ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৪ ৪/১ পৃষ্ঠা ২৯
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
  • ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাল উপাসনা—ইস্রায়েলীয়দের মন জেতার জন্য লড়াই
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তিনি বিশুদ্ধ উপাসনার পক্ষসমর্থন করেছিলেন
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বর কি সবরকমের উপাসনা গ্রহণ করেন?
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এখনই চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময়
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৪ ৪/১ পৃষ্ঠা ২৯

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

কেন ১ করিন্থীয় ১০:৮ পদ বলে যে, ব্যভিচার করার কারণে একদিনে ২৩,০০০ জন ইস্রায়েলীয় মারা গিয়েছিল, যেখানে গণনাপুস্তক ২৫:৯ পদ বলে ২৪,০০০ জন?

এই দুটো পদে উল্লেখিত সংখ্যার মধ্যে পার্থক্য থাকার পিছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। সবচেয়ে সাধারণ কারণটা হতে পারে যে, প্রকৃত সংখ্যাটা হয়তো ২৩,০০০ ও ২৪,০০০ এর মাঝামাঝি, যেটাকে কম বা বেশি যেকোনো একটা পূর্ণ সংখ্যায় আনা হয়েছে।

আরেকটা সম্ভাবনা বিবেচনা করুন। প্রেরিত পৌল শিটীমে ইস্রায়েলীয়দের বিবরণটাকে, লম্পটতাপূর্ণ জীবনযাপনের জন্য কুখ্যাত প্রাচীন করিন্থ শহরের খ্রিস্টানদের কাছে এক সতর্কতামূলক উদাহরণ হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন: “আর যেমন তাঁহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং এক দিনে তেইশ হাজার লোক মারা পড়িল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি।” ব্যভিচার করার কারণে যিহোবার দ্বারা যাদের মৃত্যু হয়েছিল, তাদের সংখ্যা আলাদা করে পৌল ২৩,০০০ বলে উল্লেখ করেছিলেন।—১ করিন্থীয় ১০:৮.

কিন্তু, গণনাপুস্তক ২৫ অধ্যায় আমাদের বলে যে, “ইস্রায়েল বাল্‌-পিয়োর [দেবের] প্রতি আসক্ত হইতে লাগিল; অতএব ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল।” এরপর, যিহোবা মোশিকে “লোকদের সমস্ত অধ্যক্ষকে” মেরে ফেলার আদেশ দিয়েছিলেন। ফলস্বরূপ, মোশি বিচারকদের সেই আদেশকে পূর্ণ করার আজ্ঞা দিয়েছিলেন। শেষ পর্যন্ত, পীনহস যখন সেই ইস্রায়েলীয়কে মেরে ফেলার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন, যিনি এক মিদিয়নীয়া স্ত্রীকে শিবিরে নিয়ে এসেছিলেন, তখন ‘মারী নিবৃত্ত হইয়াছিল।’ বিবরণটা এই উক্তির দ্বারা শেষ হয়: “যাহারা ঐ মারীতে মরিয়াছিল, তাহারা চব্বিশ সহস্র লোক।”—গণনাপুস্তক ২৫:১-৯.

স্পষ্টতই, গণনাপুস্তকে দেওয়া এই সংখ্যার অন্তর্ভুক্ত ছিল বিচারকদের দ্বারা নিহত ‘লোকেদের অধ্যক্ষরা’ এবং সরাসরি যিহোবার দ্বারা নিহত লোকেরা। সেখানে খুব সম্ভবত সেই অধ্যক্ষদের মধ্যে এক হাজার জন ছিল, যারা বিচারকদের হাতে মারা গিয়েছিল, ফলে সেই সংখ্যা ২৪,০০০ হয়েছিল। এই অধ্যক্ষ বা দলনেতারা ব্যভিচার, উৎসবে অংশগ্রহণ করুক বা যারা তা করেছিল তাদের প্রতি সম্মতি জানাক বা না জানাক যা-ই হোক না কেন, তারা “বাল্‌-পিয়োরের প্রতি আসক্ত” থাকার দোষে দোষী ছিল।

“আসক্ত” শব্দটি সম্বন্ধে বাইবেলের ওপর একটি তথ্যগ্রন্থ ব্যাখ্যা করে যে, এই শব্দটি “নিজেকে একজন ব্যক্তির সঙ্গে আবদ্ধ করাকে” বোঝাতে পারে। ইস্রায়েলীয়রা ছিল যিহোবার কাছে উৎসর্গীকৃত লোক কিন্তু যখন তারা “বাল্‌-পিয়োরের প্রতি আসক্ত” হয়ে পড়েছিল, তখন তারা ঈশ্বরের সঙ্গে তাদের উৎসর্গীকৃত সম্পর্ককে ভেঙে ফেলেছিল। প্রায় ৭০০ বছর পর, ভাববাদী হোশেয়র মাধ্যমে ইস্রায়েলীয়দের সম্বন্ধে যিহোবা বলেছিলেন: “তাহারা বালপিয়োরের কাছে গিয়া সেই লজ্জাস্পদের উদ্দেশে আপনাদিগকে পৃথক্‌ করিল, এবং আপনাদের সেই জারের ন্যায় জঘন্য হইয়া পড়িল।” (হোশেয় ৯:১০) যারা তা করেছিল, তারা সকলে প্রতিকূল ঐশিক দণ্ডাজ্ঞা পাওয়ার যোগ্য ছিল। ফলে, মোশি ইস্রায়েল সন্তানদের স্মরণ করিয়ে দিয়েছিলেন: “বাল-পিয়োরের বিষয়ে সদাপ্রভু যাহা করিয়াছিলেন, তাহা তোমরা স্বচক্ষে দেখিয়াছ; ফলতঃ তোমার ঈশ্বর সদাপ্রভু বাল-পিয়োরের অনুগামী প্রত্যেক জনকে তোমার মধ্য হইতে বিনষ্ট করিয়াছিলেন।”—দ্বিতীয় বিবরণ ৪:৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার