ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • yc পাঠ ৩ পৃষ্ঠা ৮-৯
  • রাহব যিহোবার ওপর বিশ্বাস করেছিলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • রাহব যিহোবার ওপর বিশ্বাস করেছিলেন
  • আপনার সন্তানকে শিক্ষা দিন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন
    আমার বাইবেলের গল্পের বই
  • যিরীহোর প্রাচীর
    আমার বাইবেলের গল্পের বই
  • যখন শেষ আসবে, তখন আপনার কোথায় থাকা উচিত?
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আপনার সন্তানকে শিক্ষা দিন
yc পাঠ ৩ পৃষ্ঠা ৮-৯
বাহব ছাদে আসেন, যেখানে গুতচরেরা লুকিয়ে আছন

পাঠ ৩

রাহব যিহোবার ওপর বিশ্বাস করেছিলেন

মনে করো, আমরা যিরীহো নগরে আছি। এটা কনান দেশের একটা নগর, যেখানে লোকেরা যিহোবাতে বিশ্বাস করে না। এখানে রাহব নামে একজন মহিলা বাস করেন।

রাহব যখন ছোটো ছিলেন, তখন তিনি শুনেছিলেন যে, কীভাবে মোশি সূফসাগরকে দু-ভাগ করেছিলেন এবং ইস্রায়েলীয়দের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন। এ ছাড়া, কীভাবে যিহোবা তাদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য সাহায্য করেছিলেন, তা-ও তিনি শুনেছিলেন। এখন তিনি শুনতে পান যে, ইস্রায়েলীয়রা যিরীহোর কাছে শিবির স্থাপন করেছে!

রাহব গুপ্তচরদের রক্ষা করেছিলেন কারণ তিনি যিহোবার ওপর বিশ্বাস করেছিলেন

একদিন বিকেলে, দু-জন ইস্রায়েলীয় গুপ্তচর যিরীহো নগর দেখতে যান। তারা রাহবের বাড়িতে আসেন। তিনি তাদেরকে ভিতরে আসতে এবং সেখানে থাকতে বলেন। রাতের বেলা যিরীহো নগরের রাজা জানতে পারেন যে, নগরের মধ্যে গুপ্তচর ঢুকেছে এবং তারা রাহবের বাড়িতে গিয়েছে। তাই, রাজা তাদেরকে ধরে নিয়ে আসার জন্য লোক পাঠান। রাহব সেই দু-জন গুপ্তচরকে বাড়ির ছাদের মধ্যে লুকিয়ে রাখেন এবং রাজার লোকেদেরকে বলেন: ‘গুপ্তচররা এখানে এসেছিল ঠিকই, কিন্তু একটু আগেই তারা নগর ছেড়ে চলে গিয়েছে। আপনারা যদি এখনই যান, তাহলে তাদেরকে ধরতে পারবেন!’ তুমি কি জানো, কেন রাহব সেই গুপ্তচরদের বাঁচাতে চাচ্ছেন?— কারণ তিনি যিহোবার ওপর বিশ্বাস করেন এবং জানেন যে, কনান দেশটা তিনি ইস্রায়েলীয়দের দেবেন।

সেই গুপ্তচররা রাহবের বাড়ি ছেড়ে যাওয়ার আগে প্রতিজ্ঞা করেন যে, যিরীহো নগর যখন ধ্বংস হবে, তখন তিনি এবং তার পরিবার রক্ষা পাবেন। তুমি কি জানো, তারা রাহবকে কী করতে বলেন?— তারা বলেন: ‘এই লাল রঙের দড়িটা নিয়ে আপনার জানালার মধ্যে ঝুলিয়ে রাখুন। তা করলে আপনার ঘরের মধ্যে যারা থাকবে, তারা রক্ষা পাবে।’ রাহব গুপ্তচরদের কথামতোই কাজ করেন। তুমি কি জানো, এরপর কী হয়?—

যিরীহো নগরের দেওয়ালে অবথত রাহবের জানালা থেকে সেই লাল দড়িটা ঝুলছ

রাহব ও তার পরিবারকে যিহোবা রক্ষা করেছিলেন

কয়েক দিন পর, ইস্রায়েলীয়রা নিঃশব্দে সেই নগরের চারপাশ ভ্রমণ করে। প্রতিদিন এক বার করে তারা ছয় দিন সেই নগরের চারপাশ ভ্রমণ করে। কিন্তু, সাত দিনের দিন, তারা সেই নগরের চারপাশ সাত বার ভ্রমণ করে। এরপর তারা সবাই একসঙ্গে চিৎকার করে ওঠে। যিহোবা সেই নগরের প্রাচীর ভেঙে ফেলেন। কিন্তু, যে-বাড়ির জানালায় লাল দড়ি ঝোলানো রয়েছে, সেটা রক্ষা পায়! তুমি কি ছবিতে বাড়িটা দেখতে পাচ্ছো?— রাহব এবং তার পরিবার রক্ষা পেয়ে যায়!

রাহবের কাছ থেকে তুমি কী শিখতে পারো?— যিহোবা সম্বন্ধে অপূর্ব বিষয়গুলো জেনেছিলেন বলে রাহব যিহোবার ওপর বিশ্বাস করেছিলেন। তুমিও যিহোবা সম্বন্ধে অনেক অপূর্ব বিষয় শিখছো। রাহবের মতো তুমিও কি তাঁর ওপর বিশ্বাস করো?— নিশ্চয়ই তুমি বিশ্বাস করো!

তোমার বাইবেল থেকে পড়ো

  • যিহোশূয়ের পুস্তক ২:১-২৪; ৬:১-৫, ১৪, ১৫, ২০-২৫

  • ইব্রীয় ১১:৩১

প্রশ্ন:

  • রাহব যখন ছোটো ছিলেন, তখন তিনি কী শুনেছিলেন?

  • কীভাবে তিনি ইস্রায়েলীয় গুপ্তচরদের সাহায্য করেছিলেন? কেন তিনি তাদেরকে সাহায্য করেছিলেন?

  • গুপ্তচররা রাহবের কাছে কী প্রতিজ্ঞা করেছিলন?

  • রাহবের কাছ থেকে তুমি কী শিখতে পারো?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার