আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
বিশ্বব্যাপী উদ্যান আমি অবশ্যই আপনাদের, “বিশ্বব্যাপী এক উদ্যান—স্বপ্ন অথবা বাস্তব ভবিষ্যৎ?” (অক্টোবর থেকে ডিসেম্বর, ১৯৯৭) নামক চমৎকার ধারাবাহিক প্রবন্ধটির জন্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, বাগান ও বর্ণসমূহ আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে আর আমাদের প্রফুল্ল বোধ করায়। “পরমদেশে প্রত্যাবর্তনের পথ” নামক অংশটি আমার ভাল লেগেছে। ওই কয়েকটি বাক্য অত্যন্ত উৎসাহজনক ছিল—যেমন একটি আমন্ত্রণে বলছে, “এই পথ।” কোন একসময় পৃথিবীকে পরমদেশে পরিণত করতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজে সাহায্য করা কতই না আনন্দদায়ক হবে! আমি যেহেতু রঙতুলি দিয়ে কাজ করতে, চিত্রাঙ্কন ও শিল্পকর্ম করতে পছন্দ করি, তাই পত্রিকাটির সমস্ত চিত্রকর্মও আমি উপভোগ করেছি।
ভি. আর., অস্ট্রেলিয়া
আমি প্রবন্ধগুলির জন্য আপনাদের প্রশংসা জানাতে চাই। আমি সেগুলি সম্পূর্ণভাবে উপভোগ করেছি। আমার বয়স প্রায় ৮০ বছর, তবুও আমি আমার আঙ্গিনায় কাজ করতে ভালবাসি। আমার ফুল ও শাকসব্জিগুলি হয়ত প্রথম পুরস্কার পায় না কিন্তু আমি সেগুলির সাথে বাইরে থাকতে ও কাজ করতে আনন্দ পাই। আমি যখন এই প্রবন্ধগুলি পড়েছি, আমি ভালভাবে বুঝতে পেরেছি যে কেন মানুষ বাগানে কাজ করতে ভালবাসে।
আর. আর., মার্কিন যুক্তরাষ্ট্র
বিবাহ রক্ষা করা সম্ভব? আমি যখন “বিশ্বাসঘাতকতার পরে কি বিবাহ রক্ষা করা যেতে পারে?” (এপ্রিল ৮, ১৯৯৭, ইংরাজি) নামক প্রবন্ধটি পড়েছি, তখন আমার এমন অনুভূতি হয়েছিল যে যিহোবা যেন আমাকে একটি চিঠি পাঠিয়েছিলেন। এটি ঠিক তাই প্রকাশ করেছিল যা আমি করেছিলাম ও ভেবেছিলাম। আমার স্বামী অবিশ্বস্ত ছিলেন কিন্তু তিনি আন্তরিকভাবে অনুতপ্ত হয়েছিলেন। এই প্রবন্ধটি যেমন উল্লেখ করেছিল তেমনি আমিও বোধ করতাম যেন আমি এক অশান্তির মধ্যে ছিলাম। আমি তাকে ক্ষমা করে দেওয়াই বেছে নিয়েছিলাম, তবুও আমি কখনও কখনও আমার চিন্তাধারা সম্বন্ধে লজ্জিত হয়েছিলাম। আমাকে প্রবন্ধটি বুঝতে সাহায্য করেছিল যে আমার এইধরনের প্রতিক্রিয়া একেবারেই স্বাভাবিক ও অকৃত্রিম। যিহোবা আমাদের প্রচেষ্টাকে প্রচুর আশীর্বাদ করেছেন আর আমাদের বিবাহ রক্ষা পেয়েছে।
এল. পি., ফ্রান্স
আমার বিবাহ যখন আর টিকিয়ে রাখা সম্ভব নয়, তখন এই প্রবন্ধটি এক প্রকৃতই আশীর্বাদস্বরূপ ছিল কারণ আমি যেভাবে চেয়েছিলাম এটি ঠিক সেভাবেই বর্ণনা করেছিল। এই প্রবন্ধটিতে যা কিছু রয়েছে তার সাথে আমি আমার সম্পূর্ণ মিল খুঁজে পেয়েছিলাম। আর আমি অন্যদের জানি যারা অনুরূপভাবে এর থেকে উপকৃত হয়েছেন। এমতাবস্থায় কেমন বোধ হয় তা বোঝা অনেকের কাছে কঠিন লাগছে, তাই এই প্রবন্ধটি তাদেরকে অন্তর্দৃষ্টি দিয়ে প্রচুর সাহায্য করবে।
এম. কে., আয়ারল্যান্ড
নয় বছর হয়েছে একজন অবিশ্বাসী ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হয়েছে, যিনি একজন অবিশ্বস্ত সঙ্গী। কিন্তু আমি, “বিবাহ কি সংরক্ষণযোগ্য?” (ইংরাজি) নামক উপশিরোনামটির অন্তর্ভুক্ত অনুচ্ছেদগুলি পড়ে বেশ উত্তম বোধ করেছি। আমার স্বামী আমাদের বৈবাহিক সম্পর্ক অবিচ্ছেদ্য রাখতে চাইতেন কিন্তু সেই সাথে অন্যদের সঙ্গেও সম্পর্ক চালিয়ে যেতেন। সুতরাং, আমি সুখী যে এর এক অবসান ঘটাচ্ছি। এখন আমাকে একজন একক মাতার ভূমিকায় জীবন শুরু করতে হবে।
এম. এস. বি., ত্রিনিদাদ্
আপনাদের এই চমৎকার ও মর্মস্পর্শী প্রবন্ধটির জন্য ধন্যবাদ। পুনরায় সম্পর্কস্থাপন সাফল্যপূর্ণ হবে কি না তা সমাধানের ক্ষেত্রে পরামর্শটি প্রয়োগ করা যথার্থ ছিল। আমি সবসময় ভাবতাম যে আমার স্বামী অবিশ্বস্ত হলে আমি তাকে কখনও ক্ষমা করতে পারতাম না। আমি এখন বুঝি যে ওইধরনের প্রতিক্রিয়া সবসময় ঠিক নয়। এটি এক লজ্জাজনক ব্যাপার যে স্পষ্টতই তা হল এক ক্রমবর্ধমান সমস্যা কিন্তু কিভাবে আমরা ব্যক্তিগতভাবে নিজেদের সাহায্য করতে পারি, এই ক্ষেত্রে শাস্ত্রীয় অন্তর্দৃষ্টির জন্য আপনাদের ধন্যবাদ। অতিশয় বিষণ্ণতার মধ্যে যিহোবাতে আমার নির্ভরতাই আমাকে সাহায্য করেছে আর যেহেতু আমার স্বামী গভীরভাবে অনুতপ্ত হয়েছেন (এবং আজও আছেন), তাকে ক্ষমা করে দেওয়ার শক্তি পেতে আমাকে সাহায্য করেছে।
এস. এন., মার্কিন যুক্তরাষ্ট্র
উৎপীড়ন—ক্ষতিটা কী? “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . উৎপীড়ন—ক্ষতিটা কী?” (মার্চ ২২, ১৯৯৭, ইংরাজি) নামক প্রবন্ধটির জন্য আপনাদের ধন্যবাদ। বিদ্যালয়ে দুর্বলদের সবাই অবমাননা করে আর আমাকেও ঠিক তাই করতে প্ররোচিত করা হয়েছিল। কিন্তু এই প্রবন্ধে দেওয়া পরামর্শটি, যা একজন নিজেকে অন্য ব্যক্তির অবস্থানে বসিয়ে কল্পনা করার বিষয়টি আমাকে উৎপীড়ন করা থেকে বিরত হতে অনেক সাহায্য করেছে। আপনাদের আবারও ধন্যবাদ জানাই।
এম. এন., ফ্রান্স
আমার বয়স ১৭ বছর আর আমি আপনাদের প্রবন্ধটির জন্য অনেক ধন্যবাদ জানাই। এটি আমার প্রার্থনার এক উত্তর আর এটি আমাকে সত্যই উৎসাহিত করেছে। যিহোবা, উৎপীড়ন করাকে ঘৃণা করেন তা জানা আমার আচরণের প্রয়োজনীয় পরিবর্তন করার ক্ষেত্রে প্রচুর সাহায্য করেছে। সুবর্ণ নিয়মটি ও যীশুর উদাহরণও আমাকে প্রভাবিত করেছে আর সেগুলি আমাকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে।
ভি. টি., ইতালি
সম্প্রতি, একটি প্রতীক্ষালয়ে, আমি একটি সচেতন থাক! তুলে নিলাম আর সেটিতে এই চমৎকার লেখা প্রবন্ধটি খুঁজে পেলাম। আমি নিশ্চিতভাবে বুঝতে পারলাম যে উৎপীড়ন স্থায়ী ক্ষতি ঘটাতে পারে। আমার ভাই [তার বোন অর্থাৎ আমার প্রতি] মৌখিকভাবে, আবেগগতভাবে ও দৈহিকভাবে বিকৃত আচরণ করত। এর বিরোধিতা করলে, সে গলা ঝাকাত, হাসত আর বলত যে এটি ছিল নিছক এক দুষ্টুমি। সে আমাকে বলত যে সমস্যাটি আমার কারণ আমার নাকি কৌতুকরসবোধের অভাব রয়েছে! আমার বয়স যখন ১৩ আর তার ছিল ১৫, তখন সে যৌন নিপীড়নের মাধ্যমে আমাকে ভয় দেখাত। আমি সবসময়ই তার ভয়ে জড়সড় থাকতাম কারণ সে ছিল বয়সে ও দেখতে-শুনতে বড় আর অত্যন্ত শক্তিশালী! আমার বাবামা আমাকে কখনও তার কাছ থেকে প্রতিরোধ করতেন না। জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয়টির উপর দৃষ্টি আকর্ষণের জন্য সচেতন থাক!-কে ধন্যবাদ। আমি জানি তা করতে সাহসের প্রয়োজন রয়েছে। আমি মনে করি আপনারা এই প্রবন্ধটির মাধ্যমে অনেকের হৃদয় স্পর্শ করতে পেরেছেন।
বি. এস. এম., মার্কিন যুক্তরাষ্ট্র