“আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলনে আসুন
১৯৯৫ সালের জেলা সম্মেলনের জন্য কী উত্তমই না এক বিষয়বস্তু বেছে নেওয়া হয়েছে: “আনন্দিত প্রশংসাকারীগণ”! সত্যই যিহোবার সাক্ষীরা সেইরকম! কার প্রশংসাকারী? অবশ্যই যিহোবা ঈশ্বরের!
অনেক দিক দিয়ে যিহোবা হলেন নিরুপম, অনুপম, অতুলনীয় এবং অদ্বিতীয়। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, ন্যায়বিচারে ত্রুটিহীন এবং প্রেমের প্রতিমূর্তি। সর্বোপরি, তিনিই আমাদের উপাসনা ও প্রশংসা পাওয়ার যোগ্য।
অবশ্যই আমরা তাঁর আনন্দিত প্রশাংসাকারী হতে চাই! আমাদের সাহায্য করার জন্য, যিহোবার সাক্ষীদের পরিচালক গোষ্ঠী, ১৯৯৫ সালের গ্রীষ্মকালের শুরু থেকে তিনদিনব্যাপী এক অপূর্ব সম্মেলনের ব্যবস্থা করেছে। এই তিন দিন অবশ্যই আনন্দপূর্ণ হবে এবং প্রত্যেক যিহোবার সাক্ষী শুক্রবারের শুরুর গান থেকে রবিবার অপরাহ্নের শেষ গান ও প্রার্থনা পর্যন্ত উপস্থিত থাকতে চাইবে।
ভারতে ১৯৯৫ সালে জেলা সম্মেলনের স্থানগুলি
NEW DELHI
(Hindi and English)
BANGALORE
(Tamil and English)
SHIMOGA
(Kannada)
VIJAYWADA
(Telugu and English)
MARGAO
(Konkani and English)
BOMBAY
(Hindi)
BOMBAY
(English)
MADURAI
(Tamil)
ANAND
(Gujarati)
PUNE
(Marathi and English)
MADRAS
(Tamil and English)
GUWAHATI
(Hindi and English)
CALCUTTA
(Bengali and English)
PORT BLAIR
(Hindi)
KOTTAYAM
(Malayalam)
CALICUT
(Malayalam)
(সম্মেলন সভাঘরের ঠিকানা ও তারিখ পরে জানানো হবে যখন সেগুলি ঠিক করা হবে।)