পাঠ ২
ঈশ্বর প্রথম পুরুষ ও নারীকে সৃষ্টি করেন
যিহোবা এদনে একটা বাগান তৈরি করেন। সেই বাগানের চারিদিকে অনেক ফুল, গাছপালা ও পশুপাখি ছিল। এরপর ঈশ্বর মাটি দিয়ে প্রথম পুরুষ আদমকে তৈরি করেন এবং তার নাকে ফুঁ দেন। তুমি কি জান, এরপর কী হয়েছিল? আদম জীবিত ব্যক্তি হয়ে উঠেছিলেন! যিহোবা আদমকে এদন বাগানের দেখাশোনা করার দায়িত্ব দেন এবং সমস্ত পশুপাখির নাম দিতে বলেন।
যিহোবা আদমকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম দেন। তিনি আদমকে বলেন: ‘তুমি সব গাছের ফল খেতে পার, শুধু একটা বিশেষ গাছের ফল খেতে পারবে না। তুমি যদি সেই গাছের ফল খাও, তা হলে তুমি মারা যাবে।’
পরে যিহোবা বলেন: ‘আমি আদমের জন্য একজন সাহায্যকারী তৈরি করব।’ তিনি আদমকে গভীরভাবে ঘুম পাড়িয়ে দেন এবং আদমের একটা পাঁজর নিয়ে তার জন্য একজন স্ত্রী সৃষ্টি করেন। তার নাম ছিল হবা। আদম ও হবাকে নিয়ে প্রথম পরিবার শুরু হয়। হবাকে দেখে আদমের কেমন লেগেছিল? আদম তাকে দেখে খুব খুশি হয়েছিলেন। তিনি বলেছিলেন: ‘দেখো, যিহোবা আমার পাঁজর থেকে কী তৈরি করেছেন! তিনি আমার মতোই একজন মানুষ তৈরি করেছেন।’
যিহোবা আদম ও হবাকে বলেছিলেন, তারা যেন সন্তানের জন্ম দেন এবং এই পৃথিবী মানুষ দিয়ে পরিপূর্ণ করেন। তিনি চেয়েছিলেন, যাতে আদম ও হবা একসঙ্গে মিলে পুরো পৃথিবীকে পরমদেশ করে তোলেন আর আনন্দ সহকারে এই কাজ করেন। পরমদেশ হল খুবই অপূর্ব এক বাগান, ঠিক এদন বাগানের মতো। কিন্তু, ঈশ্বর যেমনটা চেয়েছিলেন, তেমনটা হয়নি। কেন? পরের পাঠে এই বিষয়ে আমরা আরও জানতে পারব।
“যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি শুরুতে তাদের পুরুষ ও নারী করে তৈরি করেছেন।”—মথি ১৯:৪