লোকেদের যখন ঘরে পাওয়া যায় না
১ অনেক এলাকায় লোকেদেরকে ঘরে পাওয়া দিন দিন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই ‘বিষম সময়ে’ অনেকে কেবলমাত্র ভরণপোষণ জোগানোর জন্যই ঘন্টার পর ঘন্টা কাজ করতে বাধ্য হয়। (২ তীম. ৩:১) কেউ কেউ হয়তো টাকাপয়সা খরচ করার জন্য অথবা আনন্দফূর্তি করার জন্য ঘর থেকে দূরে থাকে। কীভাবে আমরা এই ধরনের লোকেদের কাছে সুসমাচার পৌঁছে দিতে পারি?
২ সঠিক রেকর্ড রাখুন: প্রথম ধাপটা হচ্ছে, যাদের ঘরে পাওয়া যায়নি তাদের রেকর্ড রাখা। এটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, যদি আপনি আপনার এলাকায় প্রায়ই কাজ করে থাকেন। আপনি কি রাস্তার নাম, টেরিটরি কার্ড নম্বর, আপনার নাম এবং তারিখ লিখে রাখেন? আপনি হয়তো কিছু জায়গা খালি রেখে দিতে পারেন, যাতে আপনি অথবা অন্য প্রকাশক যখন ঘরে পাওয়া যায়নি এমন ঘরগুলোতে কাজ করতে ফিরে যান, তখন আরও কিছু তথ্য লিখতে পারেন। সাক্ষ্যদানের সময়কালের শেষে, টেরিটরি কার্ড যার কাছে রয়েছে তিনি যদি ঘরে পাওয়া যায়নি সেই ঘরগুলোতে আপনাকে কাজ করতে দিতে সম্মত না হন, তা হলে এই রেকর্ড বা নোটগুলো তাকে দেওয়ার কথা মনে রাখুন। যে-আগ্রহী ব্যক্তিদের কাছে আপনি নিজে পুনর্সাক্ষাৎ করতে চান, সেগুলোর রেকর্ড রাখার জন্য আপনি একটা আলাদা কাগজ ব্যবহার করুন।
৩ অন্য সময়ে যাওয়ার চেষ্টা করুন: সম্ভবত যাদেরকে কাজের দিনগুলোতে ঘরে পাওয়া যায়নি, তাদেরকে সন্ধ্যায় অথবা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঘরে পাওয়া যেতে পারে। আপনি কি আরও উপযুক্ত সময়ে ফিরে যাওয়ার জন্য আপনার তালিকায় রদবদল করতে পারেন? (১ করি. ১০:২৪) যদি না পারেন, তা হলে আপনি হয়তো ঘরে পাওয়া যায়নি এমন ঘরগুলোতে সেই প্রকাশককে যেতে বলতে পারেন, যিনি অন্য সময়ে যেতে পারবেন। নতুবা, আপনি হয়তো ঘরে পাওয়া যায়নি এমন ব্যক্তিদের কাছে চিঠি লিখতে পারেন অথবা টেলিফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। যে-সমস্ত প্রকাশক তাদের স্বাস্থ্যগত সমস্যার কারণে ঘরে ঘরে প্রচার কাজে খুব বেশি অংশ নিতে পারে না, তারা হয়তো এই কাজে আপনাকে সঙ্গ দিতে পেরে খুশি হবে।
৪ একটা ঘটনা, ঘরে পাওয়া যায়নি এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করার গুরুত্ব সম্বন্ধে স্পষ্ট করে। প্রকাশকরা তিন বছর ধরে বার বার একটা বাড়িতে ফিরে যাওয়ার পর, শেষ পর্যন্ত একদিন গৃহকর্ত্রীর দেখা পেয়েছিল। দেখা হওয়ায় জানা গিয়েছিল যে, তিনি এতদিন ধরে একজন সাক্ষির অপেক্ষায় ছিলেন, যাতে পুনরায় বাইবেল অধ্যয়ন শুরু করতে পারেন, যা তিনি সেই এলাকায় চলে আসার আগে করছিলেন।
৫ এলাকা শেষ করুন: কখন বলা যেতে পারে যে, একটা এলাকায় কাজ শেষ হয়ে গিয়েছে? সাধারণত, এটা বলা যায় যখন প্রতিটা বাড়িতে কারো সঙ্গে যোগাযোগ করার যুক্তিযুক্ত প্রচেষ্টা করা হয়েছে। ঘরে পাওয়া যায়নি এমন ঘরগুলোতে কৌশলতার সঙ্গে একটা ট্র্যাক্ট অথবা একটা পুরোনো পত্রিকা ছেড়ে আসা উপযুক্ত হবে, বিশেষ করে সেই এলাকাগুলোতে যেখানে মাঝেমধ্যে কাজ করা হয়ে থাকে। একটা এলাকা চার মাসের মধ্যে শেষ হওয়া উচিত। এরপর সেই কার্ড ফিরিয়ে দেওয়া উচিত যাতে টেরিটরি পরিচারক তার রেকর্ডকে নতুন করতে পারেন।
৬ আমরা চাই যেন যত বেশি লোকেরা সম্ভব, যিহোবার (NW) নামে ডাকতে শেখার ও পরিত্রাণ পাওয়ার সুযোগ পায়। (রোমীয় ১০:১৩, ১৪) এদের অন্তর্ভুক্ত সেই লোকেরা, যারা আমরা যখন ঘরে ঘরে প্রচার করি, তখন ঘরে থাকে না। প্রেরিত পৌলের মতো আপনিও “ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার” আকাঙ্ক্ষা গড়ে তুলুন।—প্রেরিত ২০:২৪.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. ঘরে ঘরে পরিচর্যা করার ক্ষেত্রে একটা সাধারণ সমস্যা কী?
২. কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, ঘরে পাওয়া যায়নি এমন ঘরগুলোতে পুনর্সাক্ষাৎ করা হবে?
৩. ঘরে পাওয়া যায়নি এমন ব্যক্তিদের কাছে পৌঁছানোর জন্য কোন পরামর্শগুলো রয়েছে?
৪. কোন বিষয়টা ঘরে পাওয়া যায়নি এমন ঘরগুলোতে ফিরে যাওয়ার গুরুত্ব সম্বন্ধে তুলে ধরে?
৫. কখন বলা যেতে পারে যে, একটা এলাকায় কাজ শেষ হয়ে গিয়েছে?
৬. কেন আমাদের এলাকার প্রত্যেকের কাছে সুসমাচার পৌঁছে দেওয়ার চেষ্টা করা উচিত?