ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • my গল্প ৪৪
  • রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন
  • আমার বাইবেলের গল্পের বই
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • রাহব যিহোবার ওপর বিশ্বাস করেছিলেন
    আপনার সন্তানকে শিক্ষা দিন
  • রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • যিরীহোর প্রাচীর
    আমার বাইবেলের গল্পের বই
  • ইস্রায়েলের লোকেরা কনানে প্রবেশ করে
    বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
আরও দেখুন
আমার বাইবেলের গল্পের বই
my গল্প ৪৪

গল্প ৪৪

রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন

এই লোকেরা বিপদে পড়েছে। তাদেরকে পালিয়ে যেতেই হবে, নতুবা তাদেরকে মেরে ফেলা হবে। তারা ইস্রায়েলীয় গুপ্তচর আর যে-মহিলা তাদের সাহায্য করছেন, তিনি রাহব। রাহব যিরীহো নগরের প্রাচীরের ওপরে এই ঘরে বসবাস করেন। এসো দেখি, কেন এই লোকেরা বিপদে পড়েছে।

ইস্রায়েলীয়রা যর্দন নদী পার হয়ে কনান দেশে প্রবেশ করার জন্য প্রস্তুত। কিন্তু, তা করার আগে যিহোশূয় দু-জন গুপ্তচরকে পাঠান। তিনি তাদের বলেন: ‘তোমরা গিয়ে সেই দেশটা এবং যিরীহো নগর দেখে এসো।’

সেই গুপ্তচররা যিরীহোতে এসে রাহবের ঘরে ওঠে। কিন্তু, কেউ একজন যিরীহোর রাজাকে বলেন: ‘দু-জন ইস্রায়েলীয় আজ রাতে এই দেশ নিরীক্ষণ করার জন্য এসেছে।’ সেটা শুনে রাজা তার লোকেদের রাহবের কাছে পাঠান এবং তারা রাহবকে এই আদেশ দেয়: ‘তোমার ঘরে যে-দুই লোককে রেখেছ, তাদেরকে বের করে নিয়ে এসো!’ কিন্তু, রাহব সেই গুপ্তচরদের তার ঘরের ছাদে লুকিয়ে রাখেন। তাই তিনি বলেন: ‘কয়েক জন লোক আমার কাছে এসেছিল ঠিকই কিন্তু আমি জানি না তারা কোথাকার লোক। অন্ধকার নামার সঙ্গেসঙ্গে, নগরের দ্বার বন্ধ হওয়ার আগেই, তারা চলে গিয়েছে। আপনারা যদি তাড়াতাড়ি করে যান, তাহলে তাদের ধরতে পারবেন!’ আর তাই সেই লোকেরা তাদের পিছু পিছু তাড়া করে।

তারা চলে যাওয়ার পর রাহব শীঘ্র ছাদে ওঠেন। ‘আমি জানি যিহোবা তোমাদের এই দেশ দেবেন,’ তিনি সেই গুপ্তচরদের বলেন। ‘আমরা শুনেছি কীভাবে তিনি সূফসাগরের জল শুকিয়ে ফেলেছিলেন, যখন তোমরা মিশর ছেড়ে চলে এসেছিলে এবং কীভাবে তোমরা রাজা সীহোন ও ওগকে মেরে ফেলেছ। আমি তোমাদের প্রতি দয়া দেখিয়েছি, তাই দয়া করে তোমরা আমার কাছে প্রতিজ্ঞা করো যে, তোমরাও আমাকে দয়া দেখাবে। আমার বাবা-মা ও আমার ভাই-বোনদের রক্ষা করবে।’

গুপ্তচররা প্রতিজ্ঞা করে যে, তারা তা করবে, তবে এর জন্য রাহবকে কিছু করতে হবে। ‘এই লাল দড়িটা নাও আর তোমার জানালায় বেঁধে রাখো,’ গুপ্তচররা বলে, ‘আর তোমার সকল আত্মীয়স্বজনকে তোমার সঙ্গে তোমার ঘরে এনে রাখো। তাহলে আমরা যখন যিরীহোতে ফিরে আসব, তখন তোমার জানালায় এই দড়ি দেখতে পাব এবং তোমার ঘরের কাউকে মারব না।’ সেই গুপ্তচররা যখন যিহোশূয়ের কাছে ফিরে গেল, তখন তারা তাকে সব কিছু খুলে বলল।

যিহোশূয়ের পুস্তক ২:১-২৪; ইব্রীয় ১১:৩১.

অধ্যয়ন প্রশ্নাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার