“ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলনে আসুন
প্রাচীন কালে মোশির আইনের অধীনে যিহোবার দাসেদের বছরে তিনবার নির্দিষ্ট উৎসবগুলিতে একত্রিত হতে আহ্বান জানানো হয়েছিল। এই অনুষ্ঠানগুলি ছিল আনন্দের ও আত্মিকভাবে গঠনমূলক।—দ্বিতীয় বিবরণ ১৬:১৬.
আধুনিক সময়ে একইভাবে যিহোবার দাসেরা বছরে তিনবার একত্রিত হয়: এক দিনের বিশেষ অধিবেশন, দু-দিনের সীমা অধিবেশন এবং তিন অথবা চার-দিনের জেলা সম্মেলনের জন্য। উনিশশো চুরানব্বই সালে, যিহোবার সাক্ষীরা “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলনে একত্রিত হবে।
কোন সন্দেহ নেই ঈশ্বরের বাক্য ঈশ্বরীয় ভয়ের গুরুত্বের বিষয়ে জানায়। ঐ ধরনের ভয়ের বিষয়ে সেখানে প্রায় ২০০ বার উল্লেখ করা হয়েছে। ঈশ্বরীয় ভয় হল এক রক্ষাস্থল, যেমন হিতোপদেশ ১৬:৬ পদে দেখা যায়: “সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হইতে সরিয়া যায়।” এমনকি গীতসংহিতা ১১১:১০ পদে আমাদের বলা হয় যে, ঈশ্বরীয় ভয় হল প্রজ্ঞার আরম্ভ!
বলা যেতে পারে যে ঈশ্বরীয় ভয়ের দুটি দিক আছে। একটি বিষয় হল, এই ধরনের ভয় প্রেমের দ্বারা প্রণোদিত হয়। ঈশ্বরের প্রতি আমাদের গভীর প্রেমের জন্য আমরা তাঁকে অসন্তুষ্ট করতে ভয় করি। (হিতোপদেশ ২৭:১১) এছাড়া, প্রজ্ঞা আমাদের ধীরে ধীরে ঈশ্বরীয় ভয় সঞ্চয় করতে সাহায্য করে, কারণ আমরা জানি যে ঈশ্বর হলেন “গ্রাসকারী অগ্নিস্বরূপ।”
আমাদের “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলনে, আমরা ঈশ্বরীয় ভয় বাড়িয়ে তুলতে অনেক নির্দেশনা ও উৎসাহ পাব। এই ধরনের শিক্ষা প্রদান করা হবে বিভিন্ন বক্তৃতা, নমুনা প্রদর্শন এবং নাটক ও বিভিন্ন অভিজ্ঞতাগুলি বর্ণনা করার দ্বারা।
ইস্রায়েলের সময়ে বয়স্কদের যেমন আদেশ দেওয়া হয়েছিল তারা যেন খালি হাতে উৎসবগুলিতে না আসে, আমাদেরও উচিত সম্মেলনের আনন্দ ও সাফল্যের প্রতি আমাদের অংশ অবশ্যই প্রদান করা। (দ্বিতীয় বিবরণ ১৬:১৭) যিহোবার মেজের জন্য প্রকাশ্য সম্মান প্রদর্শনের দ্বারা আমরা এটি করতে পারি। কিভাবে? সঠিক সময়ে আসা, প্লাটফর্ম থেকে যা বলা হবে তা মনোযোগ দিয়ে সম্পূর্ণ শোনা ও সম্পূর্ণ হৃদয়সহকারে গানে যোগদান করার দ্বারা। অনুষ্ঠান চলাকালীন কথাবার্তা বলা অথবা হাঁটাচলা করা উচিত নয়। আমরা স্বেচ্ছায় কাজের দ্বারাও আমাদের দানকে বৃদ্ধি করতে পারি। সম্মেলন প্রশাসন অনেক বিভাগে বিভক্ত, ব্যক্তিগতভাবে আমরা এই সকলের যে কোনটিতে অংশ নিতে পারি। যিহোবা আমাদের জন্য যে আশীর্বাদের ব্যবস্থা করেছেন সেই অনুযায়ী আমাদের আর্থিক দানকেও বাড়াতে হবে।
আসুন যিহোবার প্রতিটি সেবক এখনই “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলনে, শুক্রবার সকালে গানের শুরু থেকে রবিবার বিকালে সমাপ্তি প্রার্থনা পর্যন্ত তিনদিনই উপস্থিত থাকতে পরিকল্পনা করি।