প্রশ্ন বাক্স
◼ সভার জন্য কী কী জিনিস আমাদের নেওয়া উচিত?
প্রতি সপ্তাহে মণ্ডলীর সভাগুলিতে আমরা উপকারমূলক নির্দেশনা ও উৎসাহ পেয়ে থাকি। (যিশা. ৪৮:১৭; ইব্রীয় ১০:২৪, ২৫) কিন্তু, কতটা আমরা উপকৃত হই তার বেশির ভাগ নির্ভর করে আমরা ভালভাবে প্রস্তুত হয়ে আসি, কী আসি না তার উপর।
পরিবারের প্রতিটি সদস্যের তার নিজস্ব অধ্যয়ন সংক্রান্ত বই ও সভাগুলির জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসগুলি থাকা ভাল হবে। এর অন্তর্ভুক্ত একটি বাইবেল, একটি গানবই, অধ্যয়ন করার প্রকাশনাগুলি, একটি নোটবই এবং একটি কলম অথবা পেনসিল।
ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের জন্য, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা এবং ঐশিক পরিচর্যা বিদ্যালয় নির্দেশ পুস্তক প্রয়োজন। এগুলি ছাত্র বক্তৃতার বিষয়টি মনে রাখতে ও যখন বিদ্যালয় অধ্যক্ষ উপদেশ দেন তখন তা বুঝতে আমাদের সাহায্য করতে পারে। আমাদের নিজেদের বক্তৃতা ও ক্ষেত্র পরিচর্যার উপস্থাপনাগুলিকে উন্নত করতে আমরা এই পরামর্শ ও উপদেশগুলিকে ব্যক্তিগতভাবে প্রয়োগ করতে পারি। জানুয়ারি থেকে, ইংরাজি ভাষার তালিকায় বেশির ভাগ উপদেশমূলক বক্তৃতাটি যিহোবার সাক্ষীবৃন্দ—ঈশ্বরের রাজ্যের ঘোষণাকারী বইটির উপর ভিত্তি করে নেওয়া। হয়ত পরিবারের প্রতিটি সদস্যের পক্ষে তার নিজস্ব কপি নেওয়া যুক্তিযুক্ত হবে না; কিন্তু হয়ত একটা বই নেওয়া যেতে পারে যাতে করে পরিবারটির কাছে তা দেখার জন্য এটি থাকে। অবশ্যই, যে সমস্ত মণ্ডলী আঞ্চলিক ভাষার তালিকা অনুসরণ করছে, তাদের প্রত্যেকের জন্য তাদের আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ এবং একমাত্র সত্যময় ঈশ্বরেরই ঐক্যবদ্ধ উপাসনা (ইংরাজি) অর্থাৎ যেগুলি ওই তালিকায় অন্তর্ভুক্ত করা আছে সেগুলির নিজস্ব কপি নিয়ে আসা ভাল হবে।
পরিচর্যা সভার জন্য, আমাদের রাজ্যের পরিচর্য্যা-র সম্প্রতি সংখ্যাটি এবং যুক্তি বইটি থাকা প্রয়োজন। সভার আলোচিত হবে এইরূপ প্রকাশনাগুলি সঙ্গে নিন, যেমন সেই বইগুলি যেগুলি উপস্থাপনায় প্রদর্শন করতে ব্যবহৃত হবে। প্রাচীনদের আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত (ইংরাজি) বইটির একটি কপি থাকা উচিত।
তাদের ছেলেমেয়েরা যাতে শেষপর্যন্ত সভার শান্তভাবে বসে থাকে ও মণ্ডলীর সভাগুলিতে মনোযোগ দেয় তার জন্য বাবামাদের প্রচেষ্টা করা দরকার। এমনকি তারা পড়তে না পারার আগে প্রহরীদুর্গ এর কপিগুলি ও অন্যান্য প্রকাশনাগুলি তাদের দিলে তাদের মধ্যে উৎসাহ জাগিয়ে তুলবে। যখন ছোটদের ঐশিক প্রকাশনাগুলিকে সম্মান করতে ও সেগুলিকে ব্যবহার করতে শিক্ষা দেওয়া হয়, তখন জীবনব্যাপী, স্বাস্থ্যকর আধ্যাত্মিক অভ্যাসগুলি গড়ে ওঠে।
মণ্ডলীর সভাগুলি থেকে যে আনন্দ ও পরিতৃপ্তি আমরা লাভ করি তা প্রগাঢ়রূপে বৃদ্ধি হয় যখন আমরা পুর্ণরূপে সুসজ্জিত হয়ে আসি। (২ তীম. ৩:১৭) আমরা যে “সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে [ঈশ্বরের] তত্ত্বজ্ঞানে পূর্ণ” তা সুনিশ্চিত করার এটাই সবচেয়ে ভাল উপায়।—কল. ১:৯.