“আমরা আমাদের এলাকায় অনেকবার কাজ করেছি!”
১ আপনার কি কখনও এমন মনে হয়েছে যে আপনার এলাকায় এতবার কাজ করা হয়েছে যে, সেখানে আর মেষতুল্য লোকেদের পাওয়া সম্ভব নয়? আপনি হয়তো ভেবেছেন: ‘আমি জানি লোকেরা কীরকম সাড়া দেবে। তাই, যারা আমাদের কথা শুনতে চায় না তাদের কাছে বার বার গিয়ে কী লাভ?’ এটা ঠিক যে, অনেক এলাকায় বার বার কাজ করা হচ্ছে। কিন্তু এই বিষয়টাকে আমাদের ইতিবাচকভাবে দেখা উচিত, নেতিবাচকভাবে নয়। কেন? নিচে যে চারটে কারণ দেওয়া হয়েছে সেগুলো লক্ষ্য করুন।
২ আমাদের প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে: যীশু বলেছিলেন: “শস্য প্রচুর বটে, কিন্তু কার্য্যকারী লোক অল্প; অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্য্যকারী লোক পাঠাইয়া দেন।” (লূক ১০:২) অনেক বছর ধরে আমরা যিহোবার কাছে সাহায্যের জন্য বিনতি করে এসেছি। এখন অনেক জায়গায়, প্রয়োজনের অতিরিক্ত কর্মী আমাদের আছে আর তাই আমরা আমাদের এলাকায় বার বার কাজ করছি। যিহোবা আমাদের প্রার্থনার উত্তর দিয়েছেন বলে কি আমরা খুশি হব না?
৩ লেগে থাকলে ভাল ফল পাওয়া যায়: এমনকি যেসব এলাকাগুলোতে বার বার কাজ করা হয়েছে সেইসব এলাকাগুলোতেও লোকেরা রাজ্যের কথা শুনছে এবং সত্যের জ্ঞান লাভ করছে। তাই, সৎহৃদয়ের ব্যক্তিদেরকে আমরা খুঁজে পাব এই আশা নিয়ে আমাদের বার বার তাদের কাছে যাওয়া উচিত। (যিশা. ৬:৮-১১) যীশুর প্রাথমিক শিষ্যরা যেমন করেছিলেন সেইরকম আপনিও আপনার নির্ধারিত এলাকার লোকেদের কাছে বার বার ‘যান’ এবং ঈশ্বরের রাজ্যের প্রতি তাদের আগ্রহকে জাগিয়ে তুলতে চেষ্টা করে চলুন।—মথি ১০:৬, ৭.
৪ পর্তুগালে অনেক মণ্ডলী প্রতি সপ্তায় তাদের এলাকাগুলো প্রচার করে শেষ করছে আর তারা মেষতুল্য লোকেদেরকে খুঁজে পাচ্ছে। এ ব্যাপারে বিশেষ করে একজন বোনের খুবই ইতিবাচক মনোভাব রয়েছে। তিনি বলেন: “প্রতিদিন সকালে প্রচারে বের হওয়ার আগে আমি যিহোবার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাকে এমন কাউকে খুঁজে পেতে সাহায্য করেন, যিনি বাইবেল অধ্যয়ন করতে চাইবেন।” একদিন মেয়েদের একটা সেলুনে গিয়ে তিনি সেখানকার কর্মীদের সঙ্গে বাইবেল অধ্যয়নের ব্যবস্থা করেন। কিন্তু পরে, কেবল একজনই বাইবেল অধ্যয়ন করেন। সেই মহিলা কর্মী বলেছিলেন: “অন্যেরা অধ্যয়ন করতে চায় না কিন্তু আমি চাই।” এক মাসের মধ্যে সেই মহিলা নিজে দুটো বাইবেল অধ্যয়ন পরিচালনা করেন। এরপর খুব শীঘ্রিই তিনি বাপ্তিস্ম নেন আর পরে অগ্রগামীর কাজ করেন!
৫ কাজ হয়ে চলেছে: সুসমাচার প্রচারের কাজ সেভাবেই চলেছে ঠিক যেমন যীশু ভবিষ্যদ্বাণী করেছিলেন। (মথি ২৪:১৪) এমনকি যেসব জায়গায় লোকেরা ‘[আমাদের] কথা শুনিতে সম্মত হয় না,’ তাদেরকেও প্রচার কাজের মাধ্যমে সাবধানবাণী দেওয়া হচ্ছে। আমরা জানি কেউ কেউ আমাদের কথা শুনবে না অথবা এমনকি সত্যের বিরোধিতা করবে। কিন্তু তারপরও, আমাদের যিহোবার কাছ থেকে আসা বিচার সম্পর্কে তাদেরকে সাবধান করতে হবে।—যিহি. ২:৪, ৫; ৩:৭, ৮, ১৯.
৬ আমাদের কাজ এখনও শেষ হয়নি: প্রচার কাজ কখন বন্ধ করতে হবে, তা আমরা ঠিক করব না। যিহোবা জানেন ঠিক কখন তা শেষ করতে হবে। তিনি জানেন আমাদের এলাকায় এখনও এমন লোকেরা আছে কি না, যারা সুসমাচারের প্রতি সাড়া দেবে। আজকে, কিছু লোকেরা বলে থাকে যে তারা আগ্রহী নয় কিন্তু তাদের জীবনে যে বড় পরিবর্তনগুলো আসে যেমন চাকরি হারানো, গুরুতর অসুস্থতা, প্রিয়জনের মৃত্যু, তা হয়তো তাদেরকে অন্য সময়ে সুসমাচার শুনতে আগ্রহী করে তুলবে। আমাদের সম্পর্কে খারাপ ধারণা অথবা খুব ব্যস্ত থাকার জন্য অনেকেই, আমরা আসলে কী প্রচার করি তা কখনও শোনেনি। তাই বার বার তাদের কাছে গিয়ে আমরা যদি বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ করি, তাহলে তারা হয়তো তা খেয়াল করবে ও আমাদের কথা শুনবে।
৭ সাম্প্রতিক বছরগুলোতে যারা বড় হয়ে এখন নিজেরাই সংসারধর্ম করছেন তারা তাদের জীবন সম্বন্ধে গুরুত্বের সঙ্গে চিন্তা করছেন আর এমন প্রশ্নগুলো জিজ্ঞেস করেন, যার উত্তর কেবল ঈশ্বরের বাক্যেই পাওয়া যেতে পারে। অল্পবয়স্ক একজন মা দুজন সাক্ষিকে তার ঘরে ডাকেন আর বলেন: “আমি যখন ছোট ছিলাম তখন আমি বুঝতাম না যে সাক্ষিরা শুধু বাইবেল থেকে কথা বলতে চাওয়ার পরও কেন আমার মা ‘আমি আগ্রহী নই’ বলে সবসময় তাদেরকে ফিরিয়ে দিতেন। তাই সেই সময়ই আমি ঠিক করেছিলাম যে আমি যখন বড় হব, বিয়ে করে নিজে ঘরসংসার করব তখন আমি যিহোবার সাক্ষিদেরকে আমার ঘরে ডাকব ও বাইবেল সম্বন্ধে আমাকে বুঝিয়ে দিতে বলব।” তিনি তা-ই করেছিলেন আর যে সাক্ষিরা তার কাছে এসেছিলেন তারা এতে খুব খুশি হয়েছিলেন।
৮ আপনি কি আরও বেশি কার্যকারী হতে পারেন? এ কথা সবসময়ে ঠিক নয় যে, প্রচারে আমরা যে লোকেদের সঙ্গে কথা বলি তাদের জন্য একই এলাকায় বার বার প্রচার করা শক্ত বলে মনে হয়। কখনও কখনও আমরাও এর জন্য দায়ী। আমরা কি নেতিবাচক ধারণা নিয়ে প্রচার শুরু করি? তা আমাদের মনোভাব এবং হয়তো আমাদের গলার স্বর ও মুখের চেহারার ওপর প্রভাব ফেলতে পারে। ইতিবাচক ও হাসিখুশি মনোভাব দেখান। নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করুন। একেকবার একেক বিষয় নিয়ে কথা শুরু করুন এবং আরও ভালভাবে তা করার চেষ্টা করুন। আপনি হয়তো শুরুতে যে প্রশ্ন করেন সেটাকে পালটাতে পারেন অথবা আলোচনায় অন্য আরেকটা শাস্ত্রপদ ব্যবহার করতে পারেন। অন্য ভাইবোনদেরকে জিজ্ঞেস করুন যে এই এলাকায় কাজ করে সফল হতে কী তাদেরকে সাহায্য করেছে। আলাদা আলাদা প্রকাশক ও অগ্রগামীদের সঙ্গে কাজ করুন আর লক্ষ্য করুন যে, কী তাদের পরিচর্যাকে কার্যকারী করে তোলে।
৯ রাজ্যের প্রচার কাজে যিহোবার অনুমোদন ও আশীর্বাদ রয়েছে আর এতে অংশ নিয়ে আমরা দেখাই যে আমরা তাঁকে ও আমাদের প্রতিবেশীকে ভালবাসি। (মথি ২২:৩৭-৩৯) তাই আসুন আমরা শেষ পর্যন্ত আমাদের প্রচার কাজ করে চলি, একই এলাকায় বার বার কাজ করে ক্লান্ত হয়ে না পড়ি।