গৃহে না থাকার তালিকা কেন রাখবেন?
১ এক সাক্ষী দম্পতি দিনের প্রারম্ভে ক্ষেত্র পরিচর্যায় গিয়েছিলেন। সেই দিনেরই পরবর্তী কোন এক সময়ে তারা সেই এলাকায় যারা গৃহে ছিল না তাদের সাথে পুনরায় সাক্ষাৎ করতে যান। একজন ব্যক্তি তাদের ভিতরে আমন্ত্রণ জানায় এবং মনোযোগ সহকারে তাদের কথা শোনে। সে অনন্তকাল বইটি নেয় ও পুনরায় সাক্ষীদের আসতে বলে। সে পূর্বে কখনও যিহোবার সাক্ষীদের সাথে কথা বলেনি আর তার মনে অনেক প্রশ্ন ছিল যার উত্তর সে জানতে চেয়েছিল; একটি বাইবেল অধ্যয়ন শুরু হয়। এইধরনের মেষতুল্য ব্যক্তিদের খুঁজে বার করে এই দম্পতিটি খুবই আনন্দিত হয়েছিলেন। ওই ধরনের অভিজ্ঞতা আপনিও কি লাভ করতে চান? গৃহে না থাকার এক উত্তম তালিকা রাখা এবং শীঘ্রই পুনর্সাক্ষাৎ করা হয়ত আপনার জন্য তা লাভ করতে সম্ভব করতে পারে।
২ গৃহে না থাকার একটি সঠিক তালিকা রাখতে এবং শীঘ্রই পুনর্সাক্ষাৎ করতে আমাদের বার বার উপদেশ দেওয়া হয়েছে। যেমন উপরের অভিজ্ঞতাটি দেখায়, একই দিনে আর একটি সাক্ষাৎ হয়ত পরমোৎকৃষ্ট ফল আনতে পারে। হয়ত যখন আমরা নির্বাচিত এলাকা সম্পূর্ণ করতে মনোযোগী হই, তখন হয়ত আমরা যারা গৃহে থাকে না তাদের তালিকা রাখার ক্ষেত্রে অতটা মনোযোগী হই না। কেউ কেউ বলে: ‘আমরা আমাদের এলাকায় প্রত্যেক দুই কিংবা তিন সপ্তাহ অন্তর কাজ করি; সেখানে এইধরনের কোন তালিকা রাখার প্রয়োজন নেই কারণ যেভাবে হোক আমরা শীঘ্রই সেখানে ফিরে যাব।’ কিন্তু একটি তালিকা রাখা আমাদের আরও বেশি কারণ যোগায়। যেখানে বার বার এলাকাতে কাজ করা হয়, সেখানে যারা গৃহে থাকে না তাদের কাছে ফিরে যাওয়া আমাদের যোগ্য ব্যক্তিদের খুঁজে বার করতে আরও পুঙ্খানুপুঙ্খ হতে সাহায্য করে। কিন্তু কিভাবে?
৩ বহু এলাকায় অধিবাসীদের শতকরা ৫০ ভাগ অথবা তার বেশি, দিনের বেলায় গৃহে থাকে না। তাই বাস্তবে, আমাদের গৃহে না থাকার তালিকার উপর আরও বেশি মনোযোগ দেওয়ার দ্বারা আমরা আরও বেশি এলাকা কাজের জন্য খুঁজে পাই। এমনকি যদি এলাকাটিতে খুব একটা কাজ না হয়ে থাকে, তাহলে এলাকাটিতে কাজ হয়ে গেছে বলে চিহ্নিত করার আগে যদি প্রত্যেকের কাছে পৌঁছাতে প্রচেষ্টা করা হয়, তাহলে আমরা ফলাফল আরও উন্নত করতে পারি।
৪ গৃহে থাকে না এমন ব্যক্তিদের কাছে সাধারণত পরের দিন, বা সপ্তাহের মধ্যেই কোন এক দিন ফিরে যাওয়ার ব্যবস্থা করা বাঞ্ছনীয়। অনেকেই দেখেছেন দিনে এবং যে সময়ে প্রথম সাক্ষাৎ করা হয়েছিল সেই সময় না গিয়ে অন্য সময় পুনর্সাক্ষাৎ করা সবচেয়ে ভাল। আপনি হয়ত যারা গৃহে থাকে না তাদের পুনর্সাক্ষাৎ করতে শনিবার কিংবা রবিবারে কিছুটা সময় ব্যয় করা বেছে নিতে পারেন। আর একটি সম্ভাবনা হিসাবে, অনেক মণ্ডলী দেখেছে যে বিকালের দিকে এইধরনের সাক্ষাৎ ফলপ্রদ হয়েছে। তারা হয়ত অর্ধেকেরও বেশি বাসিন্দাদের গৃহেতে পেতে পারে।
৫ আপনার ব্যক্তিগত তালিকায় পুনর্সাক্ষাৎগুলি আপনি লিখে রাখুন। যে গৃহে ছিল না সেখানে যদি আপনি ফিরে যেতে সমর্থ না হন, তাহলে আপনার গৃহে না থাকার তালিকাটি যিনি দলটি পরিচালনা করছেন সেই ভাইকে দিন, যাতে সেই এলাকায় যাওয়ার সময় অন্য দলটি সেই তালিকাটি ব্যবহার করতে পারে।
৬ আমাদের পরিচর্যার এই বিষয়টিতে গভীর মনোযোগ দেওয়া আমাদের ফলপ্রসূ করতে পারে ও সেইসঙ্গে আমাদের আনন্দকে বৃদ্ধি করতে পারে। এটি আমাদের পরিতৃপ্তি দিতে পারে যা আসে আমরা যে মেষতুল্য ব্যক্তিদের পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করেছি ও যত্ন নিয়েছি তা উপলব্ধি করার ফল থেকেই।—যিহি. ৩৪:১১-১৪.