বিভাগ ১৩ থেকে যা শিখব
যিশু পৃথিবীতে এসেছিলেন, যাতে তিনি পাপী মানুষদের জন্য নিজের জীবন দান করতে পারেন। যদিও তিনি মারা গিয়েছিলেন, কিন্তু তিনি জগৎকে জয় করেছিলেন। যিহোবা তাঁর পুত্রের প্রতি অনুগত ছিলেন আর তাই তাঁকে তাঁর জীবন ফিরিয়ে দিয়েছিলেন। মারা যাওয়ার আগে পর্যন্ত, যিশু নম্রভাবে অন্যদের সেবা করেছিলেন এবং তারা যখন ভুল করেছিল, তখন তাদের ক্ষমা করে দিয়েছিলেন। যিশু পুনরুত্থিত হওয়ার পর তাঁর শিষ্যদের দেখা দিয়েছিলেন। তিনি তাঁর শিষ্যদের যে-গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিলেন, তা কীভাবে করতে হবে, সেই ব্যাপারে তিনি তাদের শিক্ষা দিয়েছিলেন। আপনি যদি একজন বাবা কিংবা মা হয়ে থাকেন, তা হলে আপনার সন্তানকে বুঝতে সাহায্য করুন যে, এখন আমাদেরও এই কাজে অংশ নিতে হবে।