১৯৯৫ সালের জন্য ঐশিক পরিচর্য্যা বিদ্যালয়ের তালিকা থেকে উপকৃত হওয়া—ভাগ ২
১ ১৯৪৩ সালে ঐশিক পরিচর্যা বিদ্যালয় শুরু হওয়ার ঠিক কিছুদিন পরেই, সমিতির একটি শাখা জানিয়েছিল: “এই অপূর্ব ব্যবস্থাটি খুব অল্প সময়ের মধ্যেই সফলতা লাভ করেছে বহু ভাইদের সাহায্য করার ক্ষেত্রে, যারা নিজেদের মনে করেছিল যে প্ল্যাটফর্মে খুব দক্ষ হয়ে জনসাধারণের বক্তা হতে এবং ক্ষেত্রে আরও কার্যকারী হতে তারা কোন দিনই পারবে না।” বিদ্যালয়টি ক্রমাগতভাবে সর্বোৎকৃষ্ট প্রশিক্ষণ প্রদান করে চলেছে, যেটি আমাদের সকলের প্রয়োজন।
২ বাইবেল পাঠ: যাদের বক্তৃতা দেওয়ার অংশ থাকে তারাই কেবল এই বিদ্যালয় থেকে উপকৃত হয় না। প্রকৃতপক্ষে, আমাদের সকলেরই একটি কার্যভার থাকে—তা হল সাপ্তাহিক বাইবেল পাঠ। বিদ্যালয়ের তালিকা দেখিয়ে দেয় প্রতি সপ্তাহে বাইবেলের কোন্ অধ্যায়গুলি পড়তে হবে। সেখানে অনেক শাস্ত্রীয় অনুস্মারক রয়েছে যা প্রত্যহ বাইবেল পড়ার গুরুত্বের উপর জোর দেয়। (যিহো. ১:৮; গীত. ১:২; প্রেরিত ১৭:১১) উত্তম আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য বাইবেল পাঠ অত্যন্ত প্রয়োজন; এটি আমাদের মন ও হৃদয়ে পুত্ত্রষ্ট যোগায়। যদি আমরা দিনে অন্তত পাঁচ মিনিট বাইবেল পাঠ করি, তাহলে আমরা বাইবেল পাঠের জন্য বিদ্যালয়ের তালিকা বজায় রাখতে পারব। বছরের শেষে আমরা ঈশ্বরের বাক্য থেকে ১৫০টিরও বেশি অধ্যায় পড়তে পারব। যদি আমরা হাতের কাছে একটি বাইবেল রেখে দিই, তাহলে আমরা প্রতিদিন কিছুটা পড়তে সমর্থ হব।
৩ উপদেশমূলক বক্তৃতা: আনুগত্য, উদ্যোগপূর্ণ পরিচর্যার প্রতি ভাইদের প্রণোদিত করার জন্য যে বক্তা উপদেশমূলক বক্তৃতা দেবেন তার বোধগম্যতাকে জ্ঞাপন করতে এবং যিহোবা, তাঁর বাক্য ও তাঁর সংগঠনের প্রতি উপলব্ধিবোধ গড়ে তুলতে শিক্ষাদানের পদ্ধতিগুলিকে উত্তমভাবে ব্যবহার করা প্রয়োজন। প্রাচীন এবং পরিচারক দাসেরা ভালভাবে প্রস্তুতি করার দ্বারা, বিষয়বস্তুটিকে ঘিরে তাদের বক্তৃতাকে কেন্দ্রীভূত করার দ্বারা, নিশ্চয়তার সাথে কথা বলার এবং বিষয়বস্তুটিকে জীবন্ত করে তোলার দ্বারা এটি সম্পাদন করতে পারেন। (ইব্রীয় ৪:১২) সময়সীমার মধ্যে বক্তার বক্তৃতাটি রাখাও গুরুত্বপূর্ণ। “অল স্ক্রিপচার্স” (ইংরাজি) বইটি বাইবেলের পদের দ্বারা পরিপূর্ণ এবং রোমাঞ্চকর শাস্ত্রীয় বিষয়বস্তুর এক অলঙ্কারকে তুলে ধরে যা আমাদের আধ্যাত্মিকভাবে উপকৃত করতে পারে। ঘোষণাকারী (ইংরাজি) বইটি যিহোবার সাক্ষীদের দৃশ্যত সংগঠনের আধুনিক-দিনের ইতিহাসকে অন্তর্ভুক্ত করে এবং সেই ব্যক্তিদের যারা বিশ্বাস, উদ্যোগ, ভক্তি ও প্রেম প্রদর্শন করেছিল তাদের বাস্তব জীবনের ঘটনাবলীকে বর্ণনা করে। আমাদের ঐশিক উত্তরাধিকার সম্বন্ধে এবং আধুনিক সময়ে যিহোবা যেভাবে তাঁর লোকেদের আশীর্বাদ করেছেন তার সম্বন্ধে অনেক কিছু শেখার আছে। উপাসনায় ঐক্যবদ্ধ (ইংরাজি) বইটি আমাদের যিহোবার ব্যক্তিত্ব সম্বন্ধে গভীর অন্তর্দৃষ্টি লাভ করতে এবং বাইবেলের নীতিগুলিকে ব্যক্তিগতভাবে প্রয়োগ করতে সাহায্য করে।
৪ বাইবেল পাঠ থেকে প্রধান বিষয়গুলি তুলে ধরা: যে ভাইয়েরা এই বক্তৃতাটি দেওয়ার জন্য নির্বাচিত হন তাদের নির্দিষ্ট কিছু পদ নির্বাচন করা উচিত যা মণ্ডলীর উপকারের জন্য বাস্তবধর্মী উপায়ে প্রয়োগ করা যেতে পারে। এর জন্য প্রয়োজন নির্বাচিত অধ্যায়গুলি পড়া, সেগুলির উপর ধ্যান করা এবং বিষয়টি খুঁজে পেতে নির্বাচিত পদগুলিকে গবেষণা করা যা সেই শাস্ত্রপদগুলির অর্থকে স্পষ্ট করবে। ওয়াচ টাওয়ার পাব্লিকেশন ইনডেক্স (ইংরাজি) এর পিছনের পৃষ্ঠায় “শাস্ত্রীয় ইনডেক্স” রয়েছে যেটি বাইবেলের নির্দিষ্ট পদগুলি সম্বন্ধে তথ্যাদি নির্দেশ করার ক্ষেত্রে সাহায্যকারী হতে পারে। যে ভাইয়েরা এই অংশটি পরিচালনা করবেন তাদের বিচক্ষণ হতে হবে এবং অতিরিক্ত অপ্রাসঙ্গিক বিষয়বস্তু প্রস্তুত করা এড়িয়ে চলতে হবে। যুক্তিযুক্তভাবে ছয় মিনিটে শেষ করা যেতে পারে তার চাইতে বেশি বিষয়বস্তু প্রস্তুত করা উচিত নয়।
৫ আমরা সকলেই ঐশিক পরিচর্য্যা বিদ্যালয় থেকে উপকৃত হতে পারি। এটি আমাদের কথা বলা ও শিক্ষা দানের ক্ষমতাকে উন্নতি করতে সাহায্য করতে পারে। এই ব্যবস্থার পূর্ণ সদ্ব্যবহার করা নিশ্চিতরূপে আমাদের ‘উন্নতি সকলের কাছে প্রত্যক্ষ করতে’ সাহায্য করবে।—১ তীম. ৪:১৫.