বাইবেলের প্রশ্নের উত্তর
আমাদের করা পাপ কি ক্ষমা করা হবে?
ঈশ্বরকে খুশি করা কঠিন নয়
বাইবেল অনুযায়ী আমরা সকলেই পাপী। পাপ করার এই প্রবণতা আমরা প্রথম মানব আদমের কাছ থেকে পেয়েছি। তাই, আমরা মাঝে মাঝে খারাপ কাজ করে ফেলি আর পরে সেটার জন্য আপশোস করি। কিন্তু, ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্ট আমাদের সকলের পাপের জন্য তাঁর জীবন দিয়েছেন আর তাঁর এই বলিদানের উপর ভিত্তি করেই ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করেন। যিশুর বলিদানের মাধ্যমে জোগানো মুক্তির মূল্য হল ঈশ্বরের কাছ থেকে আমাদের জন্য এক উপহার।—রোমীয় ৩:২৩, ২৪ পদ পড়ুন।
কিন্তু, গুরুতর পাপ সম্বন্ধে কী বলা যায়? যারা গুরুতর পাপ করেছেন তারা হয়তো ভাবেন, ঈশ্বর তাদের পাপ সত্যি ক্ষমা করবেন কি না। বাইবেলের এই পদ তাদের আশ্বস্ত করতে পারে, যেটা বলে: “তাঁর পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের শুচি করে।” (১ যোহন ১:৭) যিহোবা এমনকী আমাদের করা গুরুতর পাপগুলোও ক্ষমা করতে প্রস্তুত, যদি আমরা মন থেকে অনুতপ্ত হই।—যিশাইয় ১:১৮ পদ পড়ুন।
ক্ষমা পাওয়ার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে?
আমরা যদি যিহোবার কাছ থেকে ক্ষমা পেতে চাই, তা হলে আমাদের তাঁকে ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে যে, তিনি আমাদের কাছ থেকে কী চান। (যোহন ১৭:৩) আমরা যখন আমাদের করা পাপের জন্য আপশোস করি এবং নিজেদের পরিবর্তন করার প্রচেষ্টা করি, তখনই যিহোবা আমাদের ক্ষমা করবেন।—প্রেরিত ৩:১৯ পদ পড়ুন।
আমাদের এমনটা মনে করা উচিত নয় যে, ঈশ্বরকে খুশি করা খুবই কঠিন। ঈশ্বর আমাদের সমস্ত দুর্বলতা জানেন আর তিনি হলেন করুণাময় ও সদয়। এমন একজন প্রেমময় ও সদয় ঈশ্বর সম্বন্ধে কি আপনি আরও বেশি জানতে চাইবেন না?—গীতসংহিতা ১০৩:১৩, ১৪ পদ পড়ুন।