পাঠ ৪৪
যিহোবার জন্য এক মন্দির
শলোমন ইজরায়েলের রাজা হওয়ার পর যিহোবা তাকে জিজ্ঞেস করেন: ‘বলো, তুমি কী চাও? আমি তোমাকে দেব।’ শলোমন বলেন: ‘আমি কেবল একজন যুবক আর আমার কোনো অভিজ্ঞতা নেই। তাই, দয়া করে আমাকে প্রজ্ঞা দাও, যাতে আমি তোমার লোকদের যত্ন নিতে পারি।’ যিহোবা বলেন: ‘যেহেতু তুমি প্রজ্ঞা চেয়েছ, তাই আমি তোমাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি করে তুলব। আমি তোমাকে অনেক ধনসম্পদও দেব। তুমি যদি আমার বাধ্য হও, তা হলে তুমি দীর্ঘদিন বেঁচে থাকবে।’
শলোমন মন্দির নির্মাণের কাজ শুরু করেন। এই কাজে তিনি সবচেয়ে উচ্চমানের সোনা, রুপো, কাঠ ও পাথর ব্যবহার করেন। হাজার হাজার দক্ষ পুরুষ ও নারী মন্দির নির্মাণের কাজে সাহায্য করে। সাত বছর পরে, মন্দির নির্মাণের কাজ শেষ হয়। এখন এই মন্দির যিহোবার কাছে উৎসর্গ করার জন্য প্রস্তুত। মন্দিরে একটা বেদি ছিল আর এই বেদির উপরে বলি রাখা হয়। শলোমন বেদির সামনে হাঁটু গেড়ে বসে এই প্রার্থনা করেন: ‘হে যিহোবা, এই মন্দির এত বড়ো কিংবা এত সুন্দরও নয় যে, তোমাকে ধারণ করতে পারে। তবুও, দয়া করে আমাদের উপাসনা গ্রহণ করো এবং আমাদের প্রার্থনা শোনো।’ এই মন্দির দেখে এবং শলোমনের প্রার্থনা শুনে যিহোবার কেমন লেগেছিল? শলোমনের প্রার্থনা শেষ হওয়ার সঙ্গেসঙ্গে আকাশ থেকে আগুন নেমে আসে আর বেদির উপরে রাখা বলি গ্রাস করে। এভাবে যিহোবা দেখিয়েছিলেন যে, তিনি এই মন্দির দেখে খুবই খুশি। ইজরায়েলীয়েরা এটা দেখে অনেক আনন্দিত হয়েছিল।
পুরো ইজরায়েল জাতি আর এমনকী দূরদূরান্তের লোকেরাও শলোমনের প্রজ্ঞার বিষয়ে জানত। লোকেরা নিজেদের সমস্যা নিয়ে তার কাছে আসত, যাতে তিনি তাদের সাহায্য করতে পারেন। এমনকী শিবার রানিও তার বুদ্ধির পরীক্ষা করার জন্য আসেন। তিনি শলোমনকে খুবই জটিল প্রশ্ন জিজ্ঞেস করেন। শলোমনের উত্তর শোনার পর তিনি এই কথা বলেন: ‘লোকেরা আপনার বিষয়ে আমাকে যা বলেছিল, তা আমি বিশ্বাস করিনি। কিন্তু, এখন আমি বুঝতে পারছি, তারা আপনার বিষয়ে যা বলেছিল, সেটার চেয়ে আপনি আরও বেশি বিজ্ঞ। আপনার ঈশ্বর যিহোবা আপনাকে আশীর্বাদ করেছেন।’ ইজরায়েলে সমস্ত কিছু ভালোভাবে চলছিল আর লোকেরাও অনেক আনন্দে ছিল। কিন্তু, খুব তাড়াতাড়ি তা পরিবর্তন হতে যাচ্ছিল।
“দেখো! শলোমনের চেয়ে মহান এক ব্যক্তি এখানে আছেন।”—মথি ১২:৪২