“ঈশ্বর কোথায় ছিলেন?”
“আমার মনে প্রায়ই এই প্রশ্ন আসে: ঈশ্বর কোথায় ছিলেন?”—পোপ ষোড়শ বেনেডিক্ট, পোল্যান্ডের পূর্বকালীন আউশভিটস কনসেনট্রেশন ক্যাম্প পরিদর্শন করার সময়।
যখন কোনো মর্মান্তিক ঘটনা ঘটে, তখন কি আপনার মনে এই প্রশ্ন আসে, ‘ঈশ্বর কোথায় ছিলেন?’ কিংবা আপনি যখন ব্যক্তিগতভাবে কোনো দুঃখজনক ঘটনার শিকার হন, তখনও কি আপনার মনে হয়, ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন কি না?
আপনি হয়তো যুক্তরাষ্ট্রে বসবাসরত শীলার সঙ্গে একমত। শীলা এমন এক পরিবারে বড়ো হয়ে উঠেছিলেন, যে-পরিবারের সদস্যরা ঈশ্বরে বিশ্বাস করত। তিনি জানান: “ছোটোবেলা থেকে আমি ঈশ্বরের নিকটবর্তী হতে চাইতাম কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু তা সত্ত্বেও, আমি কখনো তা পারিনি। আমি মনে করতাম, তিনি আমাকে দেখছেন ঠিকই কিন্তু অনেক দূর থেকে। আমার এমনটা মনে হতো না, ঈশ্বর আমাকে ঘৃণা করেন কিন্তু আমি কখনো তাঁর ভালোবাসাও অনুভব করিনি।” কেন শীলার মনে এই সন্দেহ ছিল? তিনি ব্যাখ্যা করেন: “আমার পরিবার একের-পর-এক দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি হয় আর তাই আমার মনে হয়েছিল, ঈশ্বর কোনোভাবেই আমাদের সাহায্য করছেন না।”
শীলার মতো আপনিও হয়তো অনুভব করেন, সর্বশক্তিমান ঈশ্বর রয়েছেন। তা সত্ত্বেও, আপনি হয়তো ভাবেন, তিনি সত্যিই আপনার জন্য চিন্তা করেন কি না। ইয়োব একজন ধার্মিক ব্যক্তি ছিলেন আর তিনি বিশ্বাস করতেন, সৃষ্টিকর্তার শক্তি ও প্রজ্ঞা রয়েছে। কিন্তু তবুও, তার মনে একই ধরনের সন্দেহ দেখা দিয়েছিল। (ইয়োব ২:৩; ৯:৪) একটার পর একটা দুঃখজনক পরিস্থিতি তাকে আঘাত করেছিল। সেই আঘাত থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা না দেখে তিনি ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলেন: “তুমি কেন আপন মুখ লুকাইতেছ? কেন আমাকে তোমার শত্রু বলিয়া ধরিতেছ?”—ইয়োব ১৩:২৪.
বাইবেল এই বিষয়ে কী জানায়? দুঃখজনক ঘটনাগুলোর জন্য কি ঈশ্বর দায়ী? এমন কোনো প্রমাণ কি রয়েছে, যেটা দেখায় ঈশ্বর মানবজাতির জন্য আর সেইসঙ্গে প্রত্যেক ব্যক্তির জন্য চিন্তা করেন? ব্যক্তিগতভাবে আমাদের কারো পক্ষে কি জানা সম্ভব যে, তিনি আমাদের সত্যিই লক্ষ করেন, বোঝেন, সহানুভূতি দেখান কিংবা বিপদের সময় সাহায্য করেন?
পরবর্তী প্রবন্ধগুলোতে আমরা বিবেচনা করব, ঈশ্বর যে আমাদের জন্য চিন্তা করেন, সেই বিষয়ে সৃষ্টি আমাদের কোন শিক্ষা দেয়। (রোমীয় ১:২০) এরপর, আমরা পরীক্ষা করে দেখব, ঈশ্বর যে আমাদের জন্য চিন্তা করেন, সেই সম্বন্ধে বাইবেল কী জানায়। আপনি ঈশ্বরের সৃষ্টি ও তাঁর বাক্যের মাধ্যমে তাঁকে যত বেশি ‘জানিতে পারিবেন,’ ততই আপনি এই আস্থা রাখতে পারবেন যে, ‘তিনি আপনার জন্য চিন্তা করেন।’—১ যোহন ২:৩; ১ পিতর ৫:৭.