আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
স্ব-চিকিৎসা “স্ব-চিকিৎসা—এটি কি আপনাকে সাহায্য করতে অথবা আপনার ক্ষতি করতে পারে?” ধারাবাহিক প্রবন্ধগুলো দেখে আমার খুবই ভাল লেগেছে। (জুলাই থেকে সেপ্টেম্বর, ১৯৯৮) এটা খুব যত্ন করে লেখা হয়েছে আর এই বিষয়ের ওপর এক ভারসাম্যপূর্ণ মতামত দেওয়া হয়েছে যা পৃথিবীর প্রায় সব দেশের জন্যই উপকারী। এতে খুব ভালভাবে এই কথাটার ওপর জোর দেওয়া হয়েছে যে আমাদের ‘সব রোগের চিকিৎসা ওষুধ খেয়ে’ করার চেয়ে বরং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য ভাল রাখার দায়িত্ব নিজেদেরই নেওয়া উচিত।
জে. এম. জে., ইংল্যান্ড
প্রেমের ভান করা “বাইবেলের দৃষ্টিভঙ্গি: প্রেমের ভান করার মধ্যে দোষের কী আছে?” প্রবন্ধটার জন্য ধন্যবাদ। (জুলাই থেকে সেপ্টেম্বর, ১৯৯৮) আমার প্রেমের ভান করার অভ্যাস আমার পরিবারকে যে কষ্ট দিচ্ছিল, তা থেকে এখন তারা স্বস্তি পেয়েছে। আমি আমার পরিবারকে ও বিশেষ করে আমার প্রিয় স্ত্রীকে এর মাধ্যমে দুঃখ দিচ্ছিলাম। যদি আমার খ্রীষ্টান ভাইবোনদের কিছু বলতে পারি, তাহলে আমি শুধু এটুকুই বলতে চাই: “দয়া করে আমাদের পিতা, যিহোবার কথা শুনুন। ফিরে আসুন, সাহায্য নিন, যিহোবার কাছে প্রার্থনা করুন এবং দুষ্টতা থেকে অনেক অনেক দূরে থাকুন।”
ডি. বি., যুক্তরাষ্ট্র
এই প্রবন্ধ থেকে আমি এই কথাটা স্পষ্টভাবে বুঝেছি যে প্রেমের ভান করা হালকা বিষয় নয়। এর কারণে আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছিল আর আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। এই সমস্যায় এইরকম মজা করার এক বড় ভূমিকা ছিল সেই সময়ে যেটাকে খারাপ বলে মনে হয়নি। আমি মনে করি এই পরামর্শ তাদেরকে সাহায্য করবে যারা নিজেরা দেখতে পায় না যে তাদের আচরণ, কথাবার্তা অথবা ভাবভঙ্গি বিপরীত লিঙ্গের লোকেদেরকে কীভাবে প্রভাবিত করে।
ও. এম., চেক গণতন্ত্র
এটা অনেক বোনের ব্যথিত হৃদয়ের জন্য উপশমকারী মলমের মতো ছিল। এই প্রবন্ধ থেকে আমরা জেনেছি যে যিহোবা আমাদের ভিতরের লুকানো অনুভূতিগুলো দেখেন ও আমাদের জন্য চিন্তা করেন।
এ. এম. পি., স্পেন
“আবেগগত প্রণয়” উপশিরোনামের নিচের অনুচ্ছেদটা আমার কাছে একটা নতুন বিষয় ছিল। আমার স্বামী মণ্ডলীর এক বোনের সঙ্গে বুদ্ধিগত সম্পর্ক গড়ে তুলছিলেন কারণ তাদের দুজনের পটভূমি একই ছিল। আমাদের ১৭ বছরের বিবাহিত জীবনে তিনি এমন কিছু করেননি যে আমি তাকে অবিশ্বাস করি কিন্তু তবুও আমার সন্দেহ হতে শুরু করে। স্বামীকে এই কথা বলা আমার জন্য খুব সহজ ছিল না। প্রথমে তিনি অবাক হয়ে গিয়েছিলেন কিন্তু পরে তিনি আমার অবস্থা বুঝতে চেষ্টা করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে তিনি আমাকে অথবা আমাদের তিনজন ছেলেমেয়ের কাউকেই দুঃখ দিতে চান না আর তাই তিনি তখনই সেই বোনের সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দেন। তার এই ব্যবহারে আমি খুবই স্বস্তি পেয়েছিলাম।
ডি. টি., কানাডা
আমার ভালবাসার আবেদনে যদি সে সাড়া না দেয় তাহলে? আজই আমি জুন ২২ সংখ্যার সচেতন থাক! (ইংরেজি) পত্রিকাটা পেয়েছি আর যখন আমি “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . আমার ভালবাসার আবেদনে যদি সে সাড়া না দেয় তাহলে?” প্রবন্ধটা দেখি, আমি সঙ্গে সঙ্গে যিহোবাকে ধন্যবাদ দিই কারণ তিনি আমার প্রার্থনার উত্তর দিয়েছেন। আমি ঠিক করেছি যে এই প্রবন্ধটা নিয়ে আমি আমার মায়ের সঙ্গে কথা বলব ও এখানে দেওয়া পরামর্শগুলো আমার জীবনে কাজে লাগাবো। সত্যিই, “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . .” ধারাবাহিক প্রবন্ধগুলো যিহোবা ঈশ্বরের কাছ থেকে এক প্রেমময় উপহার।
কে. এম., কেনিয়া
আমি ২২ বছরের একজন মেয়ে আর আপনাদের পত্রিকার প্রতিটা সংখ্যা পড়তেই আমার খুব ভাল লাগে; কিন্তু এই প্রথমবার এই প্রবন্ধটা আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। এটা পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে জল চলে আসে। কিছুদিন আগে আমার ঠিক এইরকম অনুভূতিই ছিল যা আপনারা বলেছেন আর এই বিষয়ে আমার মনে অনেক প্রশ্নও ছিল। আর এই প্রবন্ধটা আমাকে সেই বিষয়গুলোকে আরও পরিষ্কার করে দেখতে সাহায্য করেছে।
আর. বি., লুথিয়েনিয়া
আমি যখন এই প্রবন্ধটা পড়ি আমার শুধু মনে হয়েছে, ‘আমার অনুভূতি কী করে অন্য কেউ বুঝতে পেরেছেন?’ আমার জেনে খুব ভাল লাগছিল যে যিহোবা দয়ার সঙ্গে সবকিছু বোঝেন। আজই পত্রিকাটা এসেছে আর যদিও এখন প্রায় মাঝরাত কিন্তু আমি এখনই আমার অনুভূতি লিখে জানাতে চাই।
এ. এন,. জাপান
যদিও মেয়েদের কথা মাথায় রেখেই প্রবন্ধটা লেখা হয়েছে কিন্তু আমাকেও এটা অনেক সাহায্য করেছে। মাত্র গত সপ্তায়ই আমাকে একজন প্রত্যাখ্যান করেছে আর আমাকে তা খুবই কষ্ট দিয়েছে। আপনাদের প্রবন্ধ আমার মনকে সামলে নিতে সাহায্য করেছে। এই প্রবন্ধ আমাকে সান্ত্বনা দিয়েছে আর তার চেয়েও বড় কথা হল, এটা আমাকে দেখতে সাহায্য করেছে যে স্ত্রী খোঁজার সময় আমাকে শুধু পাওয়ার নয় বরং দেওয়ার মনোভাবও রাখতে হবে।
পি. এইচ. এস., ব্রাজিল
কোরিয়ার সমাজে মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে বিয়ে দেওয়ার জন্য তোড়জোর শুরু হয়ে যায়। তাই একজন খ্রীষ্টান মেয়ের জন্য “সৌকুমার্য্য অতীত” হওয়া পর্যন্ত অপেক্ষা করা আর তারপর বিয়ে করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। (১ করিন্থীয় ৭:৩৬) চমৎকার পরামর্শের জন্য ধন্যবাদ।
এস. সি., কোরিয়া