ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৪৪ পৃষ্ঠা ১০৮-পৃষ্ঠা ১০৯ অনু. ৩
  • যিহোবার জন্য এক মন্দির

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার জন্য এক মন্দির
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • শলোমন মন্দির নির্মাণ করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • শলোমন বিজ্ঞতার সঙ্গে শাসন করেন
    বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • তিনি কি আপনার জন্য এক উত্তম উদাহরণ, নাকি এক সাবধানবাণীমূলক উদাহরণ?
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এমন এক পরিদর্শন যা প্রচুর পুরস্কার এনেছিল
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৪৪ পৃষ্ঠা ১০৮-পৃষ্ঠা ১০৯ অনু. ৩
যিহোবার কাছ থেকে আগুন নেমে এসে বেদির উপরে রাখা বলি গ্রাস করছে

পাঠ ৪৪

যিহোবার জন্য এক মন্দির

বাজা শলোমন প্রার্থনা করছেন

শলোমন ইজরায়েলের রাজা হওয়ার পর যিহোবা তাকে জিজ্ঞেস করেন: ‘বলো, তুমি কী চাও? আমি তোমাকে দেব।’ শলোমন বলেন: ‘আমি কেবল একজন যুবক আর আমার কোনো অভিজ্ঞতা নেই। তাই, দয়া করে আমাকে প্রজ্ঞা দাও, যাতে আমি তোমার লোকদের যত্ন নিতে পারি।’ যিহোবা বলেন: ‘যেহেতু তুমি প্রজ্ঞা চেয়েছ, তাই আমি তোমাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি করে তুলব। আমি তোমাকে অনেক ধনসম্পদও দেব। তুমি যদি আমার বাধ্য হও, তা হলে তুমি দীর্ঘদিন বেঁচে থাকবে।’

শলোমন মন্দির নির্মাণের কাজ শুরু করেন। এই কাজে তিনি সবচেয়ে উচ্চমানের সোনা, রুপো, কাঠ ও পাথর ব্যবহার করেন। হাজার হাজার দক্ষ পুরুষ ও নারী মন্দির নির্মাণের কাজে সাহায্য করে। সাত বছর পরে, মন্দির নির্মাণের কাজ শেষ হয়। এখন এই মন্দির যিহোবার কাছে উৎসর্গ করার জন্য প্রস্তুত। মন্দিরে একটা বেদি ছিল আর এই বেদির উপরে বলি রাখা হয়। শলোমন বেদির সামনে হাঁটু গেড়ে বসে এই প্রার্থনা করেন: ‘হে যিহোবা, এই মন্দির এত বড়ো কিংবা এত সুন্দরও নয় যে, তোমাকে ধারণ করতে পারে। তবুও, দয়া করে আমাদের উপাসনা গ্রহণ করো এবং আমাদের প্রার্থনা শোনো।’ এই মন্দির দেখে এবং শলোমনের প্রার্থনা শুনে যিহোবার কেমন লেগেছিল? শলোমনের প্রার্থনা শেষ হওয়ার সঙ্গেসঙ্গে আকাশ থেকে আগুন নেমে আসে আর বেদির উপরে রাখা বলি গ্রাস করে। এভাবে যিহোবা দেখিয়েছিলেন যে, তিনি এই মন্দির দেখে খুবই খুশি। ইজরায়েলীয়েরা এটা দেখে অনেক আনন্দিত হয়েছিল।

যিহোবার কাছ থেকে আগুন নেমে এসে বেদির উপরে রাখা বলি গ্রাস করছে

পুরো ইজরায়েল জাতি আর এমনকী দূরদূরান্তের লোকেরাও শলোমনের প্রজ্ঞার বিষয়ে জানত। লোকেরা নিজেদের সমস্যা নিয়ে তার কাছে আসত, যাতে তিনি তাদের সাহায্য করতে পারেন। এমনকী শিবার রানিও তার বুদ্ধির পরীক্ষা করার জন্য আসেন। তিনি শলোমনকে খুবই জটিল প্রশ্ন জিজ্ঞেস করেন। শলোমনের উত্তর শোনার পর তিনি এই কথা বলেন: ‘লোকেরা আপনার বিষয়ে আমাকে যা বলেছিল, তা আমি বিশ্বাস করিনি। কিন্তু, এখন আমি বুঝতে পারছি, তারা আপনার বিষয়ে যা বলেছিল, সেটার চেয়ে আপনি আরও বেশি বিজ্ঞ। আপনার ঈশ্বর যিহোবা আপনাকে আশীর্বাদ করেছেন।’ ইজরায়েলে সমস্ত কিছু ভালোভাবে চলছিল আর লোকেরাও অনেক আনন্দে ছিল। কিন্তু, খুব তাড়াতাড়ি তা পরিবর্তন হতে যাচ্ছিল।

“দেখো! শলোমনের চেয়ে মহান এক ব্যক্তি এখানে আছেন।”—মথি ১২:৪২

প্রশ্ন: কেন যিহোবা শলোমনকে অসাধারণ প্রজ্ঞা দিয়েছিলেন? কীভাবে যিহোবা দেখিয়েছিলেন, তিনি এই মন্দির দেখে খুশি হয়েছেন?

১ রাজাবলি ২:১২; ৩:৪-২৮; ৪:২৯–৫:১৮; ৬:৩৭, ৩৮; ৭:১৫–৮:৬৬; ১০:১-১৩; ২ বংশাবলি ৭:১; ৯:২২

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার