আপনার শিক্ষার প্রতি স্থির মনোযোগ দিন
১ নতুন ঐশিক পরিচর্যা বিদ্যালয় কার্যক্রম শুরু হবে জানুয়ারি ১৯৯৫ সালে। ইংরাজি বিদ্যালয় তালিকা অনুসরণ করে যিহোবার আধুনিক-দিনের সংগঠনের উৎসাহজনক ইতিহাস, মণ্ডলীগুলিতে অধিকাংশ উপদেশমূলক বক্তৃতায় আলোচনার বিষয়বস্তু হবে। বছরটিতে, ঐ সব মণ্ডলীতে যিহোবার সাক্ষীবৃন্দ—ঈশ্বরের রাজ্যের ঘোষণাকারী বইটির ১৭৮টি পৃষ্ঠা বিবেচিত হবে। ঘোষণাকারী বইটি থেকে উপদেশমূলক বক্তৃতার পর যেহেতু কোন পুনরালোচনার প্রশ্ন হবে না, তাই আমাদের শিক্ষার প্রতি মনোযোগ দিতে এবং সর্বাধিক উপকৃত হতে আমরা কী করতে পারি?—১ তীম. ৪:১৬.
২ যদিও অনেকে ইতিমধ্যেই ঘোষণাকারী বইটি পড়ে নিয়েছেন, তবুও বিদ্যালয় তালিকায় বিষয়বস্তুটির বিবেচনা সকলকে তাদের ঐশিক উত্তরাধিকারকে আরও বেশি করে উপলব্ধি করতে সাহায্য করবে। (গীত. ৭১:১৭, ১৮) তাই ঘোষণাকারী বইয়ে নির্ধারিত বিষয়টি পুনরালোচনা করতে প্রত্যেক সপ্তাহে কিছুটা সময় রাখুন না কেন?
৩ প্রাণবন্ত ও আকর্ষণীয় উপদেশমূলক বক্তৃতা: ঘোষণাকারী বইটি থেকে উপদেশমূলক বক্তৃতাগুলি প্রাণবন্ত ও আকর্ষণীয় ভঙ্গিতে তুলে ধরতে হবে। তাদের তথ্যটির ব্যবহারিক মূল্যকে তুলে ধরা উচিত এবং তা ব্যবহার করে যিহোবার সংগঠনের প্রতি শ্রদ্ধা এবং ঈশ্বরের সেবক হিসাবে আমাদের যে বিশেষ সুযোগসুবিধাগুলি আছে তার প্রতি উপলব্ধি বাড়ানোও উচিত। বিদ্যালয়ে যোগদানকারী প্রতিটি পরিবার যদি ঘোষণাকারী বইয়ের একটি করে কপি আনেন, তাহলে পরিবারের সদস্যরা আরও ঘনিষ্ঠভাবে উপদেশমূলক বক্তৃতাটি অনুসরণ করতে এবং বইয়ের দৃষ্টান্তগুলি ও চিত্রগুলি থেকে উপকৃত হতে পারবেন। যে মণ্ডলীগুলি আঞ্চলিক ভাষায় বিদ্যালয় তালিকা অনুসরণ করছে, তারা ১৯৯৪ সালের মত একইভাবে একমাত্র সত্যময় ঈশ্বরেরই ঐক্যবদ্ধ উপাসনা বইটি নিয়মিত ব্যবহার করবে।
৪ চিন্তা-উদ্রেগকারী বাইবেল পাঠ: সঠিক অর্থের উপর জোর দিয়ে ও অনুভূতির সাথে ভালোভাবে পড়া হল কার্যকারী শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও, ২ নং বক্তৃতায় নির্বাচিত বিষয়বস্তুর পরিমাণ ছোট হয় এবং সাধারণভাবে বক্তার দ্বারা ভূমিকা ও উপসংহারে কিছু মন্তব্যের জন্য যথেষ্ট সময় থাকে। ভূমিকা যেন নির্বাচিত বিষয়বস্তুর আগ্রহ উদ্দীপিত করে এবং এর ব্যবহারিক মূল্যকে উপলব্ধি করতে শ্রোতাদের যেন প্রস্তুত করে। প্রদত্ত সময়ের সদ্ব্যবহার করে বক্তা, ব্যাখ্যামূলক মন্তব্য ও বিষয়বস্তুর প্রয়োগ করে উপসংহার শেষ করতে পারেন।
৫ বিদ্যালয় কার্যক্রমের উপর অতিরিক্ত তথ্য এবং কিভাবে নির্বাচিত কর্মভার পরিচালিত হবে তা “১৯৯৫ সালের জন্য ঐশিক পরিচর্য্যা বিদ্যালয়ের তালিকাতে পাওয়া যাবে।” এই বিষয়বস্তুর উপদেশগুলিকে পুনরালোচনা, আমাদের কর্মভারকে ভালোভাবে প্রস্তুত করার এবং কথা বলা ও শিক্ষা দেওয়ার দক্ষতার উন্নতি বৃদ্ধি করতে আমাদের যে উপদেশ দেওয়া হয় তা প্রয়োগের দ্বারা আমরা আমাদের শিক্ষায় মনোযোগ দিই। যারা এখনও বিদ্যালয়ে নাম দেয়নি, তা করতে তারা আন্তরিকভাবে আমন্ত্রিত।