আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
নিম্নাঞ্চলীয় জীবন অস্ট্রেলিয়া সম্বন্ধে “নিম্নাঞ্চলীয় দেশগুলিতে জীবন ভিন্নপ্রকৃতির” (অক্টোবর ৮, ১৯৯৭, ইংরাজি) নামক মর্মস্পর্শী এমনকি প্রাণবন্ত প্রবন্ধটির জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই। এই আকর্ষণীয় ও বৈচিত্র্যময় দেশটি সম্বন্ধে যদিও আমি অনেক পড়েছি, তথাপি আপনাদের প্রবন্ধটি আমাকে বুঝতে সাহায্য করেছে যে যিহোবার চমৎকার সৃষ্টির জন্য তাঁর প্রতি আমাদের কত কৃতজ্ঞই না হওয়া উচিত।
এল. কে. জার্মানি
সমস্যামুক্ত পরমদেশ “সমস্যামুক্ত এক পরমদেশ—কখন?” (অক্টোবর ৮, ১৯৯৭, ইংরাজি) ধারাবাহিক প্রবন্ধগুলির জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার জন্মের পূর্বেই আমার ঠাকুমা মারা যান। তিনি ক্যান্সারে ভুগে মারা গিয়েছিলেন। কিন্তু পরমদেশে অসুস্থতা আর থাকবে না। এই প্রবন্ধ আমাকে বিশ্বস্ত থাকতে উৎসাহিত করেছে যেন আমি পরমদেশে গিয়ে তাকে দেখতে পাই।
এম. জে., ত্রিনিদাদ
প্রাণীদের নিদ্রা “প্রাণীদের নিদ্রার রহস্য” (অক্টোবর ৮, ১৯৯৭, ইংরাজি) নামক প্রবন্ধটির জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এটি অত্যন্ত চমৎকার বিষয় ছিল—আর সৃষ্টি সম্বন্ধে কিছু সুন্দর বিষয় আমি শিখেছিলাম।
জে. জি., পুয়ের্টো রিকো
আমার একটি পোষা মাছ আছে আর মাছেরা ঘুমায় কি না সেই সম্বন্ধে আমি সবসময় জানতে চাইতাম। তাই আমি যখন এটিকে কিছুক্ষণ স্থিরভাবে বিশ্রাম নিতে দেখি, আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম।
এ. পি. এল. এম., ব্রাজিল
পায়ের ব্যথা “পায়ের ব্যথায় সাহায্য” (অক্টোবর ৮, ১৯৯৭, ইংরাজি) নামক আপনাদের প্রবন্ধটি প্রধানত নারীদের কথা ভেবেই লিখিত হয়েছিল। কিন্তু, ওই প্রবন্ধটি পড়ার অল্প কয়েকদিন পর, আমার স্বামী তার পায়ের ব্যথার কথা জানান—তিনি বিগত সাত বছর যাবৎ এতে ভুগছিলেন। প্রবন্ধটির বিষয় স্মরণে রেখে, আমরা একটি জুতোর দোকানে যাই। বিশ্বাস করতে পারবেন—তিনি মাঝারি আকারের ৮ নম্বর জুতো পরছিলেন যেখানে তার প্রয়োজন ছিল বড় আকারের ৯ নম্বর! তিনি ইতিমধ্যেই স্বস্তি পেয়েছেন, সচেতন থাক!-কে ধন্যবাদ।
এস. জে. যুক্তরাষ্ট্র
আমার কর্মক্ষেত্রে প্রায় সারাদিনই আমাকে দাঁড়িয়ে থাকতে হয় আর উঁচু হিল জুতো পরার কারণে আমার পায়ের সমস্যা শুরু হয়েছিল। এই মাসে আমি একজন সহায়ক অগ্রগামী (আংশিক সময়ের সুসমাচার প্রচারক) হিসাবে কাজ করি আর প্রবন্ধটির সহায়তায় আমি তিন জোড়া আরামদায়ক জুতো কিনে এনেছি। আমাদের স্বাস্থ্যের প্রতি আগ্রহী হওয়া এবং বিভিন্ন তথ্য জানিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।
কে. এল., জার্মানি
ভাইবোনের সমস্যা “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . আমার ভাইয়ের প্রতি কেন সমস্ত মনোযোগ দেওয়া হয়?” (অক্টোবর ২২, ১৯৯৭, ইংরাজি) নামক প্রবন্ধটি ঠিক আমাদের প্রয়োজনের সময়ই এসেছিল। এটি আমাদের বুঝতে সাহায্য করেছিল যে অসম আচরণ অপরিহার্যভাবেই অবিচার করাকে বোঝায় না। আমরা এখন বুঝতে পেরেছি যে আমাদের ভাইবোনদের প্রতি অতিরিক্ত মনোযোগ দানের উত্তম কারণগুলি বাবামার রয়েছে। প্রবন্ধটির সঙ্গে আমরা প্রকৃতই একমত।
বি. কে., এইচ. কে., এবং জি. ইউ. ও., নাইজেরিয়া
শব্দ দূষণ আমি কয়েক বছর একটি বড় কারখানায় কাজ করেছি এবং আমার কয়েকজন সহকর্মী ও আমি সেখানকার উচ্চ শব্দের পরিণাম ভোগ করেছি। নভেম্বর ৮, ১৯৯৭, (ইংরাজি) (“শব্দ—আমাদের সর্বাধিক ক্ষতিকর দূষক?”) সংখ্যাটি আমি আমার কর্মস্থলে নিয়ে যাই এবং পরিচালক বিভাগ সকল কর্মীদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছেন।
আর. পি., ইতালি
আমার প্রতিবেশীর দ্বারা কৃত শব্দের দরুন কয়েক বছর ধরে আমি খুবই বিপর্যস্ত হয়ে আসছি। তিনি মধ্য রাত্রি পর্যন্ত তার ব্যবসা খোলা রাখেন। কয়েকবার আমি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু খ্রীষ্টীয় ভাইবোনেরাও যে শব্দের শিকার আর তারা আত্ম-সংযম অভ্যাস করার মাধ্যমে সমস্যাটির মোকাবিলা করছেন তা জেনে আমি শক্তিশালী হয়েছি।
টি. ও., জাপান
আমার একজন প্রতিবেশী আছেন যিনি আমাকে খুব ভোরবেলা ফোন করে বিরক্ত করেন। কিভাবে আমি এই বিষয়টি এক বন্ধুত্বপূর্ণ, খ্রীষ্টীয় আচরণের দ্বারা সমাধান করতে পারি সেই বিষয়ে এই প্রবন্ধগুলি আমাকে চমৎকার পরামর্শ প্রদান করেছে।
জে. আর., ইংল্যান্ড