ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • bh পৃষ্ঠা ২২১-পৃষ্ঠা ২২২ অনু. ২
  • যিশু কি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছিলেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশু কি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছিলেন?
  • বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যীশুর জন্ম—কোথায় এবং কখন?
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • স্বর্গদূতেরা যিশুর জন্মের বিষয়ে ঘোষণা করে
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • যিশু কখন জন্মগ্রহণ করেছিলেন?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • বৈৎলেহম ও বড়দিন সম্বন্ধে সত্যটি কি?
    ১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
bh পৃষ্ঠা ২২১-পৃষ্ঠা ২২২ অনু. ২

পরিশিষ্ট

যিশু কি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছিলেন?

যিশু কখন জন্মগ্রহণ করেছিলেন, সেই বিষয়ে বাইবেল আমাদের জানায় না। কিন্তু, এটি আমাদের এই উপসংহারে আসার পিছনে সুযুক্তিপূর্ণ কারণ জোগায় যে, তাঁর জন্ম ডিসেম্বর মাসে হয়নি।

যিশু যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেই বৈৎলেহমে বছরের সেই সময়ে সেখানকার আবহাওয়ার অবস্থা বিবেচনা করুন। যিহুদি মাস কিসলেব (যা নভেম্বর/ ডিসেম্বর মাসে পড়ে) ছিল প্রচণ্ড ঠাণ্ডা ও বৃষ্টিবহুল আবহাওয়ার এক মাস। এর পরের মাস ছিল তেবেত (ডিসেম্বর/জানুয়ারি)। এই সময়ে বছরের সর্বনিম্ন তাপমাত্রা থাকত ও পার্বত্য অঞ্চলে মাঝে মধ্যে তুষারপাত হতো। আসুন আমরা দেখি যে, সেই অঞ্চলের জলবায়ু সম্বন্ধে বাইবেল কী জানায়।

বাইবেল লেখক ইষ্রা দেখান যে, কিসলেব বাস্তবিকই এমন এক মাস ছিল, যা প্রচণ্ড ঠাণ্ডা ও বৃষ্টিবহুল আবহাওয়ার জন্য পরিচিত। ‘নবম মাসের [কিসলেব মাসের] বিংশতিতম দিনে’ এক জনতা যিরূশালেমে সমবেত হয়েছিল বলার পর ইষ্রা বর্ণনা করেন যে, লোকেরা “ভারী বৃষ্টি প্রযুক্ত কাঁপিতেছিল।” বছরের সেই সময়কার আবহাওয়া সম্বন্ধে সমবেত লোকেরা বলেছিল: “ভারী বর্ষার সময়, বাহিরে দাঁড়াইয়া থাকিতে আমাদের শক্তি নাই।” (ইষ্রা ১০:৯, ১০, ১৩; যিরমিয় ৩৬:২২) নিঃসন্দেহে, পৃথিবীর সেই অংশে বসবাসকারী মেষপালকরা নিশ্চিত হতো যে, ডিসেম্বর মাসে তারা ও তাদের পশুপাল যেন রাতের বেলা মাঠে না থাকে!

কিন্তু, বাইবেল বলে যে, যিশু যে-রাতে জন্মগ্রহণ করেছিলেন সেই রাতে মেষপালকরা মাঠে তাদের পশুপাল চরাচ্ছিল। বস্তুতপক্ষে, বাইবেল লেখক লূক দেখান যে, সেই সময় মেষপালকরা বৈৎলেহমের কাছে “মাঠে অবস্থিতি করিতেছিল, এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল।” (লূক ২:৮-১২) লক্ষ করুন যে, মেষপালকরা প্রকৃতপক্ষে মাঠে অবস্থিতি করছিল, সেই সময়ে শুধু শুধু বাইরে হাঁটাহাঁটি করছিল না। তারা তাদের পালকে রাতের বেলা মাঠে নিয়ে গিয়েছিল। মাঠে অবস্থিতি করার এই বর্ণনার সঙ্গে কি ডিসেম্বর মাসে বৈৎলেহমের কনকনে ঠাণ্ডা ও বৃষ্টিবহুল আবহাওয়ার কোনো মিল পাওয়া যায়? না, তা পাওয়া যায় না। তাই, যিশুর জন্মের সঙ্গে সম্পর্কযুক্ত পরিস্থিতিগুলো ইঙ্গিত করে যে, তিনি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেননি।a

ঈশ্বরের বাক্য একেবারে নির্দিষ্টভাবে জানায় যে, যিশু কখন মারা গিয়েছিলেন কিন্তু তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন সেই সম্বন্ধে এটি সরাসরি খুব কমই ইঙ্গিত দেয়। এই বিষয়টা রাজা শলোমনের কথাগুলো মনে করিয়ে দেয়: “উৎকৃষ্ট তৈল অপেক্ষা সুখ্যাতি ভাল, এবং জন্মদিন অপেক্ষা মরণদিন ভাল।” (উপদেশক ৭:১) তাই, এতে অবাক হওয়ার কিছু নেই যে, বাইবেল যিশুর পরিচর্যা ও মৃত্যু সম্বন্ধে অনেক বিস্তারিত বিবরণ জানায়, কিন্তু তাঁর জন্মের সময় সম্বন্ধে খুব কমই বর্ণনা করে।

বৈৎলেহমের কাছাকাছি একটা মাঠ রাতের বেলা মেষপালকরা তাদের পশুপাল নিয়ে রয়েছ

যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন মেষপালকরা ও তাদের পশুপাল রাতের বেলা মাঠে ছিল

a আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত শাস্ত্র থেকে যুক্তি করা (ইংরেজি) বইয়ের ১৭৬-১৭৯ পৃষ্ঠা দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার