ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp17 নং ৩ পৃষ্ঠা ৪-৫
  • স্বর্গদূতদের সম্বন্ধে কিছু সত্য বিষয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • স্বর্গদূতদের সম্বন্ধে কিছু সত্য বিষয়
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • স্বর্গদূতেরা —“সেবাকারী আত্মা”
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্বর্গদূতেরা তারা যেভাবে আমাদের প্রভাবিত করে
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্বর্গদূত
    ২০১৭ সজাগ হোন!
  • দূতেরা যেভাবে আপনাকে সাহায্য করেন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
wp17 নং ৩ পৃষ্ঠা ৪-৫
পধান স্বর্গদূত আর সেইসগ অযুত অযুত অন্যান্য দূত

প্রচ্ছদ বিষয় | স্বর্গদূত​—⁠তারা কি বাস্তব? কেন তা জানা গুরুত্বপূর্ণ?

স্বর্গদূতদের সম্বন্ধে কিছু সত্য বিষয়

আপনি কি স্বর্গদূতদের সম্বন্ধে সত্য জানতে চান অর্থাৎ তারা কারা, কীভাবে তারা অস্তিত্বে এসেছে এবং তারা কী করে? ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য বাইবেল ছাড়া আর কোথাও এই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর পাওয়া যায় না। (২ তীমথিয় ৩:১৬) আসুন দেখি, এই বিষয়ে বাইবেল আমাদের কী জানায়।

  • ঠিক যেমন ঈশ্বরের এক আত্মিক দেহ রয়েছে, তেমনই স্বর্গদূতদেরও অদৃশ্য আত্মিক দেহ রয়েছে আর তাদের “অস্থি-মাংস নাই।” বিশ্বস্ত স্বর্গদূতেরা স্বর্গে বাস করে এবং সরাসরি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারে।—লূক ২৪:৩৯; মথি ১৮:১০; যোহন ৪:২৪.

  • কখনো কখনো স্বর্গদূতেরা ঈশ্বরের কাছ থেকে পাওয়া কার্যভার পালন করার জন্য মানবদেহ ধারণ করেছিল এবং পৃথিবীতে এসেছিল আর সেই কার্যভার সম্পন্ন করার পর পুনরায় আত্মিক দেহ ধারণ করে স্বর্গে ফিরে গিয়েছিল।—বিচারকর্ত্তৃগণের বিবরণ ৬:১১-২৩; ১৩:১৫-২০.

  • যদিও বাইবেলে স্বর্গদূতদের পুরুষ হিসেবে অভিহিত করা হয়েছে এবং তারা পৃথিবীতে আসার জন্য সবসময় পুরুষের রূপই ধারণ করেছে, কিন্তু তাদের মধ্যে পুরুষ কিংবা নারী বলে কোনো প্রভেদ নেই। তারা বিয়ে করে না এবং বংশবৃদ্ধি করে না। এ ছাড়া, পৃথিবীতে মানুষ যেভাবে শিশু, যুবক ও প্রাপ্তবয়স্ক হিসেবে বেড়ে ওঠে, স্বর্গদূতেরা কিন্তু সেভাবে অস্তিত্বে আসেনি। যিহোবা নিজে স্বর্গদূতদের সৃষ্টি করেছিলেন; সেইজন্য বাইবেলে তাদের ‘ঈশ্বরের পুত্ত্র’ বলে অভিহিত করা হয়।—ইয়োব ১:৬; গীতসংহিতা ১৪৮:২, ৫.

  • বাইবেল ‘মনুষ্যদের, এবং দূতগণের ভাষা’ সম্বন্ধে উল্লেখ করে আর তা ইঙ্গিত দেয়, আত্মিক প্রাণীদের নিজস্ব ভাষা রয়েছে। যদিও ঈশ্বর মানুষের সঙ্গে ভাববিনিময় করার জন্য স্বর্গদূতদের ব্যবহার করেন কিন্তু তিনি তাদের উপাসনা করতে কিংবা তাদের কাছে প্রার্থনা করতে আমাদের অনুমতি দেন না। —১ করিন্থীয় ১৩:১; প্রকাশিত বাক্য ২২:৮, ৯.

  • অযুত অযুত, সম্ভবত কোটি কোটি স্বর্গদূত রয়েছে।—দানিয়েল ৭:১০; প্রকাশিত বাক্য ৫:১১.

  • স্বর্গদূতেরা “বলে বীর” অর্থাৎ তারা মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বুদ্ধিসম্পন্ন। স্পষ্টতই তারা বিদ্যুতের গতিতে যাত্রা করতে পারে, যেটা মানুষের কল্পনার বাইরে।—গীতসংহিতা ১০৩:২০; দানিয়েল ৯:২০-২৩.

  • স্বর্গদূতদের অনেক ক্ষমতা ও বুদ্ধি থাকা সত্ত্বেও তাদের সীমাবদ্ধতা রয়েছে আর এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো তারা জানে না।—মথি ২৪:৩৬; ১ পিতর ১:১২.

  • স্বর্গদূতদের ঈশ্বরের মতো গুণাবলি, ব্যক্তিত্ব ও স্বাধীন ইচ্ছা দিয়ে সৃষ্টি করা হয়েছে। তাই, মানুষের মতো তারা ভালো ও মন্দ বেছে নিতে পারে। দুঃখের বিষয় হল, কিছু স্বর্গদূত ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা বেছে নিয়েছিল।—যিহূদা ৬.

কীভাবে ঈশ্বরের দূতেরা সংগঠিত?

প্রধান স্বর্গদূত মীখায়েল ক্ষমতা ও অধিকারের দিক থেকে স্বর্গদূতদের অধ্যক্ষ। শাস্ত্র স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, মীখায়েল যিশু খ্রিস্টের আরেকটা নাম। —১ থিষলনীকীয় ৪:১৬; যিহূদা ৯.

সরাফরা সুযোগ ও সম্মানের দিক থেকে স্বর্গদূতদের মধ্যে উচ্চস্থানে রয়েছে আর তারা পরিচর্যা করার জন্য ঈশ্বরের সিংহাসনের চারিদিকে দাঁড়িয়ে থাকে।—যিশাইয় ৬:১-৩.

করূবদেরও উচ্চপদ রয়েছে এবং তারা এমন বিশেষ দায়িত্ব পালন করে, যেগুলো সর্বশক্তিমান ঈশ্বরের গৌরবান্বিত ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রায়ই দেখা যায়, তারা যিহোবার পরিচারক হিসেবে কাজ করে থাকে।—আদিপুস্তক ৩:২৪; যিহিষ্কেল ৯:৩; ১১:২২.

অন্যান্য অযুত অযুত বার্তাবাহক দূত সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা সম্পাদন করার ক্ষেত্রে প্রতিনিধি হিসেবে কাজ করে।a—ইব্রীয় ১:৭, ১৪.

a স্বর্গদূতদের সম্বন্ধে আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ১০ অধ্যায় আর সেইসঙ্গে সম্পর্কযুক্ত পরিশিষ্টে দেওয়া “প্রধান স্বর্গদূত মীখায়েল কে?” শিরোনামের প্রবন্ধটা দেখুন। বইটা www.pr418.com-এও পাওয়া যাচ্ছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার