ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৩০ পৃষ্ঠা ৭৬
  • রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • রাহব যিহোবার ওপর বিশ্বাস করেছিলেন
    আপনার সন্তানকে শিক্ষা দিন
  • রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন
    আমার বাইবেলের গল্পের বই
  • যিরীহোর প্রাচীর
    আমার বাইবেলের গল্পের বই
  • যখন শেষ আসবে, তখন আপনার কোথায় থাকা উচিত?
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৩০ পৃষ্ঠা ৭৬
বাহব সৈন্যদের অন্যদিকে পাঠিয়ে দিয়ে গুপ্তচরদের সুরক্ষা জোগান

পাঠ ৩০

রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন

ইজরায়েলীয় গুপ্তচরেরা যখন যিরীহো নগরে যায়, তখন তারা রাহব নামে একজন মহিলার বাড়িতে থাকে। যিরীহোর রাজা এটা জানতে পেরে তার সৈন্যদের রাহবের বাড়িতে পাঠান। রাহব ছাদের উপর গুপ্তচরদের লুকিয়ে রাখেন এবং সৈন্যদের অন্য দিকে পাঠিয়ে দেন। রাহব গুপ্তচরদের বলেন: ‘আমি আপনাদের সাহায্য করব, কারণ আমি জানি যে, যিহোবা আপনাদের সঙ্গে আছেন আর আপনারা এই নগর জয় করবেন। আমার কাছে প্রতিজ্ঞা করুন যে, আপনারা আমার পরিবার ও পরিজনকে রক্ষা করবেন।’

গুপ্তচরেরা রাহবকে বলেন: ‘আপনার বাড়ির ভিতরে যারা থাকবে, তাদের কারোরই কিছু হবে না।’ এরপর, তারা বলেন: ‘আপনি আপনার জানালায় একটা লাল রঙের দড়ি বেঁধে রাখবেন আর এতে আপনার পরিবার ও পরিজন রক্ষা পাবে।’

যিরীহোর প্রাচীর ভেঙে পড়ছে আর রাহবের বাড়ি একেবারে ঠিক আছে আর তার বাড়ির জানালায় লাল দড়ি ঝুলছে

রাহব সেই গুপ্তচরদের একটা দড়ির সাহায্যে জানালা দিয়ে নীচে নামিয়ে দেন। তারা পর্বতের দিকে চলে যান এবং সেখানে তিন দিন লুকিয়ে থাকেন আর তারপর তারা যিহোশূয়ের কাছে ফিরে যান। এরপর, ইজরায়েলীয়েরা জর্ডন নদী পার হয় এবং কনান দেশ জয় করার জন্য প্রস্তুত হয়। সবচেয়ে প্রথমে তারা যিরীহো নগর জয় করে। তোমরা কি জান, কীভাবে? যিহোবা তাদের বলেছিলেন, তারা যেন প্রতিদিন এক বার করে নগরের চারপাশে ঘোরে আর যেন ছয় দিন ধরে তা করে। সপ্তম দিনে তারা সাত বার নগরের চারপাশে ঘোরে। এরপর যাজকেরা তূরী বাজায় এবং সৈন্যেরা যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার করে। তখন নগরের প্রাচীর ভেঙে পড়ে যায়! কিন্তু, রাহবের বাড়ি, যেটা নগরের প্রাচীরের উপরে ছিল, সেটার কোনো ক্ষতি হয় না। রাহব এবং তার পরিবার ও পরিজন রক্ষা পায় কারণ তিনি যিহোবার উপর আস্থা রেখেছিলেন।

“একইভাবে, . . . রাহব যখন বার্তাবাহকদের প্রতি আতিথেয়তা দেখিয়েছিল এবং অন্য পথ দিয়ে তাদের পাঠিয়ে দিয়েছিল, তখন সে কি এই কাজের মাধ্যমে ধার্মিক বলে গণ্য হয়নি?”—যাকোব ২:২৫

প্রশ্ন: কেন রাহব গুপ্তচরদের সাহায্য করেছিলেন? কীভাবে ইজরায়েলীয়েরা যিরীহো নগর আক্রমণ করেছিল? রাহব এবং তার পরিবার ও পরিজনের কী হয়েছিল?

যিহোশূয়ের পুস্তক ২:১-২৪; ৬:১-২৭; ইব্রীয় ১১:৩০, ৩১; যাকোব ২:২৪-২৬

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার