারা সচেতন ছিল, একদিন আবিষ্কার করে যে তাদের দাঁত আলগা হয়ে আসছে? যে কোন দাঁতের ডাক্তারকে জিজ্ঞাসা করুন। ৩০ বছর বয়স হওয়ার পর, দাঁত পড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ মাঢ়ীর রোগ (পেরিয়োডন্টাল রোগ)। অবব্য, দুর্ঘটনা অথবা দাঁত ক্ষয়ে যাওয়ার জন্যেও দাঁত পড়ে যেতে পারে।
কিন্তু যদি আপনার কিছু অথবা সব দাঁত পড়ে যায়, তাহলে আপনার কি সত্যিই বাঁধানো দাঁতের প্রয়োজন?a কেন মনে হতে পারে যে কিছু লোক বাঁধানো দাঁত ছাড়াই চালিয়ে নেয়? বাঁধানো দাঁত কি শুধুমাত্র আরেকটি বাণিজ্যিক দ্রব্য যা জনসাধারণের উপর কৌশলে চাপিয়ে দেওয়া হয়েছে?
a এই প্রবন্ধে, “বাঁধানো দাঁত” বলতে হারানো দাঁতের বদলে ব্যবহৃত বিশেষভাবে প্রস্তুত সরঞ্জাম সম্বন্ধে বোঝানো হয়েছে। যদি সব দাঁত না থাকে, তাহলে সম্পূর্ণ বাঁধানো দাঁতের পাটির প্রয়োজন হয়। কিন্তু, যদি কিছু দাঁত থাকে, একটি আংশিক বাঁধানো দাঁত ব্যবহার করা যেতে পারে। এই প্রবন্ধে সম্পূর্ণ, এবং খোলা যায় এমন আংশিক বাঁধানো দাঁতের প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে।
বাঁধানো দাঁত কেন?
এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য, আসুন আমরা দেখি কিভাবে আমাদের দাঁত কাজ করে। আমাদের চেহারাকে প্রভাবিত করা ছাড়াও দাঁত আরও কিছু করে। যখন আমরা খাবার চিবাই, তখন তা চূর্ণ হয় যাতে এই ছোট ছোট টুকরোগুলির সাথে বিভিন্ন পাচক-রস মিশে যেতে পারে এবং আমাদের দেহ পুষ্টিকর পদার্থগুলি গ্রহণ করতে পারে। কিন্তু যদি আমাদের অল্প কয়েকটি অথবা কোন দাঁত না থাকে, তাহলে খাবার যথেষ্ট ছোট টুকরোয় পরিণত হবে না। এমনকি খুব শক্ত মাঢ়ীর অগ্রভাগের কঠিন অংশও এই কাজ উপযুক্তরূপে করবে না। সেইজন্য যাদের দাঁত নেই, তারা যদি কফি, চা, অথবা অন্য কোন পানীয়ের সাহায্যে খাবার গিলে ফেলার চেষ্টা করে, তাহলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এমনকি যদি কয়েকটি মাত্র দাঁতও না থাকে, তাহলেও খাদ্যগ্রহণ সীমিত হয়ে পড়ে কারণ কঠিন অথবা আঁশযুক্ত খাবার, যেগুলি অতিরিক্ত চিবানোর প্রয়োজন হয়, সেগুলি এড়িয়ে চলা হয়।
দাঁত আমাদের কথা বলতেও সাহায্য করে, যে উপকারের কথা আমরা খুব কমই চিন্তা করি যতক্ষণ না কয়েকটা দাঁত পড়ে যায়। বোঝার উপযুক্ত শব্দ তৈরি করার জন্য দাঁত, জিহাব ও ঠোঁটকে সাহায্য করে। উদাহরণস্বরূপ, যে যে শব্দগুলি ব্যঞ্জনবর্ণ দিয়ে শেষ হয়, দাঁত ছাড়া সেগুলি ভালভাবে উচ্চারণ করা যায় না। যদি কখনও, যার দাঁত নেই এমন কোন ব্যক্তিকে আপনি কথা বলতে শুনে থাকেন, তাহলে আপনি এই বিষয়টি লক্ষ্য করে থাকবেন। যে ব্যক্তির নকল দাঁত রয়েছে, আবার সঠিকভাবে উচ্চারণ করার জন্য তাকে সেই নকল দাঁতের সঙ্গে জিহাবকে ব্যবহার করায় অভ্যস্ত হতে হবে। একটু সময় লাগলেও, কোন দাঁত না থাকার চেয়ে ফল সাধারণত ভাল হয়।
বাঁধানো দাঁত পরে গান করা অথবা বিশেষ কোন বাদ্যযন্ত্র বাজানো সম্বন্ধে কী বলা যায়? বাঁধানো দাঁত বিশেষভাবে তৈরি করে সাধারণত এইসব কাজ সন্তোষজনকভাবে করা যায়। দাঁত না থাকলে গায়কদের, কিছু অভিনেতাদের, বাঁশিবাদকদের, মন্ত্রীদের, আর কিছু মডেলদের জন্য কাজ অসম্ভব না হলেও, খুবই দুষ্কর হয়ে উঠত।
দাঁত না থাকলে, ব্যক্তিগত চেহারাও প্রভাবিত হতে পারে। মুখের চারিপাশে নরম কোষগুলি ঝুলে পড়ে এবং নাক ও থুতনি একে অপরের কাছাকাছি চলে আসে, যার ফলে একজন ব্যক্তিকে বয়সের তুলনায় বেশী বয়স্ক দেখায়। এই জন্য অনেকের আত্ম-বিশ্বাস প্রভাবিত হতে পারে আর কিছু ক্ষেত্রে এমনকি মানসিক সমস্যা দেখা দিতে পারে।
একটি দাঁত পড়ে গেলে, দাঁতের যে বাঁকানো সারি থাকে তার বিন্যাস নষ্ট হতে পারে। আমাদের দাঁত পরস্পরনির্ভরশীল, একটি রোমীয় ধনুকাকৃতি খিলানের পাথরগুলির মত। তাই একজন “প্রতিবেশী” না থাকলে, অন্য দাঁতগুলি সরে যেতে শুরু করবে। এই সরে যাওয়ার জন্য অবশিষ্ট দাঁতগুলির মাঝে ফাঁক সৃষ্টি হয়, যার ভিতরে খাবারের টুকরো মাঢ়ীর সঙ্গে আটকে যেতে পারে, আর প্রায়ই এইজন্য মাঢ়ী-প্রদাহ হতে পারে। দাঁত সরে যাওয়ার জন্য, দাঁতের বিন্যাস নষ্ট হতে পারে, এবং চিবানোর সমস্যা দেখা দিতে পারে।
স্বাভাবিক ও বাঁধানো দাঁতের মধ্যে পার্থক্য
স্বাভাবিক এবং বাঁধানো দাঁতের মধ্যে প্রধান পার্থক্য হল যে স্বাভাবিক দাঁত চোয়ালের হাড়ে দৃঢ়ভাবে গাঁথা থাকে। এইজন্য স্বাভাবিক দাঁতের সাহায্যে আরও ভালভাবে খাবার পিষে, ছিঁড়ে, ও গুঁড়ো করে খুব ছোট ছোট টুকরো করা যায়। নীচের দাঁত ও উপরের দাঁতের মধ্যে ঘষা লেগে ভালভাবে পেষণ ও কর্তণ করা হয়।
অপরপক্ষে, সম্পূর্ণ বাঁধানো দাঁত, শুধুমাত্র মাঢ়ী অথবা তার অগ্রভাগের অংশের সঙ্গে লাগানো থাকে। জিহাব, গাল এবং সংযুক্ত থাকার ক্ষমতার দুর্বল শক্তির মাধ্যমে শুধুমাত্র সেগুলিকে যথাস্থানে রাখা হয়। যেহেতু স্বাভাবিক দাঁতের মত বাঁধানো দাঁতের কোন ভিত থাকে না, এগুলিকে সহজেই স্থানচ্যুত করা যায়।
সুতরাং, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে, বাঁধানো দাঁতের কার্যকারীতার তারতম্য হয়। কোন বাঁধানো দাঁতই, স্বাভাবিক দাঁতের মত পারদর্শী নয়। বাঁধানো দাঁত কতটা কার্যকারী হতে পারে তা নির্ভর করছে চোয়ালের আকার ও গঠন, টিসযুর প্রকৃতি, এমনকি যিনি পরছেন তার মানসিক দৃষ্টিভঙ্গির উপর, এবং তার সাথে বাঁধানো দাঁত ব্যবহার করতে শেখার উপর। এর প্রধান ত্রুটি হল, দৃঢ়তার অভাব। অবব্য, বাহ্যিক চেহারার ক্ষেত্রে, স্বাভাবিক দাঁতের সঙ্গে বাঁধানো দাঁতের পার্থক্য বোঝা যায় না।
দুঃখের বিষয় যে কখনও কখনও, কিছু লোক বাঁধানো দাঁত নেওয়ার পরেই, স্বাভাবিক দাঁতের মাহাত্ম্য, সুসংগঠন, এবং বাস্তব মূল্য উপলব্ধি করতে পারে। কোন বস্তু মানুষ কিছুটা নকল করতে পারে, কিন্তু যে অপূর্ব দক্ষতা আসলটিতে দেখতে পাওয়া যায় তার কাছাকাছিও যেতে পারে না।
আপনার পরিস্থিতির জন্য, সম্পূর্ণ অথবা আংশিকভাবে বাঁধানো দাঁত আপনার প্রয়োজন আছে কিনা সেই সম্বন্ধে হয়ত আপনাকে চিন্তা করতে হতে পারে। অবব্যই, সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু বাঁধানো দাঁতের সুযোগসুবিধাগুলি সম্বন্ধে ভেবে দেখলে ভাল হবে। হয়ত হজমের সমস্যা রোধ করতে, যথেষ্ট পুষ্টিকর খাবার গ্রহণ করতে, এবং আপনার কথা বলার দক্ষতাকে বাড়িয়ে তুলতে বাঁধানো দাঁত সাহায্য করতে পারে। আর সত্যিই এগুলির সাহায্যে ব্যক্তিগত চেহারার উন্নতি হতে পারে।
যারা বাঁধানো দাঁত পরেন, তারা স্বাভাবিক দাঁত হারানো সম্বন্ধে আপশোস করলেও, কৃত্রিম দাঁতের আবিষ্কার, পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ লোকের মনে ব্যক্তিগত তৃপ্তি এবং প্রসন্নতার অনুভূতি জাগায়। (g93 2/22)
দাঁতের জন্য
আপনার খরচ কম রাখা
একবার দাঁতের ডাক্তার অথবা অর্থোডন্টিস্টের কাছে গেলে, বেশ কিছু টাকার বিল আমাদের দিতে হয়। কিন্তু, যে তথ্য আবিষ্কার করা হয়েছে, তার দ্বারা আপনার ছেলেমেয়েদের সাহায্য হতে পারে, তা জেনে হয়ত আপনি উৎসাহিত হবেন।
“আমেরিকাবাসীদের মধ্যে বহু ক্ষেত্রে র্দাত সরে যাওয়া এবং চোয়ালের গঠন নষ্ট হয়ে যাওয়ার কারণ,” নিউ ইয়র্ক টাইম্স্ জানায়, “আমাদের অত্যধিক শোধিত খাবার খাওয়ার জন্য হতে পারে।” এই ধারণা করা হয় যে, যে খাবার ভালভাবে চিবানোর প্রয়োজন হয়, “তার দ্বারা চোয়াল গড়ে উঠতে (যার ফলে খুব কাছাকাছি দাঁত না এসে পড়ার জন্য যথেষ্ঠ জায়গা পাওয়া যায়), স্থায়ী দাঁত সঠিকভাবে উঠতে, এবং মুখ ও মুখের গহবেরর বৃদ্ধি হতে সাহায্য করে।”
এই ধারণা প্রমাণ করার জন্য বৈজ্ঞানিকরা বাঁদরদের কঠিন এবং নরম খাবার খেতে দেন। এর ফল? যেগুলিকে কঠিন খাবার খাওয়ানো হত, সেগুলির ক্ষেত্রে অনেক কম “দাঁতের বিকৃতি” দেখা যায়। তাই, আপনার ছেলেমেয়েরা যদি যে খাবার ভালভাবে চিবিয়ে খেতে হয় তা খায়, তাহলে দাঁতের জন্য আপনার খরচা কম হওয়ার একটি উপায় হতে পারে। আরেকটি উপায় আপনাদের ছেলেমেয়েদের নিয়মিতভাবে দাঁত ব্রাশ করতে এবং ফ্লসিং করতে শিখানো।
আমাদের দাঁত পরস্পরনির্ভরশীল। সঠিক জায়গায় থাকার জন্য “প্রতিবেশীর” সাহায্য না থাকলে দাঁত শীঘ্রই সরে যায় এবং অন্য দাঁতগুলিকে ক্ষতিকারকভাবে প্রভাবিত করে