ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৬ পৃষ্ঠা ১
  • দিবারাত্র পবিত্র আরাধনা নিবেদন করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • দিবারাত্র পবিত্র আরাধনা নিবেদন করুন
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এপ্রিল—“পরিশ্রম ও প্রাণপণ” করার সময়
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সদাচরণের পক্ষে উদ্যোগী হোন!
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যা সভা যে-উদ্দেশ্যসাধন করে
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • খ্রীষ্টানেরা সেবা করে আনন্দ পান
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৬ পৃষ্ঠা ১

দিবারাত্র পবিত্র আরাধনা নিবেদন করুন

১ এক অসাধারণ সুযোগ আমাদের জন্য প্রসারিত রয়েছে। এটি হচ্ছে যিহোবার সাক্ষী হওয়া। আমরা জগদ্ব্যাপী সুসমাচার প্রচারক সংগঠনের অংশস্বরূপ যা কখনও গৃহীত হয়নি এমন বৃহদাকার রাজ্য-ঘোষণার কাজ সম্পন্ন করার জন্য যিহোবার দ্বারা ব্যবহৃত হচ্ছে! (মার্ক ১৩:১০) আমাদের সময়ের তৎপরতার পরিপ্রেক্ষিতে আমরা কি এই কাজে অংশগ্রহণের ক্ষেত্রে সম্ভাব্য পূর্ণ প্রচেষ্টা করছি?

২ আমরা জানি না, শেষ পর্যন্ত কতজন আমাদের প্রচারে সাড়া দেবে? যিহোবা আমাদের নিশ্চয়তা দেন যে এটি হবে “বিস্তর লোক” যাদের সকলকে শনাক্ত করা হয় তাদের “দিবারাত্র . . . তাঁহার আরাধনা” নিবেদন করার দ্বারা। (প্রকা. ৭:৯, ১৫) বর্তমানে পঞ্চাশ লক্ষের অধিক সাক্ষীরা যারা ইতিমধ্যেই ঈশ্বরের সেবায় ব্যস্ত, তারা শুধুমাত্র আগ্রহী শ্রোতা বা নিছক সভায় যোগদানকারী নয়। তারা কার্যকারী ব্যক্তি, যারা জগদ্ব্যাপী সুসমাচার ঘোষণা করে!

৩ প্রত্যেক দিন যিহোবাকে প্রশংসা করার সুযোগ আমাদের রয়েছে, হয় তা ক্ষেত্রের পরিচর্যার মাধ্যমে অথবা রীতিবহির্ভূতভাবে। সেই বৃহৎ সাক্ষ্যদান সম্বন্ধে চিন্তা করুন যা করা সম্ভব হতে পারত যদি আমাদের প্রত্যেক জন প্রতিদিন কেবল একজন ব্যক্তির সাথে সত্যকে বন্টন করে নেওয়ার জন্য সক্রিয় পদক্ষেপ নিত। যিহোবার প্রতি আমাদের উপলব্ধিবোধ আমাদের উদ্যমের সাথে তাঁর সম্বন্ধে কথা বলতে পরিচালিত করা উচিত।—গীত. ৯২:১, ২.

৪ অন্যদের পবিত্র আরাধনা নিবেদন করতে সাহায্য করুন: যিহোবা বৃদ্ধি দিয়ে আমাদের ক্রমাগত আশীর্বাদ করে চলেছেন। (হগয় ২:৭) ভারতবর্ষে গত পরিচর্যা বছরে প্রতি মাসে গড়ে ১৩,১০৫টি গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালিত হয়েছিল। এই ব্যক্তিদের সাথে অধ্যয়ন করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য হল তাদের যীশুর শিষ্য হতে সাহায্য করা। (মথি ২৮:১৯, ২০) তাদের মধ্যে অনেকে ইতিমধ্যেই নিয়মিতভাবে সভায় উপস্থিত হওয়ার মাধ্যমে উত্তম অগ্রগতী করেছে। তারা তাদের পরিচিতজনদের সাথে “ঈশ্বরের মহৎ মহৎ কর্ম্মের কথা” যা তারা শিখেছে, তা বলতে শুরু করেছে। (প্রেরিত ২:১১) তারা কি এখন জনসাধারণ্যে পরিচর্যায় অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হতে পারে?

৫ এপ্রিল মাসে যোগ্য এমন নতুন ব্যক্তিদের আমাদের সাথে ক্ষেত্র পরিচর্যায় অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানোয় আমাদের বিশেষ প্রচেষ্টা করা উচিত। আপনার ছাত্র কি এটি করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে? যদি তাই হয়, তাহলে সে কি শাস্ত্রীয় চাহিদাগুলি পূর্ণ করছে? (আমাদের পরিচর্যা (ইংরাজি) বইয়ের ৯৭-৯ পৃষ্ঠা দেখুন।) যখন ছাত্র ক্ষেত্র পরিচর্যায় অংশ নিতে ইচ্ছা প্রকাশ করে, তার বিষয়ে পরিচালক অধ্যক্ষের সাথে আলোচনা করুন যিনি বিষয়টি পরীক্ষার জন্য দুজন প্রাচীনের ব্যবস্থা করবেন। যদি সেই ছাত্র এক অবাপ্তাইজিত প্রকাশক হিসাবে উপযুক্ত বলে বিবেচিত হয়, তাহলে আপনার সাথে পরিচর্যায় যোগ দিতে তাকে আমন্ত্রণ জানান। পরিচর্যা অধ্যক্ষ ও বুকস্টাডি পরিচালকদের বিশেষভাবে তাদের সাহায্য করার জন্য সজাগ থাকা উচিত যারা হয়ত এপ্রিল মাসে প্রচার শুরু করার জন্য যোগ্য বিবেচিত হবেন।

৬ পিতামাতারা বিবেচনা করবেন তাদের সন্তানেরা অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার উপযুক্ত হয়েছে কি না। (গীত. ১৪৮:১২, ১৩) যদি আপনার সন্তান নিজেকে রাজ্যের সেবায় নিযুক্ত করতে ইচ্ছুক হয় এবং তার আচরণ উত্তম হয়, পরিস্থিতিটির বিষয়ে আলোচনা করার জন্য আপনি পরিচর্যা কমিটির একজন প্রাচীনের নিকট উপস্থিত হতে পারেন। আপনার ও আপনার সন্তানের সাথে আলোচনার পর সে প্রকাশক হিসাবে গণ্য হওয়ার যোগ্য কি না দুজন প্রাচীন তা স্থির করবেন। এটি আনন্দের বিশেষ কারণস্বরূপ হয় যখন সন্তানেরা আমাদের সাথে ঈশ্বরের প্রশংসায় যোগ দেয়!

৭ একমাত্র যিহোবাই আমাদের পবিত্র আরাধনা পাওয়ার যোগ্য। (লূক ৪:৮) আসুন আমরা প্রত্যেকে তাঁকে “অতিশয়” প্রশংসা করার আমাদের এই অপূর্ব সুযোগ ব্যবহার করি।—গীত. ১০৯:৩০; ১১৩:৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার