কেন আমরা ফিরে যেতে থাকব?
১ আপনি কি কখনও নিজেকে এই প্রশ্নটি করেছেন, সম্ভবত যখন আপনি কোন এক দিন পরিচর্যার জন্য প্রস্তুত হচ্ছিলেন? বর্তমানে, ভারতের মণ্ডলীগুলিকে সোসাইটির কাছ থেকে এক বছরে তারা কেবলমাত্র যতখানি পরিমাণ এলাকা সম্পূর্ণ করতে পারবে, তার জন্যই অনুরোধ করতে বলা হয়েছে, আমাদের মধ্যে কেউ কেউ যারা নিয়মিতভাবে নতুন এলাকাগুলিতে কাজ করতে অভ্যস্ত ছিল তারা প্রতি বছর সেই একই এলাকায় ফিরে যাওয়া অস্বাভাবিক বলে মনে করে। কিছু জায়গায় যেখানে আমাদের এলাকায় বারংবার কাজ করা হয়েছে, সেখানে গৃহকর্তারা হয়ত আমাদের শনাক্ত করতে পারে আমরা কারা এবং শীঘ্রই আমাদের ফিরিয়ে দেয়। কেবলমাত্র খুব অল্পই হয়ত অনুকূলভাবে সাড়া দিয়ে থাকে। তবুও, কেন আমরা ফিরে যেতে থাকি তার পিছনে অনেক জোরালো কারণগুলি রয়েছে।
২ প্রথমতঃ, শেষ না আসা পর্যন্ত রাজ্যের বার্তা নিয়মিতভাবে প্রচার করে চলার জন্য আমাদের আদেশ দেওয়া হয়েছে। (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০) ভাববাদী যিশাইয় চিন্তা করেছিলেন কতদিন তাকে তার প্রচার কাজ ক্রমাগত চালিয়ে যেতে হবে। যে উত্তরটি তিনি পেয়েছিলেন সেটি যিশাইয় ৬:১১ পদে লিপিবদ্ধ আছে। এই সম্বন্ধে কোন প্রশ্ন থাকতে পারে না—যে তাকে বলা হয়েছিল ঈশ্বরের বার্তা নিয়ে লোকেদের কাছে ক্রমাগত ফিরে যেতে। অনুরূপভাবে আজকের দিনে, যদিও তারা হয়ত আমাদের ফিরিয়ে দেয়, যিহোবা আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন যে আমরা যেন আমাদের এলাকায় বসবাসরত লোকেদের কাছে নিয়মিতভাবে সাক্ষাৎ করে চলতে থাকি। (যিহি. ৩:১০, ১১) এটি হল একটি পবিত্র দায়িত্ব, যা আমাদের উপরে অর্পণ করা হয়ছে।—১ করি. ৯:১৭.
৩ আমাদের ক্রমাগত ফিরে যেতে থাকার আর একটি কারণ হল যে এটি যিহোবার প্রতি আমাদের গভীর ভক্তি দেখাতে আমাদের জন্য একটি সুযোগ দান করে। (১ যোহন ৫:৩) এছাড়াও, যখন আমরা মানবজাতির জন্য নিকট ভবিষ্যৎ কী ধারণ করে সেই বিষয়ে গভীরভাবে চিন্তা করি, তখন কিভাবে আমরা প্রেমপূর্ণভাবে আমাদের প্রতিবেশীদের সতর্ক করার চেষ্টা থেকে নিজেদের বিরত করতে পারি? (২ তীম. ৪:২; যাকোব ২:৮) আমাদের কার্যভার বহন করে চলার ক্ষেত্রে আমাদের বিশ্বস্ত হওয়া তাদের জন্য পুনরাবৃত্তভাবে সুযোগ প্রদান করে ঈশ্বরের পরিত্রাণের বার্তার প্রতি সাড়া দিতে, যাতে করে তারা এটি বলতে সক্ষম না হয় যে তাদের সতর্ক করা হয়নি।—যিহি. ৫:১৩.
৪ অতিরিক্তভাবে, আমরা কখনও জানি না যে কখন কিছু লোকের হৃদয়ের পরিবর্তন হবে। এটি ঘটতে পারে তাদের ব্যক্তিগত পরিস্থিতির পরিবর্তন, তাদের পরিবারে কোন মর্মান্তিক ঘটনা অথবা জগৎ পরিস্থিতি, যা তাদের ভবিষ্যৎ সম্বন্ধে গম্ভীরভাবে চিন্তা করার কারণস্বরূপ হয়, তার ফলে। অপরপক্ষে, তাদের দ্বারে আমাদের এমন কিছু বলা হয়ত অনুকূল সাড়া দেওয়ার কারণ হতে পারে। (উপ. ৯:১১; ১ করি. ৭:৩১) এছাড়া, লোকেরা স্থানান্তরিত হয়। আমরা হয়ত আমাদের এলাকায় এমন নতুন বাসিন্দাদের খুঁজে পেতে পারি যারা সুসমাচারের প্রতি সাড়া দেবে—সম্ভবত প্রাপ্তবয়স্ক যুবকযুবতীরা যারা হয়ত এখন একাকী বাস করছে এবং গম্ভীরভাবে তাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চিন্তা করছে।
৫ যদিও কখনও কখনও ভারতে এলাকা সীমিত নয় বলে মনে হয়, তবু এখানেও দেখা গেছে যে প্রকাশকদের সেইসব নতুন এলাকাগুলি, যেগুলি হয়ত তাদের গৃহ থেকে অনেক দূরে এবং যেখানে তারা সহজে ফিরে যেতে পারে না সেখানে ক্রমাগতভাবে যেতে থাকার চাইতে বরং যখন একটি এলাকায় প্রত্যেক বছর সুবিন্যস্তভাবে কাজ করা হয়, পুনর্সাক্ষাৎগুলি করার ক্ষেত্রে সঠিক মনোযোগ দেওয়া হয়, তখন উত্তম ফল অর্জন করা যায়। যদি আমরা জীবনকালে কেবলমাত্র একবার সাক্ষাৎ করি তাতে যে ধারণার সৃষ্টি হয় তার তুলনায় যখন লোকেরা দেখে যে আমরা নিয়মিতভাবে সাক্ষাৎ করছি, অন্ততঃ বছরে একবার, তখন তা তাদেরকে এক ভিন্ন ও আরও উত্তম ধারণা দিয়ে থাকে। কালক্রমে, যখন এর প্রকাশকদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তখন একটি মণ্ডলী সোসাইটি থেকে আরও এলাকার জন্য অনুরোধ করতে পারে, কিন্তু তখনও ঠিক ততখানিই যতটা এটি এক বছরে সম্পূর্ণ করতে পারে।
৬ আমরা কি ফিরে যেতে থাকব? হ্যাঁ! লোকেদের কাছে বার বার ফিরে যাওয়ার জন্য শাস্ত্র আমাদের যথেষ্ট অনুপ্রেরণা প্রদান করে। পরিশেষে, যখন প্রচার কাজ সমাপ্ত হবে, তখন যিহোবা পরিচর্যায় আমাদের ক্রমাগত প্রচেষ্টার জন্য আমাদের আশীর্বাদ করবেন আর যারা রাজ্যের সুসমাচারের প্রতি উপলব্ধিমূলকভাবে সাড়া দিয়েছে তিনি তাদেরও আশীর্বাদ করবেন।—১ তীম. ৪:১৬.