ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gt অধ্যায় ১১
  • যোহন পথ প্রস্তুত করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যোহন পথ প্রস্তুত করেন
  • সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তিনি ছিলেন মশীহের অগ্রদূত
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যোহন পথ প্রস্তুত করেন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • যিশু মশীহ হয়ে ওঠেন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • যীশুর বাপ্তিস্ম
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
আরও দেখুন
সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
gt অধ্যায় ১১

অধ্যায় ১১

যোহন পথ প্রস্তুত করেন

যীশু ১২ বৎসর বয়সে যখন মন্দিরে শিক্ষকদের প্রশ্ন করছিলেন সেই সময় থেকে সতের বৎসর অতিক্রান্ত হয়েছে। ইহা এখন ২৯ সা.শ. বসন্তকাল, আর সকলে, যীশুর মাসতুত ভাই যোহনের কথা বলছে, যিনি যর্দ্দন নদীর চারিদিকে প্রচার করছেন।

যোহন সত্যই একজন চিত্তাকর্ষক ব্যক্তি, দেখতে এবং কথাবার্তায়, উভয়ক্ষেত্রেই। তাঁর কাপড় উটের লোমের তৈরী, ও কটিদেশে চর্ম পটুকা। আর তাঁর খাদ্য ছিল পঙ্গপাল ও বনমধু। আর তাঁর বার্তা? “মন ফিরাও কারণ স্বর্গ-রাজ্য সন্নিকট হইল।”

এই সংবাদ তাঁর শ্রোতাদের উত্তেজিত করে। অনেকে বুঝতে পারে তাদের মন পরিবর্তন করা প্রয়োজন, তা হল, তাদের মনোভাব পরিবর্তন করা এবং তাদের যে অপ্রীতিকর জীবন ধারা আছে তা পরিত্যাগ করা। সেই কারণে যর্দ্দনের সকল এলাকা থেকে, এমনকি যিরূশালেম থেকে, বিরাট সংখ্যায় লোক যোহনের কাছে আসে, আর তিনি তাদের বাপ্তিস্ম দেন, যর্দ্দন নদীর জলে নিমজ্জিত করে। কেন?

যোহন লোকদের বাপ্তাইজিত করেন, তাদের ঈশ্বরের নিয়ম চুক্তির প্রতি হৃদয় থেকে অনুশোচনার প্রতীক, বা স্বীকারোক্তিস্বরূপ। সেইজন্য, যখন কিছু ফরীশী ও সদ্দূকীরা যর্দ্দনে বেরিয়ে আসে, যোহন তাদের ভর্ৎসনা করেন। “হে সর্পের বংশেরা,” তিনি বলেন। “মনপরিবর্ত্তনের উপযোগী ফলে ফলবান হও; আর ভাবিও না যে, তোমরা মনে মনে বলিতে পার, ‘অব্রাহাম আমাদের পিতা।’ কেননা আমি তোমাদের বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন। আর এখনই গাছগুলির মূলে কুড়ালি লাগান আছে; অতএব, যে কোন গাছে উত্তম ফল ধরে না, তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়।”

যেহেতু যোহন এত মনোযোগ পাচ্ছেন, যিহূদীরা তাঁর কাছে যাজক ও লেবীয়দের পাঠায়। তারা জিজ্ঞাসা করে: “আপনি কে?”

“আমি খ্রীষ্ট নই,” যোহন স্বীকার করেন।

“তবে, কি?” তারা জিজ্ঞাসা করে। “আপনি কি এলিয়?”

তিনি উত্তর করলেন, “আমি নই।”

“আপনি কি সেই ভাববাদী?”

“না!”

তখন তারা জোর করল: “আপনি কে? যাহারা আমাদিগকে পাঠাইয়াছে তাহাদিগকে যেন উত্তর দিতে পারি। আপনার বিষয়ে আপনি কি বলেন?”

যোহন ব্যাখ্যা করেন: “আমি প্রান্তরে একজনের রব, যে ঘোষণা করিতেছে, ‘তোমরা যিহোবার পথ সরল কর,’ যেমন যিশাইয় ভাববাদী বলিয়াছেন।”

“তবে বাপ্তাইজ করিতেছেন কেন,” তারা জানতে চায়, “যদি আপনি খ্রীষ্ট নহেন, এলিয়ও নহেন, সেই ভাববাদীও নহেন?”

“আমি জলে বাপ্তাইজ করিতেছি,” তিনি উত্তর দেন। “তোমাদের মধ্যে একজন দাঁড়াইয়া আছেন, যাঁহাকে তোমরা জান না, যিনি আমার পশ্চাৎ আসিতেছেন।”

যোহন পথ প্রস্তুত করছেন লোকেদের হৃদয়কে সঠিক অবস্থায় আনবার জন্য যাতে তারা মশীহকে গ্রহণ করতে পারে, যিনি হবেন রাজা। এই ব্যক্তি সম্বন্ধে, যোহন বলেন: “আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমার থেকে শক্তিমান, আমি তাহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য নহি।” বস্তুতপক্ষে, যোহন এমনকি বলেন: “যিনি আমার পশ্চাৎ আসিতেছেন তিনি আমার অগ্রে অগ্রসর হইয়াছেন, কারণ তিনি আমার পূর্বে ছিলেন।”

সেইজন্য, যোহনের বার্তা, “স্বর্গরাজ্য সন্নিকট হইল” জনসাধারন্যে ঘোষণা যে যিহোবার মনোনীত রাজা, যীশু খ্রীষ্টের, পরিচর্য্যাকাজ এবার শুরু হতে চলেছে। যোহন ১:৬-৮, ১৫-২৮; মথি ৩:১-১২; লূক ৩:১-১৮; প্রেরিত ১৯:৪.

▪ যোহন কি ধরনের ব্যক্তি?

▪ কেন যোহন লোকদের বাপ্তাইজিত করেন?

▪ কেন যোহন বলতে পারেন যে রাজ্য সন্নিকট?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার