বিভাগ ১ থেকে যা শিখব
বাইবেলের শুরুতেই সৃষ্টির বিবরণ রয়েছে। চারপাশে তাকালে আমরা বুঝতে পারি, যিহোবা আকাশ ও পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন। আপনি যদি একজন বাবা অথবা মা হয়ে থাকেন, তা হলে আপনার সন্তানকে বুঝতে সাহায্য করুন যে, এই সৃষ্টি একটা থেকে আরেকটা কত আলাদা। তাদের এও বুঝতে সাহায্য করুন, ঈশ্বর মানুষকে পশুপাখির চেয়ে আরও শ্রেষ্ঠ উপায়ে তৈরি করেছেন। তিনি আমাদের কথা বলার, চিন্তা করার, নতুন নতুন জিনিস তৈরি করার, গান করার এবং প্রার্থনা করার ক্ষমতা দিয়েছেন, যা পশুপাখিকে দেওয়া হয়নি। এই সৃষ্টি দেখে আমরা যিহোবার শক্তি ও প্রজ্ঞা সম্বন্ধে বুঝতে পারি। এ ছাড়া, সন্তানদের বিশেষভাবে এটা বুঝতে সাহায্য করুন যে, আমাদের প্রতি আর সেইসঙ্গে সমস্ত সৃষ্টির প্রতি তাঁর কতটা প্রেম রয়েছে।