“এস, আমরা একটি কার্ড পাঠাই”
“শনি-রবিবার কী অপূর্বই না কাটল!” বন্ধু-বান্ধবের সাথে দেখাসাক্ষাৎ করে বাড়ি ফিরে আসার পর সেই আরামের সময়ের আনন্দের স্মৃতিগুলি থেকে যায়। আপনার বন্ধু-বান্ধবেরা কত অতিথিপরায়ণ ছিলেন! আপনার উপলব্ধি প্রকাশ করতে আপনি পরিবারকে বলেন: “এস, আমরা একটি কার্ড পাঠাই।”
আপনি তারপরই কার্ড কেনার জন্য স্থানীয় দোকানে যান। আপনি সাজিয়ে রাখা প্রচুর কার্ড দেখেন কিন্তু সেগুলি দেখে আপনি মনস্থির করতে পারেন না। ‘আমি কোন্ কার্ডটি নেব?’ ‘কোন্টিতে সঠিক কথাগুলি আছে?’ পছন্দ করা খুব একটা সহজ নয়! তাই নিজে কার্ড তৈরি করুন না কেন?
নিজে কার্ড তৈরি করা
প্রথমে আপনি যা ভাবছেন তার থেকে এটি আরও সহজ। আপনার প্রয়োজন, শুধুমাত্র সাদা কাগজ বা একটি পাতলা কার্ডের কাগজ, লেখার সরঞ্জাম এবং অবশ্যই একটি বার্তা। আপনার পছন্দসই ডিজাইনের সাথে আপনার ব্যক্তিগত ছোঁয়া লাগাতে পারেন। কিভাবে? এখানে দুটি প্রস্তাব দেওয়া হল।
(১) আপনার পছন্দমত একটি ছবি বেছে নিন। পত্রিকা থেকে কেটে নেওয়া কোন দৃশ্যও হতে পারে যা আপনি কার্ডে লাগাতে পারেন। একজন স্ত্রী তাদের ২৫তম বিবাহবার্ষিকী উদ্যাপনের সময় তার স্বামীকে এক অভিনব কার্ড দিয়ে আশ্চর্যান্বিত করেন। দুজনের মধ্যে বন্টন করে নেওয়া জীবনের প্রতি তার আনন্দকে প্রকাশ করতে তিনি তার ও স্বামীর ছোট ছবি কেটে একটি সাধারণ কার্ডে সাঁটিয়ে দেন।
(২) ফুল ব্যবহার করুন। তাদের নক্সা এমনিতেই সুন্দর। এগুলিকে চাপ দিয়ে রেখে শুকাবার পর, আনন্দ ও সৌন্দর্য বাড়াতে আপনার কার্ডে লাগিয়ে দিন।—বাক্স দেখুন।
আপনি যে কোন অলঙ্করণই বেছে নিন না কেন, সংবাদটি অবশ্যই বেশি মূল্যবান। নিজে কার্ড তৈরি করলে প্রকৃতপক্ষে আপনার অনুভূতিগুলি প্রকাশ করতে নিজের ভাষায় কথাগুলি রচনা করতে আপনাকে সুযোগ দেয়।
উপযুক্ত সংবাদ
প্রাচীনকালের রাজা শলোমন “মনোহর বাক্য, . . . অর্থাৎ সত্যের বাক্য, প্রাপ্ত হইবার জন্য অনুসন্ধান করিতেন।” (উপদেশক ১২:১০) সেই প্রকৃতির পছন্দ করা শব্দ দ্বারা আপনার লিখিত সংবাদকে গ্রাহকের কাছে “রৌপ্যের ডালিতে সুবর্ণ নাগরঙ্গ ফলের তুল্য” করে তুলবে।—হিতোপদেশ ২৫:১১.
এমন শব্দ বেছে নিন যার প্রভাব মিষ্ট হবে। আপনার প্রকৃত অনুভূতিকে প্রকাশ করতে আপনি বাইবেলের কিছু অনুপ্রাণিত শব্দগুলি নিশ্চয় যোগ দিতে পারেন। সেইগুলি সকলেই পছন্দ করবে।
কার্ডের উপরে আপনি যেভাবে লেখেন সেটিও এক ধরনের বার্তা প্রকাশ করে। পরিষ্কার ও স্পষ্টভাবে লিখলে প্রেরক, অর্থাৎ আপনার সম্বন্ধে অনেক কিছু প্রকাশ করে।
কার্ড পাঠাবার উপলক্ষগুলি
বিবাহ হল এক আনন্দের উপলক্ষ যাতে দম্পতি হয়ত তাদের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের আমন্ত্রণ করতে চান। যদি তারা প্রীতিভোজ দিতে চান তাহলে আমন্ত্রণ পত্রে সেটি আরম্ভ ও শেষের সময় উল্লেখ করে যারা দূর থেকে আসছেন তাদের প্রতি যত্ন প্রকাশ করতে পারেন।
শিশুর জন্মও হতে পারে কার্ড পাঠাবার আরেকটি উপলক্ষ। নব শিশুর পিতামাতাকে এটি জানায় যে আপনিও তাদের আনন্দে অংশগ্রহণ করছেন।
এই সকল উপলক্ষ ছাড়াও, যারা আপনার প্রতি সদয়ব্যবহার করেছেন তাদের ধন্যবাদ দেওয়াও কতই না বিবেচকের কাজ হবে। আপনার প্রেম ও চিন্তার দৃঢ় আশ্বাস প্রদান করে আপনি অসুস্থ এবং যারা হাসপাতালে আছেন তাদের সান্ত্বনা দিতে পারেন। আপনার উৎসাহপূর্ণ শুভেচ্ছা এবং যে মধুর চিত্র কার্ডটিতে থাকে, তা নৈরাশ্যবোধ ও উদ্বেগকে হাল্কা করে দেয়। সত্যই, যেমন প্রাচীন হিতোপদেশ বলে, “যথাকালে কথিত বাক্য কেমন উত্তম।”—হিতোপদেশ ১৫:২৩.
আপনি দূরে অথবা কাছে থাকলেও, যারা মৃত্যুতে তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের আপনার সহানুভূতি জ্ঞাপন করুন। বাইবেল যে অপূর্ব পুনরুত্থানের আশা দেয় তা স্মরণ করিয়ে দেওয়া উপযুক্ত হবে।
সুতরাং, আপনি যখন আপনার অনুভূতি অপরকে প্রকাশ করতে প্ররোচিত হন তখন একটি কার্ড পাঠান না কেন? যখন সম্ভব হয় তখন সেই ব্যক্তির সাথে কথা বলার স্থানটি এটি নিশ্চয় নিয়ে নেয় না। বরঞ্চ, এটি হল দয়াবান হওয়ার আর একটি সুযোগ। (g93 8/8)
এক বিশিষ্ট অলঙ্করণ
চাপ দিয়ে শুকিয়ে রাখা ফুল দিয়ে আপনার কার্ডকে অলঙ্কৃত করলে কার্ডটি আরও সুন্দর হয়। আপনার কার্ডে এক স্বতন্ত্র রূপ দেওয়ার এটি হল খুবই সহজ, কম খরচের একটি উপায়। আপনার খুব কম জিনিসের দরকার হবে।
ফুল যোগাড় করা
▫ আপনি যে ফুল চান তা তোলার জন্য অনুমতি নিয়ে নিন।
▫ বৃষ্টির সময় ফুল তোলা এড়িয়ে চলুন।
▫ পুরনো ফুল বা পাতা তুলবেন না।
▫ ফুল নষ্ট করবেন না।
কিছু ফুল যদি পুরু হয় তাহলে সেগুলি ভালভাবে সঙ্কুচিত হয় না (নীলমণি, লিলি, অর্কিড) অথবা যেগুলি অস্বাভাবিক আকৃতির হয় (ড্যাফোডিল, লাইল্যাক্, বড় গোলাপ, কাঁটা ফুল)।
ফুলকে চেপে সঙ্কুচিত করা
▫ দুটি ব্লটিং কাগজের মধ্যে ফুলটিকে রেখে দুটি প্লাইউডের তক্তা দিয়ে চেপে আটকে দিতে হবে। তার মধ্যে কয়েকটি খবরের কাগজ রাখলে আর্দ্র ভাবটি শুষে নিতে সাহায্য করবে। ফুলটি শুকাবার সাথে সাথে চাপও বৃদ্ধি করুন।
▫ চেপে রাখা ফুলটিকে খোলার আগে অন্ততঃ এক সপ্তাহ অপেক্ষা করুন।
▫ ফুলটি ঠিক করে সঙ্কুচিত হয়েছে কি না তা একটু দেখে নিন, আর যদি প্রয়োজন হয় তাহলে শুকনো কাগজের উপর ফুলটিকে আবার রাখুন।
▫ চাপটিকে আরও শক্ত করুন, ফুলটি বার করার আগে দুই তিন সপ্তাহের বেশি উষ্ণ ও শুষ্ক জায়গায় রাখুন।
ফুলটিকে লাগানো
▫ খুব সামান্য আঠা ব্যবহার করুন।
▫ সযত্নে ফুলটিকে ধরুন, হয়ত চিমটে ব্যবহার করতে পারেন।