ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৬২ পৃষ্ঠা ১৪৮-পৃষ্ঠা ১৪৯ অনু. ১
  • বিশাল বড়ো এক গাছের মতো একটা রাজ্য

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশাল বড়ো এক গাছের মতো একটা রাজ্য
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একটা রাজ্য চিরকাল স্থায়ী হবে
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • দানিয়েল বইয়ের প্রধান বিষয়গুলো
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৬২ পৃষ্ঠা ১৪৮-পৃষ্ঠা ১৪৯ অনু. ১
বাজা নবূখদ্‌নিৎসরের স্বপ্নে দেখা গাছটা কেটে ফেলা হচ্ছে

পাঠ ৬২

বিশাল বড়ো এক গাছের মতো একটা রাজ্য

একদিন রাতে নবূখদ্‌নিৎসর একটা ভয়ানক স্বপ্ন দেখেন। তিনি তার বিজ্ঞ লোকদের ডাকেন, যাতে তারা তাকে এই স্বপ্নের অর্থ বলতে পারে। কিন্তু, কেউই তার স্বপ্নের অর্থ বলতে পারে না। অবশেষে, তিনি দানিয়েলের সঙ্গে কথা বলেন।

নবূখদ্‌নিৎসর দানিয়েলকে বলেন: ‘আমি স্বপ্নে একটা গাছ দেখেছি। এটা এতটা বেড়ে ওঠে যে, আকাশ পর্যন্ত গিয়ে পৌঁছায়। এটা পৃথিবীর যেকোনো জায়গা থেকে দেখা যাচ্ছিল। এর পাতাগুলো খুব সুন্দর আর এতে প্রচুর ফল রয়েছে। পশুরা এর ছায়ায় বিশ্রাম নেয় এবং পাখিরা এর ডালে বাসা বানায়। পরে, একজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে আসেন। তিনি চিৎকার করে বলেন: “গাছটা কেটে ফেলো এবং এর ডালপালাও কেটে দাও। কিন্তু, এটার গুঁড়ি শিকড়-সহ মাটিতে রেখে দাও এবং এটার চারিদিকে লোহা ও পিতলের বেড়ি দিয়ে বেঁধে দাও। এই গাছের মনোভাব আর মানুষের মতো থাকবে না, বরং পশুর মতো হয়ে যাবে এবং সাত কাল ধরে এটা এমনই থাকবে। এর ফলে, সমস্ত লোক জানতে পারবে যে, ঈশ্বরই হলেন শাসক আর তিনি যাকে চান, তাকে রাজত্ব দিতে পারেন।”’

যিহোবা দানিয়েলের কাছে এই স্বপ্নের অর্থ প্রকাশ করেন। দানিয়েল যখন স্বপ্নের অর্থ বুঝতে পারেন, তখন তিনি ভয় পেয়ে যান। তিনি বলেন: ‘হে মহারাজ, এই স্বপ্ন আপনার শত্রুদের উপর ঘটলেই ভালো হত। কিন্তু, এটা আপনার প্রতিই ঘটবে। বিশাল বড়ো যে-গাছটা কেটে ফেলা হয়েছে, সেটা আপনি। আপনি আপনার রাজ্য হারাবেন এবং মাঠের পশুদের মতো ঘাস খাবেন। কিন্তু, সেই স্বর্গদূত যেহেতু শিকড়-সহ গাছের গুড়িটা রেখে দিতে বলেছেন, তাই আপনি আবার রাজা হবেন।’

এক বছর পর, নবূখদ্‌নিৎসর তার রাজপ্রাসাদের ছাদের উপরে হাঁটতে হাঁটতে ব্যাবিলনের প্রশংসা করছিলেন। তিনি বলেন: ‘বাহ্‌! কী চমৎকার নগর, আমি এটা তৈরি করেছি। আমি কত মহান!’ রাজা যখন এই কথাগুলো বলছিলেন, তখন স্বর্গ থেকে একটা কণ্ঠস্বর শোনা যায়: ‘নবূখদ্‌নিৎসর! এখন তুমি তোমার রাজ্য হারাবে।’

ঠিক সেই মুহূর্তে নবূখদ্‌নিৎসরের মাথা খারাপ হয়ে যায় আর তিনি এক পশুর মতো হয়ে ওঠেন। তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হয় এবং তিনি মাঠের পশুদের সঙ্গে থাকতে শুরু করেন। নবূখদ্‌নিৎসরের চুল বড়ো হয়ে ঈগল পাখির পালকের মতো আর তার নখ পাখির নখের মতো হয়ে ওঠে।

সাত বছর পার হয়ে যাওয়ার পর নবূখদ্‌নিৎসর আবার আগের মতো স্বাভাবিক হয়ে যান। আর যিহোবা তাকে ব্যাবিলনের রাজা করেন। তখন নবূখদ্‌নিৎসর বলেন: ‘আমি স্বর্গের রাজা যিহোবার প্রশংসা করি। এখন আমি জানতে পারলাম, যিহোবাই হলেন শাসক। তিনি গর্বিত লোকদের নত করেন আর তিনি যাকে চান, তাকে রাজ্য দেন।’

“ধ্বংসের আগে গর্ব এবং হোঁচট খাওয়ার আগে মনের অহংকার।”—হিতোপদেশ ১৬:১৮, NW

প্রশ্ন: নবূখদ্‌নিৎসরের স্বপ্নের অর্থ কী ছিল? নবূখদ্‌নিৎসর কোন শিক্ষা লাভ করেছিলেন?

দানিয়েল ৪:১-৩৭

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার