১০১তম গিলিয়েড ক্লাস—সৎক্রিয়ার জন্য উদ্যোগী
আমাদের সৃষ্টিকর্তা যিহোবা ঈশ্বর, সৎক্রিয়ার জন্য উদ্যোগী আর তাঁর পুত্র যীশু খ্রীষ্টও তদ্রূপ। আমাদের আদর্শ হিসাবে যীশু তাঁর ঈশ্বর-দত্ত কার্যভার বহন করার ক্ষেত্রে উদ্যোগ দেখিয়েছিলেন যার অন্তর্ভুক্ত ছিল ‘আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করা, যেন . . . আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে, সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে, শুচি করেন।’ (তীত ২:১৪) ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েডের ১০১তম ক্লাসের ৪৮ জন সদস্য নির্দিষ্টভাবে সৎক্রিয়ার জন্য তাদের উদ্যোগ দেখিয়েছেন। এই মিশনারীদের স্নাতক হওয়ার অনুষ্ঠানটি হয়েছিল নিউ ইয়র্ক প্যাটারসনের ওয়াচটাওয়ার শিক্ষা কেন্দ্রে, ১৯৯৬ সালের ৭ই সেপ্টেম্বর।
উদ্যোগী থাকার জন্য ব্যবহারিক পরামর্শ
৭০ বছরেরও বেশি পূর্ণ-সময়ের পরিচর্যায় নিযুক্ত পরিচালক গোষ্ঠীর এক সদস্য ক্যারি বারবার ছিলেন স্নাতক অনুষ্ঠানটির সভাপতি। তার প্রারম্ভিক মন্তব্যে ভাই বারবার, যীশুর প্রচার এবং শিক্ষাদানের কার্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন যিনি “জগতের জ্যোতি” ছিলেন। (যোহন ৮:১২) তিনি নির্দেশ করেছিলেন যে, যীশু এই সম্মানজনক ভূমিকা নিজের জন্যই রাখেননি, কিন্তু অনুরূপভাবে তাঁর শিষ্যদেরও তাদের জ্যোতি প্রকাশ করতে উৎসাহিত করেছিলেন। (মথি ৫:১৪-১৬) সেবার এই সুযোগ খ্রীষ্টীয় জীবনে এক অর্থ সংযুক্ত করে এবং তাদের সকলের জন্য এক গুরুতর দায়িত্ব স্থাপন করে যারা ‘দীপ্তির সন্তানদের ন্যায় চলে।’—ইফিষীয় ৫:৮.
প্রারম্ভিক ভাষণের পরেই, ব্রুকলীন প্রধান কার্যালয়ের কার্যনির্বাহ দপ্তরের ডন অ্যাডামস্কে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি “পিছনে নয়, সামনে এগিয়ে চলুন” এই বিষয়টির উপর কথা বলেন। ভাই অ্যাডামস্ বিদেশে সুসমাচার প্রচার প্রসারিত করার ক্ষেত্রে—গিলিয়েড স্কুল ও এর উদ্দেশ্য সম্বন্ধে দৃষ্টি আকর্ষণ করান। তিনি ঈশ্বরের সংগঠনের অগ্রগতি সম্বন্ধে কথা বলেন, যেটি পৃথিবীব্যাপী ৩০০ এরও বেশি ভাষায় বাইবেল সাহিত্যাদি প্রকাশ করে চলেছে। জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি যেটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়, ১১১ ভাষায় প্রাপ্তিসাধ্য এবং আরও অধিক ভাষায় ছাপানোর জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এটি ইতিমধ্যেই যীশুর নতুন শিষ্যদের কয়েক মাসের মধ্যেই আত্মোৎসর্গ এবং বাপ্তিস্ম গ্রহণের পর্যায়ে পৌঁছাতে সাহায্য করার উপকরণে পরিণত হয়েছে। সুতরাং এই নতুন মিশনারীগণ তাদের কাজে এই সাম্প্রতিকতম বাইবেল অধ্যয়ন সহায়কটি পাবেন।
এরপর, পরিচালক গোষ্ঠীর এক সদস্য লাইম্যান সুইংগেল, প্রকাশিত বাক্য ৭:১৫ পদ ভিত্তিক “যিহোবাকে আপনার পবিত্র সেবা দিতে থাকুন,” বিষয়টির উপর কথা বলেন। যেহেতু যিহোবা স্বয়ং একজন সুখী ঈশ্বর, তাকে ক্রমাগতভাবে সেবা করে চলা একজনকে সুখী করে। (১ তীমথিয় ১:১১) এই আনন্দপূর্ণ সেবার ফলস্বরূপ পৃথিবীর সমস্ত অংশ থেকে ব্যক্তিদের এক বিরাট জনতা তাঁকে উপাসনা করার জন্য এসেছে। বছরের পর বছর যারা গিলিয়েড স্কুলে প্রশিক্ষিত হয়েছেন তারা এদের অনেককে সত্য সম্বন্ধে যথার্থ জ্ঞানে পৌঁছাতে সাহায্য করেছেন। তাই, এই বিষয়টি বিশ্বাস করার আমাদের সম্পূর্ণ কারণ রয়েছে যে যিহোবা ক্রমাগত এদেরকেও সাহায্য করে চলবেন, যাদের এখন প্রসারিত বিরাট জনতার সদস্যদের একত্রিত করার জন্য পাঠানো হচ্ছে।
“যিহোবার আনন্দকে প্রতিফলিত করা,” ছিল বিষয়বস্তু, যেটি দানিয়েল সিড্লিক্ কর্তৃক তুলে ধরা হয়েছিল, যিনিও পরিচালক গোষ্ঠীর একজন সদস্য ছিলেন। তিনি দেখান যে, ঈশ্বরের সকল দাসেদের যাদের অন্তর্ভুক্ত নতুন মিশনারীরা, লোকেদের অনন্ত জীবনের পথ ও এখনই জীবন থেকে সর্বোত্তম কিছু পাওয়ার পথ সম্বন্ধে শিক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। ভাই সিড্লিক্ উল্লেখ করেন “শিক্ষা হল একটি স্বীয়-পুরস্কারজনক পেশা। এটি সেই লোকেদের মুখে এবং যে লোকেরা শেখে তাদের মুখে প্রতিবিম্বিত হয়।” (গীতসংহিতা ১৬:৮-১১) এস্টোনিয়ার এক মিশনারী কী বলেছিলেন সে বিষয়ে তিনি বলেন, “সম্পূর্ণ পৃথিবীতে আমাদের কাছেই সর্বমহান বার্তা আছে আর আমাদের মুখে তা প্রকাশ পায়।” আমাদের মুখের অভিব্যক্তি অনেক দরজা খুলে দিতে ও আগ্রহ জাগাতে পারে। লোকেরা জানতে চায় কী যিহোবার দাসেদের সুখী করে। “সুতরাং আপনার মুখের প্রতি মনোযোগ দিন,” ভাই সিড্লিক্ পরামর্শ দেন। “লোকেরা সুখী লোকেদের দেখা উপভোগ করে।”
ইউলিসিস গ্লাস, যিনি ১৯৪৯ সালের ১২তম ক্লাস থেকে গিলিয়েড ছাত্রছাত্রীদের শিক্ষাদানে অংশ নিয়ে আসছেন তিনি এই বিষয়টি দ্বারা শ্রোতাদের সম্ভাষণ জানান “ধৈর্যের সাথে আপনার প্রাণকে রক্ষা করুন।” ধৈর্য কী? এটি প্ররোচনা অথবা চাপের সামনে শান্তভাবে কোনকিছুর অপেক্ষা করা, সহনশীলতা প্রদর্শন করার ধারণাকে জ্ঞাপন করে। ধৈর্যশীল ব্যক্তি শান্ত থাকে; অধৈর্য ব্যক্তি হটকারী ও বিরক্তিকর হয়। “অনেকে মনে করেন যে ধৈর্য দুর্বলতা অথবা দ্বিধাকে ইঙ্গিত করে,” ভাই গ্লাস মন্তব্য করেন কিন্তু “যিহোবার কাছে এটি শক্তি ও উদ্দেশ্যের পরিচায়ক।” (হিতোপদেশ ১৬:৩২) ধৈর্য যা প্রদান করে সেই লাভজনক বিষয়টি কী? “ক্রোধের এক মুহূর্তে ধৈর্য একশত দিনের মানসিক যন্ত্রণা থেকে আপনাকে মুক্ত করে।” চীনের একটি প্রবাদবাক্য বলে। “ধৈর্য একজনের ব্যক্তিত্বকে উন্নত করে,” ভাই গ্লাস মন্তব্য করেন। “বস্তুতপক্ষে এটি স্থায়িত্বের ঔজ্জ্বল্য দিয়ে অন্যান্য গুণাবলিগুলির উপর প্রলেপ দেয়। এটি বিশ্বাসকে অনুমোদনযোগ্য, শান্তিকে দীর্ঘস্থায়ী এবং প্রেমকে অকম্পনীয় করে।”
“তাঁর সংগঠনের মাধ্যমে যিহোবার কাছ থেকে এক কার্যভার এক সুযোগস্বরূপ,” ভাই মার্ক নূয়েমার উল্লেখ করেন যিনি ১১ বছর কেনিয়ায় এক মিশনারী হিসাবে সেবা করেন এবং এখন একজন গিলিয়েড নির্দেশদাতা। “বিশ্বাস না থাকলে আপনি দীর্ঘস্থায়ী হবেন না” বিষয়টির উপর বক্তৃতা দেওয়ার সময় ভাই নূয়েমার যিহূদার রাজা আহশের প্রতি দৃষ্টি আকর্ষণ করান। যিহোবার সমর্থন সম্বন্ধে যিশাইয় রাজাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আহশ তখনও তাঁর উপর নির্ভর করতে ব্যর্থ হয়েছিলেন। (যিশাইয় ৭:২-৯) ভাই নূয়েমার তারপর নির্দেশ করেন যে মিশনারীরা—বস্তুতপক্ষে আমাদের সকলের—তাদের ঐশিক কার্যভারের প্রতি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য যিহোবার উপর বিশ্বাস করার প্রয়োজন আছে। মিশনারী কার্যভারের বিশেষ প্রতিদ্বন্দ্বিতাগুলি দৃঢ় বিশ্বাস দাবি করে। “সর্বদা মনে রাখুন যে এই বিধিব্যবস্থায় কোন নিখুঁত পরিস্থিতি নেই” ভাই নূয়েমার উল্লেখ করেন।
অভিজ্ঞতাগুলি যা উদ্যোগী কার্যকে উৎসাহিত করে
তাদের গিলিয়েড প্রশিক্ষণ চলাকালীন সময়ে ছাত্রছাত্রীরা প্রত্যেক সপ্তাহ শেষে সাধারণ্যে পরিচর্যায় সময় ব্যয় করেছিলেন যেটি তাদের মিশনারী কার্যভারের একটি প্রধান অংশ হবে। ওয়াল্স লিভারেন্স, গিলিয়েড শিক্ষা বিভাগের একজন সদস্য ১৫ জন ছাত্রছাত্রীর সাক্ষাৎকার নিয়েছিলেন, যারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছিল। এরপর পরিচর্যা বিভাগ কমিটির লিয়ান উইভার এবং বেথেল পরিচালন কমিটির লন সিলইন, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা থেকে আগত শাখা কমিটির সদস্যদের সাক্ষাৎকার নিয়েছিলেন যারা মিশনারী ক্ষেত্রের অভিজ্ঞতাগুলি বর্ণনা করেন এবং স্নাতক হতে চলেছে এমন মিশনারীদের জন্য তাদের কিছু উত্তম পরামর্শ ছিল। এটি উল্লেখ করা হয়েছিল যে সিয়েরা লিওনে ১৯৯৫ পরিচর্যা বছরে যারা বাপ্তিস্মিত হয়েছিলেন তাদের প্রায় ৯০ শতাংশ মিশনারীদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন। উদ্যোগী কাজের কতই না এক উত্তম উদাহরণ!
পরিশেষে, সমিতির সভাপতি মিলটন হ্যানসেল্ ২,৭৩৪ জন শ্রোতাদের এই বিষয়টি দ্বারা সম্বোধন করেন “যিহোবার দৃশ্য সংগঠন অদ্বিতীয়।” কী ঈশ্বরের সংগঠনকে অতুলনীয় করে? এটি এর আকার নয় অথবা এর শক্তি নয় কিন্তু বিষয়টি হল এটি ঈশ্বরের ধার্মিক নিয়মাবলী ও বিচারসংক্রান্ত সিদ্ধান্তের দ্বারা পরিচালিত। প্রাচীনকালে এটি ছিল যিহোবার লোকেরা, ইস্রায়েল জাতি, যাদের কাছে তাঁর পবিত্র ঘোষণাবলী গচ্ছিত রাখা হয়েছিল, যা জাতিটিকে অদ্বিতীয় করেছিল। (রোমীয় ৩:১, ২) আজকে, যিহোবার সংগঠন একতাবদ্ধ যেহেতু এটি যীশু খ্রীষ্টের অধীনে পরিচালিত হয়। (মথি ২৮:১৯, ২০) এটি সমৃদ্ধি লাভ করছে ও বৃদ্ধি পেয়ে চলেছে। পৃথিবীতে আর কোন সংগঠন কি আছে যার পরিচালক গোষ্ঠী কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঈশ্বরের বাক্য বাইবেলের সাথে পরামর্শ করে? এগুলি ও অন্যভাবে যিহোবার দৃশ্য সংগঠন সত্যই অদ্বিতীয়।
এই পরম আনন্দদায়ক অনুষ্ঠানটি ডিপ্লোমা বন্টন ও বিশেষ শিক্ষার জন্য ক্লাসের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা চিঠিটি পড়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।
[২২ পৃষ্ঠার বাক্স]
ক্লাসের পরিসংখ্যান
প্রতিনিধিত্বকারী দেশগুলির সংখ্যা: ৯
নিযুক্তিকৃত দেশগুলির সংখ্যা: ১২
ছাত্রছাত্রীদের সংখ্যা: ৪৮
গড় বয়স: ৩১.৭
সত্যে থাকার গড় বছর: ১৩.৮
পূর্ণ-সময় পরিচর্যার গড় বছর: ৯.৮
[২৩ পৃষ্ঠার চিত্র]
ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েডের ১০১তম গ্র্যাজুয়েটিং ক্লাস
নিম্নলিখিত তালিকাতে সামনে থেকে পিছনে সারিগুলিকে সংখ্যান্বিত করা হয়েছে এবং প্রত্যেক সারিতে বামদিক থেকে ডানদিকে নামগুলি তালিকা বদ্ধ করা হয়েছে।
(১) উইন্ট, এইচ.; জেজিন্স্কি, এ.; হাইফিল্ড, এল.; মারকাডো, এস.; ডেল, এ.; চাভেজ, ভি.; স্মিথ, জে.; সেলিনিয়াস, এস. (২) কুর্টজ, ডি.; ক্লার্ক, সি.; লিসবরণ, জে.; মরটিনসেন, ডব্লিউ.; ব্রামিলি, এ.; টোইক্কা, এল.; মার্টিন, এ.; স্মিথ, ডি. (৩) জেনেস্কি, ডি.; বায়ারগড়, এল.; গাড়াফেলো, বি.; কাদল, এল.; চাভেজ, ই.; ফ্রেডিং, এস.; খান, আর.; সেনেলিয়াস, আর. (৪) সুয়িন্ট, বি.; বেড়গার্ড, এম.; গ্যাড়াফোলো, পি.; হল্মব্ল্যাড, এল.; কাইজার, এম.; ফ্রডিং, টি.; পালফ্রেম্যান, জে.; পালফ্রেম্যান, ডি. (৫) মিনওয়জ, এল.; লিসবর্ণ, এম.; মারকাডো, এম.; কুট্জ, এম.; ডায়েল, এইচ.; টোইক্কা, জে.; ক্লার্ক, এস.; খান, এ. (৬) মিনগুয়েজ, এ.; মার্টিন, বি.; হাইফিল্ড, এল.; হল্মব্ল্যাড, বি.; ব্রোমিলি, কে.; কাদল, এইচ.; মরটিনসেন, পি.; কাইজার, আর.