পাঠ ৩০
রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন
ইজরায়েলীয় গুপ্তচরেরা যখন যিরীহো নগরে যায়, তখন তারা রাহব নামে একজন মহিলার বাড়িতে থাকে। যিরীহোর রাজা এটা জানতে পেরে তার সৈন্যদের রাহবের বাড়িতে পাঠান। রাহব ছাদের উপর গুপ্তচরদের লুকিয়ে রাখেন এবং সৈন্যদের অন্য দিকে পাঠিয়ে দেন। রাহব গুপ্তচরদের বলেন: ‘আমি আপনাদের সাহায্য করব, কারণ আমি জানি যে, যিহোবা আপনাদের সঙ্গে আছেন আর আপনারা এই নগর জয় করবেন। আমার কাছে প্রতিজ্ঞা করুন যে, আপনারা আমার পরিবার ও পরিজনকে রক্ষা করবেন।’
গুপ্তচরেরা রাহবকে বলেন: ‘আপনার বাড়ির ভিতরে যারা থাকবে, তাদের কারোরই কিছু হবে না।’ এরপর, তারা বলেন: ‘আপনি আপনার জানালায় একটা লাল রঙের দড়ি বেঁধে রাখবেন আর এতে আপনার পরিবার ও পরিজন রক্ষা পাবে।’
রাহব সেই গুপ্তচরদের একটা দড়ির সাহায্যে জানালা দিয়ে নীচে নামিয়ে দেন। তারা পর্বতের দিকে চলে যান এবং সেখানে তিন দিন লুকিয়ে থাকেন আর তারপর তারা যিহোশূয়ের কাছে ফিরে যান। এরপর, ইজরায়েলীয়েরা জর্ডন নদী পার হয় এবং কনান দেশ জয় করার জন্য প্রস্তুত হয়। সবচেয়ে প্রথমে তারা যিরীহো নগর জয় করে। তোমরা কি জান, কীভাবে? যিহোবা তাদের বলেছিলেন, তারা যেন প্রতিদিন এক বার করে নগরের চারপাশে ঘোরে আর যেন ছয় দিন ধরে তা করে। সপ্তম দিনে তারা সাত বার নগরের চারপাশে ঘোরে। এরপর যাজকেরা তূরী বাজায় এবং সৈন্যেরা যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার করে। তখন নগরের প্রাচীর ভেঙে পড়ে যায়! কিন্তু, রাহবের বাড়ি, যেটা নগরের প্রাচীরের উপরে ছিল, সেটার কোনো ক্ষতি হয় না। রাহব এবং তার পরিবার ও পরিজন রক্ষা পায় কারণ তিনি যিহোবার উপর আস্থা রেখেছিলেন।
“একইভাবে, . . . রাহব যখন বার্তাবাহকদের প্রতি আতিথেয়তা দেখিয়েছিল এবং অন্য পথ দিয়ে তাদের পাঠিয়ে দিয়েছিল, তখন সে কি এই কাজের মাধ্যমে ধার্মিক বলে গণ্য হয়নি?”—যাকোব ২:২৫