ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/৯৬ পৃষ্ঠা ৭
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • শিষ্যকরণের জরুরি কাজের প্রতি এক প্রগতিশীল দৃষ্টি
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • জ্ঞান বইটির সাহায্যে কিভাবে শিষ্য তৈরি করা যায়
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রশ্ন বাক্স
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বাইবেল ছাত্রদের বাপ্তিস্ম নেওয়ার জন্য উন্নতি করতে সাহায্য করুন—ভাগ ২
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/৯৬ পৃষ্ঠা ৭

প্রশ্ন বাক্স

◼ জ্ঞান বইটির দ্বারা একজন ব্যক্তির সাথে কতদিন যাবৎ নিয়মিত বাইবেল অধ্যয়ন পরিচালনা করা উচিত?

বর্তমান সময়ে যিহোবা তাঁর সংগঠনকে আশীর্বাদ করছেন। আমরা প্রতি বছর এর প্রমাণ দেখতে পাই যখন হাজার হাজার নতুন ব্যক্তিরা সত্যের পক্ষে পদক্ষেপ নেয়। এটি সম্পাদন করার ক্ষেত্রে জ্ঞান বইটি একটি কার্যকারী উপকরণ রূপে প্রমাণিত হচ্ছে। জানুয়ারি ১৫, ১৯৯৬, প্রহরীদুর্গ এর সংখ্যা উল্লেখ করেছিল যে এই বইটি এক বাইবেল ছাত্রকে দ্রুত আধ্যাত্মিক উন্নতি করতে সাহায্যের জন্য প্রস্তুত করা হয়েছে, সম্ভবত কয়েক মাসের মধ্যে বাপ্তিস্মের লক্ষ্যে পৌঁছাতে।

এই কারণে, সেই একই প্রহরীদুর্গ এর পৃষ্ঠা ১৭ পরামর্শ দেয়: “একজন ব্যক্তির জ্ঞান বই থেকে বাইবেল অধ্যয়ন শেষ করার এবং বাপ্তিস্ম গ্রহণের পর, হয়ত দ্বিতীয় কোন বই দিয়ে তার সাথে আর নিয়মিত অধ্যয়ন করার প্রয়োজন নাও হতে পারে।”

সেই ব্যক্তি সম্বন্ধে কী যে জ্ঞান বইটি শেষ করার পরও বাপ্তিস্মিত হয়নি? জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-র পৃষ্ঠা ৬ এর ২৩ অনুচ্ছেদ, আমাদের সেই একই ছাত্রের সাথে জ্ঞান বইটি শেষ করার পর অতিরিক্ত কোন বই অধ্যয়ন না করা সম্বন্ধীয় প্রহরীদুর্গ-এ উল্লেখিত বিষয়টির কথা মনে করিয়ে দিয়েছিল। এর অর্থ কি এই যে আমরা বাইবেল ছাত্রকে এর চেয়ে অধিকতর সাহায্য করার ব্যাপারে আগ্রহী নই? না। আমরা চাই লোকেরা সত্যের প্রাথমিক জ্ঞান লাভ করুক। কিন্তু, এটি আশা করা যায় যে অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে একজন কার্যকারী শিক্ষক একজন আন্তরিক সাধারণ ছাত্রকে, যিহোবাকে সেবা করার জন্য বিজ্ঞ সিদ্ধান্ত নিতে পর্যাপ্ত জ্ঞান অর্জন করার জন্য সাহায্য করতে সক্ষম হবে। হয়ত এটা সম্ভব হতে পারে কারণ তাদের ব্যক্তিগত পরিস্থিতির দরুন, কিছু বাইবেল ছাত্র সপ্তাহে এমনকি একবারের বেশি অধ্যয়ন করতে চাইবে।

এটি স্বীকার্য, কিছু ছাত্র অন্যদের চাইতে আরও ধীরে ধীরে উন্নতি করবে। কিন্তু জ্ঞান বইটি অধ্যয়ন করার পর, যেটি হয়ত এই ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিয়েছে, যদি সেই ব্যক্তি তখনও স্থির না করে যে সে মণ্ডলীর সাথে মেলামেশা করতে চায়, তাহলে প্রকাশকের উচিত পরিস্থিতিটি নিয়ে মণ্ডলীর পরিচর্যা কমিটির এক প্রাচীনের সাথে আলোচনা করা। যদি নিয়ম হ্রাসের প্রয়োজন আছে এমন অথবা অসাধারণ পরিস্থিতি জড়িত থাকে, তাহলে হয়ত অতিরিক্ত সাহায্য দেওয়ার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে। এটি সেই নীতিটির সাথে সামঞ্জস্যপূর্ণ যেটি উল্লেখ করা হয়েছে জানুয়ারি ১৫, ১৯৯৬, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ১৭ এর ১১ এবং ১২ অনুচ্ছেদে।

এমনকি সত্যের প্রাথমিক জ্ঞান নেওয়ার প্রতি উপলব্ধিবোধ ছাত্রকে খ্রীষ্টীয় সভাগুলিতে যোগদান করতে পরিচালিত করা উচিত। এটি ছাত্রকে যিহোবাকে সেবা করার তার ইচ্ছার প্রতি আরও স্পষ্ট প্রমাণ যোগাতে পরিচালিত করবে। এক প্রসারিত সময় ধরে জ্ঞান বইটির অধ্যয়ন পরিচালনা করার পরও যদি এইধরনের কোন আধ্যাত্মিক উপলব্ধি দেখা না যায়, তাহলে অধ্যয়ন বন্ধ করার উপদেশ দেওয়া হয়ে থাকে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার