বার্ষিক সভা ১৯৯৯ সালের ২রা অক্টোবর
ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অফ পেনসিলভানিয়ার সদস্যদের বার্ষিক সভা ১৯৯৯ সালের ২রা অক্টোবর, যিহোবার সাক্ষিদের এসেম্বলি হল, ২৯৩২ কেনেডি বোলেভার্ড, জারসি সিটি, নিউ জারসি-তে অনুষ্ঠিত হবে। সকাল ৯:১৫ মিনিটে প্রথমে শুধু সদস্যদের জন্য একটা সভা হবে, তার পর পরই সকাল ১০টায় সাধারণ বার্ষিক সভা শুরু হবে।
কর্পোরেশনের সদস্যদের গত বছরে তাদের ডাক যোগাযোগের কোন ঠিকানা পরিবর্তন হলে এখনই সচিবের দপ্তরে জানানো উচিত, যাতে করে জুলাই এর মধ্যে তাদের কাছে জরুরি বিজ্ঞপ্তি ও প্রক্সির কাগজ-পত্র পাঠিয়ে দেওয়া যায়।
সদস্যদের জন্য যে বার্ষিক সভার বিজ্ঞপ্তির সঙ্গে প্রক্সির কাগজ-পত্র পাঠানো হবে, সেগুলো ১লা আগস্ট এর মধ্যে সোসাইটির সচিবের দপ্তরে আবার ফেরত পাঠাতে হবে। প্রত্যেক সদস্যকে এটা জানিয়ে তার প্রক্সির কাগজ-পত্র অবিলম্বে পূরণ করে ফেরত পাঠানো উচিত যে তিনি নিজে ওই সভায় উপস্থিত থাকবেন নাকি তার হয়ে কাউকে পাঠানো হবে। এইসব বিষয়গুলো ঠিক-ঠিক লেখা দরকার যার থেকে বোঝা যাবে সেখানে কারা উপস্থিত থাকবেন আর কারা থাকবেন না।
আশা করা যায় যে বিজ্নেস মিটিং ও রিপোর্টগুলো নিয়ে পুরো সভা দুপুর ১টার মধ্যে অথবা এর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। বিকেলে কোন সভা হবে না। সীমিত জায়গার কারণে, কেবল তারাই সে সভায় আসতে পারবেন যাদের কাছে টিকিট থাকবে। বার্ষিক সভা শোনার জন্য অন্যান্য অডিটরিয়ামের সঙ্গে টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করার কোনরকম ব্যবস্থা থাকবে না।