ভূমিকা
আপনি কী মনে করেন?
স্বর্গদূতেরা কি বাস্তব? বাইবেল জানায়:
“সদাপ্রভুর দূতগণ! তাঁহার ধন্যবাদ কর, তোমরা বলে বীর, তাঁহার বাক্য-সাধক, তাঁহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট।”—গীতসংহিতা ১০৩:২০.
প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যায় তুলে ধরা হয়েছে, স্বর্গদূতদের সম্বন্ধে বাইবেল কী বলে এবং বর্তমানে কীভাবে তারা আমাদের জীবনের উপর প্রভাব ফেলতে পারে।