পিতামাতারা যারা আনন্দিত!
১ যদি তুমি খ্রীষ্টীয় গৃহের একজন যুবক ব্যক্তি হও, তাহলে বিশেষ উপায় রয়েছে যাতে তুমি তোমার পিতামাতাকে খুশি করতে পার। যদি তুমি ধার্মিকতার পথ অনুধাবন কর, তাহলে ‘তোমার পিতামাতা আনন্দিত হবেন।’ (হিতো. ২৩:২২-২৫) স্বভাবতই তোমার পিতামাতারা তোমার জন্য যেটি সবচেয়ে ভাল সেটিই চান। সত্যকে তোমার নিজের করে নেওয়া এবং যিহোবার কাছে তোমার জীবন উৎসর্গ করতে দেখার চাইতে আর কোন কিছুই তাদের খুশি করতে পারে না।
২ পিতামাতা সত্যে থাকার জন্য তুমি কৃতজ্ঞ হতে পার। তোমার জন্ম থেকেই তারা তোমাকে খাদ্য, বস্ত্র ও বাসস্থান যুগিয়ে এবং তোমার অসুস্থতার সময়ে সেবাশুশ্রূষা করে এসেছেন। এমনকি আরও গুরুত্বপূর্ণ হল যে, তারা তোমাকে যিহোবা ও তাঁর ধার্মিক পথ সকলের বিষয়ে শিক্ষা দিতে কঠোর প্রচেষ্টা করেছেন; এটি হল সেই শিক্ষা যা তোমার অনন্ত জীবনকে সুনিশ্চিত করে। (ইফি. ৬:১-৪) কিন্তু কী করে তুমি তোমার উপলব্ধিবোধ দেখাতে পার?
৩ সত্যকে তোমার নিজের করে নাও: সত্যকে গম্ভীরভাবে গ্রহণ করে নিতে, আধ্যাত্মিক উন্নতি করতে এবং যিহোবার সংগঠনের সাথে ঘনিষ্ঠ থাকতে তোমাকে শিক্ষা দিতে তোমার পিতামাতারা চেষ্টা করেছেন। বাধাকে উপেক্ষা করে পারিবারিক অধ্যয়নে আগ্রহ গ্রহণ করার দ্বারা তুমি উপলব্ধিবোধ দেখাতে পার। সভাগুলিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ কর, নিজেকে প্রস্তুত রেখে যাতে করে পরিবারের সকলে সময়মত পৌঁছাতে পারে। সভাগুলি চলাকালীন তোমার পিতামাতার সঙ্গে বস এবং যে প্রকাশনাগুলি অধ্যয়ন করা হচ্ছে তা অনুসরণ করার দ্বারা গভীর মনোযোগ দাও। মন্তব্য করার দ্বারা সভাগুলিতে অংশ নেওয়ার জন্য এগিয়ে যাও। কার্যভার গ্রহণ এবং তা পরিপূর্ণ করতে তোমার সর্বোত্তমটি করার দ্বারা নিজেকে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে একজন ইচ্ছুক ছাত্র হতে দেখাও। কিংডম হলের চারপাশে করণীয় কাজগুলির যত্ন নিতে সাহায্য করার জন্য ইচ্ছুক হও, যেখানে তোমার সাহায্য উপকারী হবে। এইধরনের কাজকর্মে অন্তর্ভুক্ত হওয়া আধ্যাত্মিক দিক দিয়ে তোমার জন্য যেটি মঙ্গল তার উপর তোমার হৃদয় কেন্দ্রীভূত করতে পারে।
৪ প্রগতিমূলক লক্ষ্যগুলি স্থাপন কর: প্রকাশক হিসাবে যোগ্য হতে ইচ্ছা দেখিয়ে ক্ষেত্র পরিচর্যায় অর্থপূর্ণ অংশ গ্রহণের জন্য এগিয়ে যাও। সাপ্তাহিক বাইবেল পড়া বজায় রাখ অথবা আরও লাভজনক হল তুমি নিজেই সম্পূর্ণ বাইবেলটি পড়। মনে মনে দৃঢ়সঙ্কল্পবদ্ধ থাক যে উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের জন্য তুমি শর্তগুলি পূর্ণ করতে চলেছে। স্কুলেতে শিক্ষা লাভের ক্ষেত্রে বিচক্ষণতার সাথে বিষয়বস্তু বেছে নেওয়ার ব্যাপারে তোমার পিতামাতা তোমাকে সাহায্য করতে পারেন এই দৃষ্টিভঙ্গি নিয়ে যে তা যেন তোমাকে যিহোবার পরিচর্যায় পূর্ণ অংশ নিতে তোমাকে সজ্জিভূত করে। সেই ধরনের সুনাম গড়ে তোলার প্রতি মনোযোগ রাখ যা অন্যদের প্রণোদিত করবে বিশেষ সুযোগগুলি যেমন অগ্রগামীরূপে অথবা বেথেল পরিচর্যায় তোমাকে সুপারিশ করতে। (প্রেরিত ১৬:১, ২) লক্ষ্যগুলি অর্জন করা তোমাকে সাহায্য করতে পারে “আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিশ্চিত করতে, যাতে তুমি . . . ধার্মিকতার ফলে পূর্ণ হও।”—ফিলি. ১:১০, ১১, NW.
৫ যৌবনকাল হল অন্যদের সাথে আচরণের ক্ষেত্রে শেখার, অভিজ্ঞতা অর্জন ও দক্ষতা লাভ করার সময়। এটি হল এমন সময় যখন তুমি সেই সব চাপ ও দায়িত্বগুলি ছাড়াই জীবন উপভোগ করতে পার যা প্রাপ্তবয়স্কে পৌঁছানোর সাথে সাথে আসে। শলোমন বলেছিলেন: “হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ কর, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করুক।” (উপ. ১১:৯) তোমার যৌবনকালে তুমি যদি তোমার হৃদয় যিহোবার পরিচর্যার উপর স্থাপন কর, তাহলে তুমি আশীর্বাদ লাভ করবে যা হবে চিরস্থায়ী।—১ বংশা. ২৮:৯.
৬ যদি তুমি “যৌবনকালের অভিলাষের” পরিবর্তে “ধার্ম্মিকতা . . . অনুধাবন কর,” তাহলে তুমি তোমার পিতামাতাকে চিন্তার ও মর্মবেদনার এক ভারি বোঝা থেকে মুক্ত করবে। (২ তীম. ২:২২) তোমার হৃদয়কে আনন্দের একটি কারণ দেবে। (হিতো. ১২:২৫) সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি তোমার সৃষ্টিকর্তা, যিহোবা ঈশ্বরের প্রতি আনন্দ আনবে।—হিতো. ২৭:১১.